জিকে পোস্ট নাম্বার ঃ ১৭৭
CRPF [ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ]
স্থাপনা হয় ১৯৪৯ সালে , রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের পুলিশবাহিনীকে আইন ও শৃঙ্খলা বজায় রাখার কাজে সাহায্য করা । সি আর পি এফ বাহিনী মধ্যপ্রদেশের নীমচ নামক স্থানে স্থাপিত হয় এবং এর নাম ছিল ' ক্রাউন রিপ্রেজেনেটেটিভ পুলিশ ' । স্বাধীনতার পর এর নাম হয় ' সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ' , সি আর পি এফ এর ৪৪তম ব্যাটেলিয়ন ' মহিলা ব্যাটেলিয়ন' নামে পরিচিত এবং এটি মার্চ ৩০, ১৯৮৬ সালে স্থাপিত হয় । এটি পৃথিবীর সর্বপ্রথম অর্ধপুলিশ বাহিনী যা সম্পূর্ণ মহিলাদের নিয়ে গঠিত ।
BSF [ বর্ডার সিকিউরিটি ফোর্স ]
১৯৬৫ সালে স্থাপন করা হয় । আন্তর্জাতিক সীমান্তের রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাবাহিনীর অনুবর্তী হয়ে সহযোগিতা করা এই ফোর্সের মূখ্য কাজ ।
ITBP [ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ]
১৯৬২ সালে স্থাপিত । ভারত ও তিব্বতের মধ্যবর্তী ১২২১ কিমি আন্তর্জাতিক সীমান্তের রক্ষণাবেক্ষণ - এই ক্ষেত্র প্রায় লাদাকের কারাকোরাম পাস থেকে আরম্ভ হয়ে ভারত তিব্বতের সম্মীলনক্ষেত্র লিপুলেখ পাস পর্যন্ত বিস্তৃত । এই সংস্থা , ভি আই পি দের সুরক্ষা , ব্যাঙ্ক সুরক্ষা , এবং আইন ব্যবস্থার রক্ষণাবেক্ষণও করে ।
Coast Gaurd
স্থাপনা হয় ১৯৭৮ সালে । এই সংস্থার মূখ্য কাজ সামুদ্রিক তট ও তটবর্তী এলাকার রক্ষণাবেক্ষণ করা ।
CBI [ সেন্ট্রাল ব্যূরো অফ ইনভেস্টিগেশান ]
স্থাপনা হয় ১৯৬৩ সালে । সরকারী কর্মচারীদের বিরূদ্ধে মিথ্যাচারণ , তহবিল তছরুপ , ও প্রতারণা ইত্যাদির আইনগত ব্যাপারে অনুসন্ধান এবং ইন্টারপোলের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধের অনুসন্ধান করা এদের প্রধান কাজ ।
IB [ ইন্টেলিজেন্স ব্যূরো ]
স্থাপনা হয় ১৯২০ সালে । দেশের সংরক্ষা সম্বন্ধীয় গোপন তথ্য আহরণ করা এর প্রধান কাজ । এই সংস্থার আগের নাম ছিল ' সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ ' ১৮৮৭ সালে স্থাপনা । ১৯২০ থেকে ইন্টেলিজেন্স ব্যূরো নামকরন করা হয় ।
RAF [ র্যাপিড অ্যাকশান ফোর্স ]
স্থাপনা ১৯৯২ সালের ৭ই অক্টোবর । এটি নিয়ন্ত্রন করে কেন্দ্রীয় পুলিশ সংস্থা ও সি আর পি এফ । 'চরম মুহূর্তে ' কাজ করা এই ফোর্সের প্রধান কাজ । দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ন্ত্রনে এরা মূখ্য ভুমিকা পালন করে ।
CRPF [ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ]
স্থাপনা হয় ১৯৪৯ সালে , রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের পুলিশবাহিনীকে আইন ও শৃঙ্খলা বজায় রাখার কাজে সাহায্য করা । সি আর পি এফ বাহিনী মধ্যপ্রদেশের নীমচ নামক স্থানে স্থাপিত হয় এবং এর নাম ছিল ' ক্রাউন রিপ্রেজেনেটেটিভ পুলিশ ' । স্বাধীনতার পর এর নাম হয় ' সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ' , সি আর পি এফ এর ৪৪তম ব্যাটেলিয়ন ' মহিলা ব্যাটেলিয়ন' নামে পরিচিত এবং এটি মার্চ ৩০, ১৯৮৬ সালে স্থাপিত হয় । এটি পৃথিবীর সর্বপ্রথম অর্ধপুলিশ বাহিনী যা সম্পূর্ণ মহিলাদের নিয়ে গঠিত ।
BSF [ বর্ডার সিকিউরিটি ফোর্স ]
১৯৬৫ সালে স্থাপন করা হয় । আন্তর্জাতিক সীমান্তের রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাবাহিনীর অনুবর্তী হয়ে সহযোগিতা করা এই ফোর্সের মূখ্য কাজ ।
ITBP [ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ]
১৯৬২ সালে স্থাপিত । ভারত ও তিব্বতের মধ্যবর্তী ১২২১ কিমি আন্তর্জাতিক সীমান্তের রক্ষণাবেক্ষণ - এই ক্ষেত্র প্রায় লাদাকের কারাকোরাম পাস থেকে আরম্ভ হয়ে ভারত তিব্বতের সম্মীলনক্ষেত্র লিপুলেখ পাস পর্যন্ত বিস্তৃত । এই সংস্থা , ভি আই পি দের সুরক্ষা , ব্যাঙ্ক সুরক্ষা , এবং আইন ব্যবস্থার রক্ষণাবেক্ষণও করে ।
Coast Gaurd
স্থাপনা হয় ১৯৭৮ সালে । এই সংস্থার মূখ্য কাজ সামুদ্রিক তট ও তটবর্তী এলাকার রক্ষণাবেক্ষণ করা ।
CBI [ সেন্ট্রাল ব্যূরো অফ ইনভেস্টিগেশান ]
স্থাপনা হয় ১৯৬৩ সালে । সরকারী কর্মচারীদের বিরূদ্ধে মিথ্যাচারণ , তহবিল তছরুপ , ও প্রতারণা ইত্যাদির আইনগত ব্যাপারে অনুসন্ধান এবং ইন্টারপোলের সহযোগিতায় আন্তর্জাতিক অপরাধের অনুসন্ধান করা এদের প্রধান কাজ ।
IB [ ইন্টেলিজেন্স ব্যূরো ]
স্থাপনা হয় ১৯২০ সালে । দেশের সংরক্ষা সম্বন্ধীয় গোপন তথ্য আহরণ করা এর প্রধান কাজ । এই সংস্থার আগের নাম ছিল ' সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ ' ১৮৮৭ সালে স্থাপনা । ১৯২০ থেকে ইন্টেলিজেন্স ব্যূরো নামকরন করা হয় ।
RAF [ র্যাপিড অ্যাকশান ফোর্স ]
স্থাপনা ১৯৯২ সালের ৭ই অক্টোবর । এটি নিয়ন্ত্রন করে কেন্দ্রীয় পুলিশ সংস্থা ও সি আর পি এফ । 'চরম মুহূর্তে ' কাজ করা এই ফোর্সের প্রধান কাজ । দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ন্ত্রনে এরা মূখ্য ভুমিকা পালন করে ।