বিভিন্ন জিকে ৭৬-১০০

৭৬. উদ্ভিদের বৃদ্ধি কিসে পরিমাপ করা হয়?
উঃ অক্সালোমিটার।
৭৭. আলকাতরা থেকে উৎপন্ন কোন যৌগ ‘ব্যাকেলাইট’ উৎপন্ন করে?
উঃ ফেনল।
৭৮. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধিকরনে অবিশুদ্ধ ধাতুকে ব্যাবহার করা হয় কি রূপে?
উঃ অ্যানোড রূপে।
৭৯. হৃদপিণ্ড এর ডান অলিন্ড নিলয়ে ছিদ্রে যে কপাটিকা থাকে তার নাম কি?
উঃ ট্রাইকাসপিড।
৮০. অ্যামমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
উঃ বিদ্যুৎ প্রবাহ।
৮১. প্রথম পারমানবিক সাবমেরিনের নাম কি?
উঃ নাটিলাস।
৮২. যে বছর গ্যালিলিও মারা যান সে বছর আর একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর জন্ম হয় তার নাম কি?
উঃ স্যার আইজ্যাক নিউটন
৮৩. কে সর্বপ্রথম বলেন আলো হল আসলে প্রোটন নামে শক্তির সমাহার?
উঃ আইনস্টাইন
৮৪. বাতাসের কোন ওজন নেই কে প্রথম প্রমান করার চেষ্টা করেন?
উঃ ভলতেয়ার।
৮৫. পাথরে ফুটো করতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয়?
উঃ ম্যাঙ্গানিজ ইস্পাত।
৮৬. কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক?
উঃ ইনফ্রারেড।
৮৭. ‘ফুলস গোল্ড’ কাকে বলে?
উঃ আইরন পাইরাইটিস কে।
৮৮. ‘লাভ অ্যাপেল’ কি?
উঃ টমেটো।
৮৯. সোনা কোন তরলে দ্রবীভূত হয়?
উঃ ৩ ভাগ HCL ও ১ ভাগ HNO3 এর মিশ্রনে।
৯০. ‘আইভারি ব্ল্যাক’ কি থেকে উৎপন্ন হয়?
উঃ হাতির দাঁতের হাড়ের অঙ্গার থেকে।
৯১. ‘সেঁকো বিষের’ রাসায়নিক নাম কি?
উঃ আর্সেনিয়াস অক্সাইড।
৯২. প্রানীদেহে ভারসাম্য নিয়ন্ত্রনে সহায়তা করে কোন পদার্থ?
উঃ সেরিবেলাম।
৯৩. কোন সুলতান ব্রাহ্মণ দের ওপর জিজিয়া কর বসান?
উঃ ফিরোজ তুঘলক।
৯৪. দিল্লির কাছে দুর্গ শহরে তুঘলকাবাদের প্রতিষ্ঠাতা কে?
উঃ গিয়াসুদ্দিন তুঘলক।
৯৫. কে প্রথম সুলতান উপাধি নেয়?
উঃ মহম্মদ গজনি।
৯৬. কার রাজত্বকালকে রোমান সম্রাজ্যের সুবর্ন যুগ বলে?
উঃ আগাস্টাস সিজার।
৯৭. কালিদাস উল্লিখিত কোন মন্দিরে মেয়েদের দেবদাসী করে রাখা হত?
উঃ উজ্জয়িনীর মহাকাল মন্দিরে।
৯৮. বৈদিক যুগে আর্যদের প্রধান খাদ্য কি ছিল?
উঃ যব ও চাল।
৯৯. মেগাস্থিনিসের লেখায় ‘সঙ্গম যুগে’ কোন রাজ বংসের উল্লেখ মেলে?
উঃ পান্ড্য।
১০০. কোন মৌর্য রাজা জৈন ধর্মের উপাসক ছিলেন?
উঃ সম্প্রাতি।

Post a Comment

Previous Post Next Post