কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ ও ১৬ই ফেব্রুয়ারী

1. সম্প্রতি কোথায় কোবরা গোল্ড সেনা মহড়া শুরু হলো?- থাইল্যান্ড
2. থাইল্যান্ডের রাজধানীর নাম কি?- ব্যাংকক
3. ভারত- পবিত্র জলবায়ু সমাধান শীর্ষক প্রকাশন কে জারি করলেন?- হর্ষবর্ধন সিং
4. সম্প্রতি কোন মন্ত্রালয় ই-ঔষধি পোর্টাল লঞ্চ করলো?- আয়ুষ মন্ত্রালয়
5. আনডটেড : সেভিং দ্যা আইডিয়া অফ ইন্ডিয়া এর অনাবরণ কে করলেন?- হামিদ আনসারি
6. আনডটেড : সেভিং দ্যা আইডিয়া অফ ইন্ডিয়া বইটি কার লেখা?- পি চিদাম্বরম
7. সম্প্রতি মারা গেলেন ম্যানফ্রেড আয়গণ। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?- জার্মানি
8. EY Entrepreneur of the Year 2018 খেতাব কে জিতলেন?- সিদ্ধার্থ লাল
9. সিদ্ধার্থ লাল কোন কোম্পানির MD এবং CEO?- আইচার মোটরস
10. সম্প্রতি মারা গেলেন গর্ডন ব্যাঙ্কস। তিনি কোন দেশের নাগরিক ছিলেন?- ইংল্যান্ড
11. সম্প্রতি NCSK এর কার্যকাল কতবছর বৃদ্ধি করা হয়েছে?- তিন
12. এয়ার ইন্ডিয়া এর নতুন MD এবং CEO এর নাম কি?- অশ্বিনী লোহানী
13. সম্প্রতি সীমা শুল্ক মামলায় সাহায্যের জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করলো?- সৌদি আরব
14. সম্প্রতি ভারতের সর্বপ্রথম অ্যাকোয়া মেগা ফুড পার্ক কোথায় চালু হলো?- অন্ধ্রপ্রদেশ
15. সম্প্রতি কোথায় তৃতীয় ইন্দো জার্মান পর্যাবরণ মঞ্চ কোথায় আয়োজিত হলো?- নিউ দিল্লি
16. সম্প্রতি কোন রাজ্যসরকার সার্বভৌমিক বৃদ্ধাবস্থা পেনশন যোজনা শুরু করলো?- বিহার
17. বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি?- নীতিশ কুমার
18. সম্প্রতি কে প্রথম IAF এর মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হলেন?- হিনা জেসওয়াল
19. সম্প্রতি কোন মন্ত্রালয় প্রধানমন্ত্রী শ্রম যোগী মান ধন যোজনা শুরু করলো?- শ্রম এবং রোজগার মন্ত্রালয়
20. সম্প্রতি কে PETA এর সর্বশ্রেষ্ঠ নির্দেশক রূপে সম্মানিত হলেন?- ব্র্যাডলি কুপার
21. সম্প্রতি 72400 এসল্ট রাইফেল কেনার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করলো?- আমেরিকা
22. সম্প্রতি CBDT এর অধ্যক্ষ পদে কে নির্বাচিত হলেন?- পি সি মোদি
23. সম্প্রতি ভারত কোন দেশের থেকে মোস্ট ফেবার্ট নেশন তকমা সরিয়ে দিলো?- পাকিস্তান
24. সম্প্রতি কোথায় ভারত আমেরিকা বাণিজ্য সংবাদ আয়োজিত হলো?- নিউ দিল্লি
25. সম্প্রতি কে নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন?- সুশীল চন্দ্র
26. সম্প্রতি নরেন্দ্র মোদি কোন দেশ যাত্রা করবেন?- দক্ষিণ কোরিয়া
27. হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি?- সিমলা
28. বিশ্ব ব্যাঙ্ক কবে স্থাপিত হয়?- 1945
29. বিশ্ব ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- ওয়াশিংটন ডিসি
30. সম্প্রতি কে হেলিকপ্টার নির্মাতা কোম্পানি পবন হংস এর CMD নিযুক্ত হলেন?- বি পি শর্মা

Post a Comment

Previous Post Next Post