জিকে পোস্ট ১৬৫
UNESCO : United Nations Educational , Scientific & Cultural Organisation
১৯৪৫ সালে গঠিত ইউনাইটেড নেশান্সের একটি বিশেষ সংস্থা ইউনেসকো । বর্তমানে এই দেশের সদস্য সংখ্যা ১৯৩ । এর সদর দপ্তর ফ্রান্সে । এই সংস্থার লক্ষ্য হল বিশ্বব্যাপী ঐক্য স্থাপন ও শান্তি বজায় রাখা । এই মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য এই সংস্থা বেছে নিয়েছে শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংশোধনকে । বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়েছে সংস্থাটি । বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ , প্রাকৃতিক ও সাংস্কৃতিক হেরিটেজ স্থানগুলির করার ক্ষেত্রে উইনেসকোর বিশেষ ভূমিকা রয়েছে । বিশ্বব্যাপী প্রেস স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও ইউনেসকোর অবদান অনস্বীকার্য ।
SEBI : Securities and Exchange Board of India
ভারতের সিকিউরিটিজ বা শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থা । ভারত সরকার দ্বারা ' সেবি ' প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে । সি বি ভাবের পৌরোহিত্যে ১৯৯২ সালে সেবি আইন ভারতীয় পার্লামেন্টে পাশ হয় । এর প্রধান কার্যালয় মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স । এই সংস্থার উত্তরে নিউ দিল্লি , পূর্বে কোলকাতা , দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে আমেদাবাদে কার্যালয় অবস্থিত । বর্তমানে সেবি-র চেয়ারম্যান অজয় ত্যাগী ।
UNCIP : United Nations Commission for India and Pakistan
1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর কাশ্মীরের মহারাজা হরি সিং -এর সম্মতিতে কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হয় । এর পর থেকে জম্মু ও কশমীরের দখলদারী নিয়ে ভারত ও পাকিস্থান বিরোধ শুরু হয় । এই সমস্যার সমাধানে ১৯৪৮ সালে রাষ্ট্রপুঞ্জ রেজলিউশান ১৯৪৮ পাশ করিয়ে এই কমিটি গঠন করেন । এই রিপোর্ট অনুযায়ী রেজলিউশন ৪৭এর বলে পাকিস্তান কাশ্মীর থেকে তাদের সেনা হটিয়ে নেয় । অবশ্য পরবর্তীতে ১৯৫১ সালে এই একই সমস্যা পুনরায় দেখা দেওয়ায় রাষ্ট্রপুঞ্জ UNCIP এর বদলে UNMOGIP ( United Nations Military Observation Group in India & Pakistan ) নামে একটি সংস্থা তৈরি করে তার উপর সমস্যা সমাধানের ভার দেন ।
UNESCO : United Nations Educational , Scientific & Cultural Organisation
১৯৪৫ সালে গঠিত ইউনাইটেড নেশান্সের একটি বিশেষ সংস্থা ইউনেসকো । বর্তমানে এই দেশের সদস্য সংখ্যা ১৯৩ । এর সদর দপ্তর ফ্রান্সে । এই সংস্থার লক্ষ্য হল বিশ্বব্যাপী ঐক্য স্থাপন ও শান্তি বজায় রাখা । এই মহৎ উদ্দেশ্য সাধন করার জন্য এই সংস্থা বেছে নিয়েছে শিক্ষা , বিজ্ঞান ও সাংস্কৃতিক সংশোধনকে । বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়েছে সংস্থাটি । বিশ্বব্যাপী মানবাধিকার সংরক্ষণ , প্রাকৃতিক ও সাংস্কৃতিক হেরিটেজ স্থানগুলির করার ক্ষেত্রে উইনেসকোর বিশেষ ভূমিকা রয়েছে । বিশ্বব্যাপী প্রেস স্বাধীনতা রক্ষার ক্ষেত্রেও ইউনেসকোর অবদান অনস্বীকার্য ।
SEBI : Securities and Exchange Board of India
ভারতের সিকিউরিটিজ বা শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থা । ভারত সরকার দ্বারা ' সেবি ' প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে । সি বি ভাবের পৌরোহিত্যে ১৯৯২ সালে সেবি আইন ভারতীয় পার্লামেন্টে পাশ হয় । এর প্রধান কার্যালয় মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্স । এই সংস্থার উত্তরে নিউ দিল্লি , পূর্বে কোলকাতা , দক্ষিণে চেন্নাই ও পশ্চিমে আমেদাবাদে কার্যালয় অবস্থিত । বর্তমানে সেবি-র চেয়ারম্যান অজয় ত্যাগী ।
UNCIP : United Nations Commission for India and Pakistan
1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হওয়ার পর কাশ্মীরের মহারাজা হরি সিং -এর সম্মতিতে কাশ্মীর ভারতের সাথে সংযুক্ত হয় । এর পর থেকে জম্মু ও কশমীরের দখলদারী নিয়ে ভারত ও পাকিস্থান বিরোধ শুরু হয় । এই সমস্যার সমাধানে ১৯৪৮ সালে রাষ্ট্রপুঞ্জ রেজলিউশান ১৯৪৮ পাশ করিয়ে এই কমিটি গঠন করেন । এই রিপোর্ট অনুযায়ী রেজলিউশন ৪৭এর বলে পাকিস্তান কাশ্মীর থেকে তাদের সেনা হটিয়ে নেয় । অবশ্য পরবর্তীতে ১৯৫১ সালে এই একই সমস্যা পুনরায় দেখা দেওয়ায় রাষ্ট্রপুঞ্জ UNCIP এর বদলে UNMOGIP ( United Nations Military Observation Group in India & Pakistan ) নামে একটি সংস্থা তৈরি করে তার উপর সমস্যা সমাধানের ভার দেন ।