জিকে পোস্ট নাম্বার ঃ ১৬৪
পশ্চিমবঙ্গের নতুন দুটি জেলা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য
পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং বর্ধমানকে দুভাগ করে পশ্চিম বর্ধমান জেলা তৈরি হল । ৪ই এপ্রিল ঝাড়গ্রামকে রাজ্যের ২২তম জেলা ঘোষণা করে পঃবঃ রাজ্য সরকার । ৭ই এপ্রিল আসানসোল ও দুর্গাপুর নিয়ে গঠিত পশ্চিম বর্ধমান পেল ২৩তম জেলার স্বীকৃতি ।
ঝাড়গ্রাম ঃ
জেলার মোট আয়তন - ৩০৩৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা - ১১ লক্ষ ৩৬ হাজার ৫৪৮ জন ( ২০১১ জনগননা অনুযায়ী )
জেলায় থাকছে - ১০টি থানা, ৮টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৮টি পঞ্চায়েত সমিতি, ৭৯টি গ্রাম পঞ্চায়েত, ২,৯৯৬টি মৌজা, ২৫১৩টি গ্রাম, ১টি পুরসভা ও ১টি জনগণনা নগর নিয়ে গঠিত। এই জেলার একমাত্র পুরসভাটি হল জেলাসদর ঝাড়গ্রাম এবং একমাত্র জনগণনা নগরটি হল শিলদা।
জেলাশাসক ঃ আর. অর্জুন
পুলিশ সুপার ঃ অভিষেক গুপ্ত
নতুন জেলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করলোঃ ২০০কোটি টাকা

ছবিঃ আনন্দবাজার পত্রিকার সৌজন্যে
পশ্চিম বর্ধমান :
জেলার মোট আয়তন - ১৬০৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা - ২৮ লক্ষ ৮২ হাজার ৩১ জন ( ২০১১ জনগননা অনুযায়ী )
জেলায় থাকছে - ২টি পৌরসভা , চারটি মহকুমা , দুটি মহিলা থানা সহ ১৮টি থানা , ৭১টি গ্রাম পঞ্চায়েত , একটি সুপার স্পেশালিটি হসপিটাল ও চারটি সরকারি হাসপাতাল
জেলাশাসক ঃ শশাঙ্ক শেঠি
পুলিশ সুপার ঃ লক্ষ্মীনারায়ণ মিনা
নতুন জেলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করলোঃ ১৯০কোটি টাকা

ছবি ঃ বর্ধমান.কম এর সৌজন্যে
পশ্চিমবঙ্গের প্রস্তাবিত জেলা-
পশ্চিমবঙ্গের নতুন দুটি জেলা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য
পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং বর্ধমানকে দুভাগ করে পশ্চিম বর্ধমান জেলা তৈরি হল । ৪ই এপ্রিল ঝাড়গ্রামকে রাজ্যের ২২তম জেলা ঘোষণা করে পঃবঃ রাজ্য সরকার । ৭ই এপ্রিল আসানসোল ও দুর্গাপুর নিয়ে গঠিত পশ্চিম বর্ধমান পেল ২৩তম জেলার স্বীকৃতি ।
ঝাড়গ্রাম ঃ
জেলার মোট আয়তন - ৩০৩৭ বর্গ কিলোমিটার
জনসংখ্যা - ১১ লক্ষ ৩৬ হাজার ৫৪৮ জন ( ২০১১ জনগননা অনুযায়ী )
জেলায় থাকছে - ১০টি থানা, ৮টি সমষ্টি উন্নয়ন ব্লক, ৮টি পঞ্চায়েত সমিতি, ৭৯টি গ্রাম পঞ্চায়েত, ২,৯৯৬টি মৌজা, ২৫১৩টি গ্রাম, ১টি পুরসভা ও ১টি জনগণনা নগর নিয়ে গঠিত। এই জেলার একমাত্র পুরসভাটি হল জেলাসদর ঝাড়গ্রাম এবং একমাত্র জনগণনা নগরটি হল শিলদা।
জেলাশাসক ঃ আর. অর্জুন
পুলিশ সুপার ঃ অভিষেক গুপ্ত
নতুন জেলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করলোঃ ২০০কোটি টাকা
ছবিঃ আনন্দবাজার পত্রিকার সৌজন্যে
পশ্চিম বর্ধমান :
জেলার মোট আয়তন - ১৬০৩ বর্গ কিলোমিটার
জনসংখ্যা - ২৮ লক্ষ ৮২ হাজার ৩১ জন ( ২০১১ জনগননা অনুযায়ী )
জেলায় থাকছে - ২টি পৌরসভা , চারটি মহকুমা , দুটি মহিলা থানা সহ ১৮টি থানা , ৭১টি গ্রাম পঞ্চায়েত , একটি সুপার স্পেশালিটি হসপিটাল ও চারটি সরকারি হাসপাতাল
জেলাশাসক ঃ শশাঙ্ক শেঠি
পুলিশ সুপার ঃ লক্ষ্মীনারায়ণ মিনা
নতুন জেলার জন্য রাজ্য সরকার বরাদ্দ করলোঃ ১৯০কোটি টাকা
ছবি ঃ বর্ধমান.কম এর সৌজন্যে
পশ্চিমবঙ্গের প্রস্তাবিত জেলা-
- আসানসোল জেলা
- কালিম্পং জেলা
- বসিরহাট জেলা
- সুন্দরবন জেলা