1. প্রাকৃতিক গ্যাস প্রধানত গঠিত হয় কোন কোন গ্যাসের মিশ্রনে?
উ: মিথেন ও হাইড্রোকার্বন |
2. এলনিনোর প্রভাবে কোন মহাদেশে বন্যার আশঙ্কা দেখা যায়?
উ: লাতিন আমেরিকা |
3. 2015 সালের 1লা জানুয়ারি কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ইউরোপের 19 তম সদস্য হয় ?
উ: লিথুয়ানিয়া |
4. এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেস্কে কোন দেশ বৃহত্তম ও সবুজতম দেশ?
উ: সুইজারল্যান্ড |
5. 2014 সালে প্রয়াত মার্কিন নাগরিক আলেক জান্ডার শালকিনকে কি নামে ডাকা হত?
উ: গড ফাদার অফ একট্যাসি |
6. সম্পূর্ণ গ্রানাইট এ তৈরি পৃথিবীর প্রথম মন্দির কি?
উ: তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির |
7. মাউন্ট গ্যারিচেন কোন রাজ্যের সর্বোচ্চ শৃংগ?
উ: অরুণাচল প্রদেশ |
8. আয়তন অনুসারে তেলেঙ্গানা রাজ্যের কততম?
উ: 12 তম |
9. বিশ্বের উচ্চতম বিমানবন্দর দাওচেন ওয়াজিং কোন দেশে অবস্থিত?
উ: চীন |
10. গান মেটাল বা পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
উ: তামা, দস্তা ও টিন |
11. কোন সালে পারমানবিক হিংসা থেকে মহাদেশের সুরক্ষা আইন তৈরি হয়?
উ: 2005 সালে |
12. বর্তমানে বিশ্ব জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত?
উ: 7.5 কোটি |
13. হিমবাহিক জলাভূমি সো মোরাই কোন রাজ্যে অবস্থিত?
উ: জম্মু ও কাশ্মির |
14. কোন জাতীয় উদ্যানের আর এক নাম সৈরিত্রীবনম?
উ: সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক |
15. মির্জা গালিব কোন মুঘল সম্রাটের সমসাময়িক?
উ: বাহাদুর সহ জাফর |
16. কোন সংস্থা স্ট্রিট আর্ট প্রজেক্ট চালু করে?
উ: গুগলের প্যারিস কালচারাল ইউনিট |
17. চীনের পাঁচটি স্বশাসিত অঞ্চলের মধ্যে কোনটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয়?
উ: হংকং |
18. কোন মহা সমুদ্রে মার্শাল আইল্যান্ড অবস্থিত?
উ: প্রশান্ত মহাসাগর |
19. কোন দুটি রাজ্যে সবথেকে বেশি সয়াবিন চাষ হয়?
উ: মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র |
20. লোকসভায় কে প্রোটেম স্পিকার নিয়োগ করেন?
উ: রাষ্ট্রপতি |
21. কোচি, তুতিকোরিন, এননোর, কালান্দ্ বন্দরের মোধ্যে কোনটি বেসরকারি বন্দর?
উ: এননোর |
22. 2014 সালে কোন দেশ বিশ্বের সব থেকে উঁচু কেবল রেলওয়ে লাইন চালু করে?
উ: বলিভিয়া |
23. 370 ধারা সংবিধানের কোন ধারার অন্তর্গত?
উ: বিভাগ-21 (Part- XXI)
24. 2014 সালে 90 শতাংশ ভোট পেয়ে কে মিশরের রাষ্ট্রপতি হন?
উ: আবদেল ফতাহ আল সিসি |
25. দেশের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য কি?
উ: কেরালা |
উ: মিথেন ও হাইড্রোকার্বন |
2. এলনিনোর প্রভাবে কোন মহাদেশে বন্যার আশঙ্কা দেখা যায়?
উ: লাতিন আমেরিকা |
3. 2015 সালের 1লা জানুয়ারি কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ইউরোপের 19 তম সদস্য হয় ?
উ: লিথুয়ানিয়া |
4. এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেস্কে কোন দেশ বৃহত্তম ও সবুজতম দেশ?
উ: সুইজারল্যান্ড |
5. 2014 সালে প্রয়াত মার্কিন নাগরিক আলেক জান্ডার শালকিনকে কি নামে ডাকা হত?
উ: গড ফাদার অফ একট্যাসি |
6. সম্পূর্ণ গ্রানাইট এ তৈরি পৃথিবীর প্রথম মন্দির কি?
উ: তামিলনাড়ুর বৃহদেশ্বর মন্দির |
7. মাউন্ট গ্যারিচেন কোন রাজ্যের সর্বোচ্চ শৃংগ?
উ: অরুণাচল প্রদেশ |
8. আয়তন অনুসারে তেলেঙ্গানা রাজ্যের কততম?
উ: 12 তম |
9. বিশ্বের উচ্চতম বিমানবন্দর দাওচেন ওয়াজিং কোন দেশে অবস্থিত?
উ: চীন |
10. গান মেটাল বা পিতল কোন কোন ধাতুর মিশ্রণ?
উ: তামা, দস্তা ও টিন |
11. কোন সালে পারমানবিক হিংসা থেকে মহাদেশের সুরক্ষা আইন তৈরি হয়?
উ: 2005 সালে |
12. বর্তমানে বিশ্ব জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার কত?
উ: 7.5 কোটি |
13. হিমবাহিক জলাভূমি সো মোরাই কোন রাজ্যে অবস্থিত?
উ: জম্মু ও কাশ্মির |
14. কোন জাতীয় উদ্যানের আর এক নাম সৈরিত্রীবনম?
উ: সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক |
15. মির্জা গালিব কোন মুঘল সম্রাটের সমসাময়িক?
উ: বাহাদুর সহ জাফর |
16. কোন সংস্থা স্ট্রিট আর্ট প্রজেক্ট চালু করে?
উ: গুগলের প্যারিস কালচারাল ইউনিট |
17. চীনের পাঁচটি স্বশাসিত অঞ্চলের মধ্যে কোনটি চীনের মূল ভূখণ্ডের অন্তর্ভুক্ত নয়?
উ: হংকং |
18. কোন মহা সমুদ্রে মার্শাল আইল্যান্ড অবস্থিত?
উ: প্রশান্ত মহাসাগর |
19. কোন দুটি রাজ্যে সবথেকে বেশি সয়াবিন চাষ হয়?
উ: মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র |
20. লোকসভায় কে প্রোটেম স্পিকার নিয়োগ করেন?
উ: রাষ্ট্রপতি |
21. কোচি, তুতিকোরিন, এননোর, কালান্দ্ বন্দরের মোধ্যে কোনটি বেসরকারি বন্দর?
উ: এননোর |
22. 2014 সালে কোন দেশ বিশ্বের সব থেকে উঁচু কেবল রেলওয়ে লাইন চালু করে?
উ: বলিভিয়া |
23. 370 ধারা সংবিধানের কোন ধারার অন্তর্গত?
উ: বিভাগ-21 (Part- XXI)
24. 2014 সালে 90 শতাংশ ভোট পেয়ে কে মিশরের রাষ্ট্রপতি হন?
উ: আবদেল ফতাহ আল সিসি |
25. দেশের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য কি?
উ: কেরালা |