বিবিধ জিকে ৫১-৭৫

51. রাজমালা কোন রাজ্যের মূল্যবান ঐতিহাসিক সূত্র?
উ: ত্রিপুরা।
52. অটলবিহারী কতবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন?
উ: তিনবার।
53. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি একটি রাজ্যে আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন?
উ: 360 ধারায়।
54. কোন রাজ্যের লঞ্চ সেন্টার থেকে চন্দ্রযান-1 মহাকাশে যাত্রা শুরু করে?
উ: অন্ধ্রপ্রদেশ।
55. ইন্ডোস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন ব্যাংকের সাবসিডিয়ারি?
উ:  IDBI .
56. ভারত সরকারের প্রকল্প আশা (ASHA) কোন কোন বৃহত্তর প্রকল্পের অঞ্চল?
উ: জাতীয় গ্রামীণ সাস্থ্য মিশন।
57. কোন সংস্থা জৈতাপুর পারমাণবিক প্রকল্প গড়ে তুলেছে?
উ: ফ্রায়েন্স আরেডা।
58. সবচেয়ে বেশি বায়ু থেকে বিদ্যুৎ উৎপন্ন করে কোন রাজ্য?
উ: তামিলনাড়ু।
59. বিশ্বের বৃহত্তম তামা উৎপাদক কোন দেশ?
উ: চিলি।
60. রাষ্ট্রপতির জারি অর্ডিন্যান্স এর মেয়াদকাল কি?
উ: 7.5 মাস।
61. কোন ব্যাক্তি কতবার ভারতের রাষ্ট্রপতি পদে বসতে পারে?
উঃ যতবার খুসি।
62. বক্সা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উঃ পাশ্চিমবঙ্গ।
63. ২০১৪ সালে রেল বাজেটে প্রথম কোন দুটি শহরের মধ্যে বুলেট ট্রেন চালানোর কথা হয়?
উঃ মুম্বাই-আহমেদাবাদ।
64. ভারতে কোন বিষয়ে কৃতিত্বের জন্য সন্ত কবীর পুরস্কার দেওয়া হয়?
উঃ তাঁত ও হস্তশিল্প।
65. সুপার টাইফুন বাতাসের গতিবেগ অন্তত কত থাকে?
উঃ ২৪০ কিমি/ঘন্টা ।
66. কোন ক্রিকেট স্টেডিয়াম কে ক্রিকেট এর মক্কা বলা হয়?
উঃ দ্য লর্ডস, লন্ডন।
67. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের নগরায়ান সবচেয়ে কম?
উঃ হিমাচল প্রদেশ।
68. দেশে এখন পর্যন্ত কোন রোগে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে?
উঃ যক্ষা।
69. বাল্য বিবাহে বিশ্বে প্রথম স্থানে কোন দেশ?
উঃ নাইজেরিয়া।
70. ২০ তম কমনওয়েলথ গেমস এ ভারতের হয়ে প্রথম স্বর্নপদক কে এনেছেন?
উঃ সঞ্চিতা চানু।
৭১. কোন দেশ বিশ্বে সব থেকে বেশী সাদা ও কালো গোলমরিচ উৎপাদন করে?
উঃ ভিয়েতনাম।
৭২. সর্বনিম্ন কতজন কর্মী থাকলে কোন সংস্থা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর আওতায় আসে?
উঃ ২০ জন।
৭৩. সদ্য গঠিত হওয়া তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে?
উঃ সানিয়া মির্জা।
৭৪. কোন প্রাণী এলবো ভাইরাস বহন করে?
উঃ বাদুড়।
৭৫. চামড়ার প্রধান উপাদান কি?
উঃ কোলাজেন।

Post a Comment

Previous Post Next Post