বিজ্ঞান ৫১-৭৫

বিজ্ঞান ৫১-৭৫
51. মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?
     এনামেল।
52.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
     তারা মাছ ।
53.ক্রোমোজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
    রজার ডেভিড কর্ণবার্গ
54.ভিনিগার কিসের জলীয় দ্রবন ?
     অ্যাসেটিক অ্যাসিড  ।
55. লিট্মাস পেপারের দ্রবন কোন রঙকে  নির্দেশ করে ?
     লাল রঙকে .
56.কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
     প্লাকইড (Placoid)।
57. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?
   তিমি।
58.যেসব প্রাণীর রাত্রি কালীন মল খাওয়ার  অভ্যাস আছে ,তাদের কি বলে?
   কোপ্রোফ্যাগি।
59.পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?
   পুসা বিন।
60.মৌমাছি কতদিন বাঁচে?
    ৫০ - ৬০ দিন।
61.কোন ভিটামিন কে বায়োটিন বলে?
    ভিটামিন H।
62.মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রোগ কোন বয়সে দেখা যায়?
    ৪০ - ৪৫ বছর।
63.ফ্যাট কিসে দ্রবণীয়?
    ইথার ও ক্লোরোফর্ম।
64.ক্রেবস চক্রে মোট কত অনু ATP  তৈরি হয়?
   ১২ অনু।
65.সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
   প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ - ২৫০ মিলিগ্রাম ।
66.দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
     ইডেমা ।
67.Heart of heart   কাকে বলে?
    হিজ এর বান্ডিল কে।
68.হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা?
    বাম নিলয়।
69.কোন স্তন্যপায়ী প্রাণী RBC   নিউক্লিয়াস যুক্ত?
   উট।
70.দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
   ভেগাস।
71.কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না?
  প্লীহা।
72.বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?
  ১২০০মিলিলিটার।
73.গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
    পাকস্থলী।
74.কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
     অ্যাড্রেনালিন।
75.হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?
  ৫ - ৭ জোড়া।

Post a Comment

Previous Post Next Post