বিজ্ঞানের জানা-অজানা ২৫টি প্রশ্ন

জিকে পোস্ট নাম্বারঃ ১৭৬

► আয়রনের মৌলের ল্যাটিন নাম কি?
উঃ ফেরাম 
► মেন্ডেলের জিনোটাইপ অনুপাতের সঙ্কেত কেমন ?
উঃ ১ঃ২ঃ১ 
► ডনোনিয়া কি ধরনের উদ্ভিদ ?
উঃ পতঙ্গভূক উদ্ভিদ 
► পারদ ছাড়া একটি তরল অধাতুর নাম কি ?
উঃ গ্যালিয়াম 
► কাইনিন কোন ফলে পাওয়া যায় ?
উঃ ডাবের জলে 
► অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি ?
উঃ মিশ্র গ্রন্থি 
► নির্জল কোষের তড়িৎচালক বলের মান কত ?
উঃ ১.৫ ভোল্ট 
► অলিভ অয়েল কিসে দ্রাব্য ?
উঃ অ্যালকোহল 
► আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ গুণাঙ্ক কত ?
উঃ শূন্য 
► কোন ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে না ?
উঃ জার্মেনিয়াম 
► সোনোগ্রাফিতে কি ধরনের তরঙ্গ ব্যাবহার করা হয় ?
উঃ শব্দোত্তর তরঙ্গ 
► জার্মপ্লাজম এর প্রবক্তা কে ?
উঃ বিজ্ঞানী ভাইসম্যান 
► কোন যন্ত্রের মধ্যে এক্স রশ্মী উৎপন্ন হয় ?
উঃ কুলিজ নল 
► স্ট্যামিনোড কি ?
উঃ উদ্ভিদের নিস্ক্রিয় অঙ্গ 
► মানুষের নবম করোটিয় স্নায়ুর নাম কি ?
উঃ গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল 
► প্রথম জীবাশ্ম আবিস্কার করেন কোন বিজ্ঞানী ?
উঃ বিজ্ঞানী ল্যামার্ক
► জরায়ুজ অঙ্কুরোদগম হয় এমন একটি উদ্ভিদের নাম কি ?
উঃ সুন্দরী গাছ 
► অম্লরাজে দ্রবীভূত হওয়ার সময় সোনা কি উৎপন্ন করে ?
উঃ জায়মান ক্লোরিন 
► দাদ ও হাজা কি ঘটিত রোগ ?
উঃ ছত্রাক ঘটিত 
► নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড গ্যাসের মিশ্রন কি নামে পরিচিত ?
উঃ প্রোডিউসার গ্যাস 
► তাজমহল ক্ষতিগ্রস্থ হচ্ছে  কোন দূষিত পদার্থের দ্বারা ?
উঃ সালফার ডাই অক্সাইড 
► ফিল্ম ক্যামেরায় কোন যৌগ ব্যবহার করা হত ?
উঃ সিলভার ব্রোমাইড 
► সংকরায়নের ফলে উৎপন্ন প্রথম অপত্য জনুকে কি বলে ?
উঃ এফ -১ জনু 
► আর্সেনিক যুক্ত এলাকাতে সহজে জন্মাতে পারে কোন গাছ ?
উঃ শিম 
► গাছের পাতা পড়ার শব্দের মাত্রা কত ?
উঃ ১০ ডেসিবেল [ মানুষ শুনতে পায় ০-১৪০ ডেসিবেল পর্যন্ত ] 


Post a Comment

Previous Post Next Post