বিভিন্ন ফিল্ডে প্রথম ২৫ জন বাঙালী মহিলা

জিকে পোস্ট নম্বরঃ ১৬৩

► প্রথম বাঙালী মহিলা গ্র্যাজুয়েট ঃ কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু 
► প্রথম বাঙালী মহিলা পি এইচ ডি উপাধি পান ঃ প্রভাবতী দাশগুপ্ত 
► প্রথম বাঙালী মহিলা ঔপন্যাসিক ও জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট সদস্য ঃ স্বর্ণ কুমারী দেবী 
► প্রথম বাঙালী মহিলা রাজ্যপাল ও জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ঃ সরোজিনী নাইডু 
► প্রথম বাঙালী মহিলা ডাক্তার ঃ ডাঃ কাদম্বিনী গাঙ্গুলী 
► প্রথম বাঙালী মহিলা মহিলা কর্পোরেশনের কাউন্সিলার - সরোজিনী দে 
► প্রথম বাঙালী মহিলা বিশ্ববিদ্যালয়ের ফেলো - সরলা রায় 
► প্রথম বাঙালী মহিলা শহীদ - প্রীতিলতা ওয়াদ্দেদার
► প্রথম বাঙালী মহিলা এম এ - চন্দ্রমুখী বসু ও কামিনী রায় 
► প্রথম বাঙালী মহিলা বিলাত যাত্রী - চন্দ্রলেখা বসু 
► প্রথম বাঙালী মহিলা মুখ্যমন্ত্রী - সুচেতা কৃপালিনী 
► প্রথম বাঙালী মহিলা  প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার - বিভা মজুমদার 
► প্রথম বাঙালী মহিলা ইংরেজ ভাষার কবি - তরু দত্ত 
► প্রথম বাঙালী মহিলা বিচারপতি - পদ্মা খাস্তগীর ও মঞ্জুলা বসু 
► প্রথম বাঙালী মহিলা ইংলিশ চ্যানেল সন্তরনে শ্রেষ্ঠ স্থান অধিকারিণী - আরতি সাহা 
► প্রথম বাঙালী মহিলা বিমান চালিকা - দূর্বা বন্দ্যোপাধ্যায় 
► প্রথম বাঙালী মহিলা অনারারী ম্যাজিস্ট্রেট - প্রভা বন্দ্যোপাধ্যায় 
► প্রথম বাঙালী মহিলা আই সি এস - রমা মজুমদার 
► প্রথম বাঙালী মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি - রুমা পাল 
► প্রথম বাঙালী মহিলা শেরিফ - সুচিত্রা মিত্র 
► প্রথম বাঙালী মহিলা ডি এস সি - অসীমা চট্টোপাধ্যায় 
► প্রথম বাঙালী মহিলা ভাইস চ্যান্সেলর - ডঃ রমা চৌধুরী 
► প্রথম বাঙালী মহিলা কুমেরু অভিযানে যাওয়া যাত্রী - সুদীপ্তা সেনগুপ্ত
► প্রথম বাঙালী মহিলা এভারেস্ট জয়ী - ছন্দা গায়েন  
► প্রথম বাঙালী মুসলিম মহিলা ডাক্তার - জোহরা বেগম কাজী

আজকের পোস্টটি ভালো লাগলে উপরের আইকনে ক্লিক করে নেট ছাড়া পড়ার জন্য সেভ করে রাখুন ।


Post a Comment

Previous Post Next Post