ইতিহাস ৫১-৭৫

৫১. রামচরিত মানস বইটির লেখক কে? তুলসী দাস
৫২. তুজুকি বাবর কার লেখা? বাবরের।
৫৩.হিজরি সন শুরু হয় কবে থেকে? ৬২২ খ্রিস্টপূর্ব থেকে।
৫৪.সিপাহী বিদ্রোহ কত সালে হয়? ১৮৫৭ সালের ১০ই মে।
৫৫.মহেঞ্জোদারো সভ‍্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? সিন্ধু নদী।
৫৬. দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়? ১১৯২ সালে।
৫৭ .কোন মুঘল সম্রাট 'গাজি' উপাধি ধারণ করেছিলেন? জাহাঙ্গীর।
৫৮.কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ হয়? ১৮৫৩ সালে।
৫৯.বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদকুলি খান
৬০.তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুঘলক
৬১.জুনাগড় লিপি থেকে কোন রাজার বিষয়ে জানা যায়? শক মহাক্ষত্রপ রুদ্রদমন।
৬২.ইংরেজরা কবে দেওয়ানী লাভ করেন? ১৭৬৫খ্রি:।
৬৩.নাদির শাহ কত সালে ভারত আক্রমন করেন? ১৭৩৯ খ্রি:।
৬৪.বিধবা বিবাহ আইন কবে পাস হয়? ১৮৫৬ সালে।
৬৫."সব মুনিষে প্রজা মম" উক্তিটি কার? সম্রাট অশোক
৬৬.'দানসাগর' ও 'অদ্ভুত সাগর' কার লেখা? বল্লাল সেন।
৬৭.মুহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল? জুনা খাঁ।
৬৮.দিল্লির সুলতানী আমল কবে শুরু হয়? ১২০৬ খ্রি: থেকে।
৬৯.বাবরের আসল নাম কি? জহির উদ্দিন মুহম্মদ বাবর।
৭০.আকবরের আসল নাম কি? জালাল উদ্দিন আহমেদ আকবর।
৭১.'গদর' পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল
৭২.হোমরুল আন্দোলনের প্রবক্তা কে? অ্যনিবেসান্ত
৭৩.নব‍্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে? ডিরোজিও
৭৪.আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? ১৯৪২ সালে।
৭৫.আজাদ হিন্দ সরকার গঠন হয় কত সালে? ১৯৪৩ সালের ২১ অক্টোবর।

Post a Comment

Previous Post Next Post