কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ১ থেকে ফেব্রুয়ারি ১৪


কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 14 , 2019
1. সম্প্রতি সূচনা এবং প্রসারণ মন্ত্রালয় তাদের প্রথম বার্ষিক সম্মেলন কোথায় আয়োজিত করলো?- নিউ দিল্লি
2. রাষ্ট্রীয় খেল 2020 এর ম্যাসকট এর নাম কি?- ধুমিল বাঘ
3. সম্প্রতি ইউনানী চিকিৎসা পদ্ধতির ওপর রাষ্ট্রীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?- নিউ দিল্লি
4. মেঘালয়ের গভর্নর এর নাম কি?- তথাগত রায়
5. CREDAI ইউথকন 2019 কোথায় শুরু হলো?- নিউ দিল্লি
6. সম্প্রতি পুরুষ টেনিস সিঙ্গেলস র‍্যাঙ্কিংয়ে প্রথম 100 তে ঢুকলেন কোন ভারতীয়?- প্রজনেস গুনেশ্বরণ
7. সম্প্রতি ওয়ার্ল্ড গভর্মেন্ট সম্মেলন এর সপ্তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো?- দুবাই
8. সম্প্রতি UAE এর আদালত কোন ভাষাকে তৃতীয় ভাষা রূপে স্বীকৃতি দিলো?- হিন্দি
9. সম্প্রতি কোথায় আর্লি এড এশিয়া সম্মেলন হলো?- জয়পুর
10. সম্প্রতি কোথায় এক্সসাইজ রাহাত শেষ হলো?- জয়পুর
11. সম্প্রতি কোথায় LAWASIA মানবাধিকার সম্মেলন 2019 শুরু হলো?- নিউ দিল্লি
12. রাষ্ট্রীয় ক্যানসার সংস্থান এর উদ্বোধন কোথায় হলো?- হরিয়ানা
13. সম্প্রতি কোথায় পঞ্চম অন্তরাষ্ট্রীয় বাঁধ সুরক্ষা সম্মেলন অনুষ্ঠিত হলো?- ভুবনেশ্বর
14. প্রথম মহিলা হিসেবে MRF চ্যালেঞ্জ খেতাব জিতলেন কে?- জেমি স্যাডউইক
15. সম্প্রতি সমুদ্র দূষণ মোকাবিলা করতে ভারত কোন দেশের সাথে চুক্তি করলো?- নরওয়ে

কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 13 , 2019
1. চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?- উত্তরপ্রদেশ
2. রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা কে হতে পারেন?- রীনা মৈত্র
3. বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয়?- 13 ফেব্রুয়ারি
4. জিম্বাবুয়ের ভাইস প্রেসিডেন্টের নাম কি?- কোনস্ট্যানটিনো চিউনগেয়া
5. ইন্দ্রনীল সরকারের 'দ্যা টার্নিং পয়েন্ট' তথ্যচিত্র কার জীবনের ওপর ভিত্তি করে গড়ে তোলা?- শর্মিলা চানু
6. 2019 সালের বাফটা এওয়ার্ড এর সেরা ছবি নির্বাচিত হলো কোনটি?- রোমা
7. 2019 সালে কত তম বাফটা এওয়ার্ড অনুষ্ঠিত হলো?- 72 তম
8. 2019 সালের বাফটা এওয়ার্ড এর সেরা অভিনেতা নির্বাচিত হলেন কে?- ফামি মালেক
9. 2019 সালের বাফটা এওয়ার্ড এর সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন কে?- কোলম্যান অলিভিয়া
10. সম্প্রতি মারা গেলেন ফুটবলার জর্ডন ব্যাঙ্কস। তিনি কোন দেশের ফুটবলার ছিলেন?- ইংল্যান্ড
11. সম্প্রতি অবসর নিলেন লিন্ডসে ভন। তিনি কোন খেলার সাথে যুক্ত?- স্কি
12. সম্প্রতি অরুণাচল প্রদেশ এর ডিডি অরুণপ্রভা চ্যানেল লঞ্চ করলেন?- নরেন্দ্র মোদী
13. সম্প্রতি কোন রাজ্যে তিন দিবসিয় কৃষি কুম্ভ আয়োজিত হলো?- বিহার
14. সম্প্রতি NTPC কোন ব্যাংকের সাথে সমঝোতা করলো?- SBI
15. NTPC এর পুরো নাম কি?- ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন

কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 12 , 2019
1. Food and Agriculture Organization এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- রোম
2. ইউনিয়ন অফ ক্যান্সার কন্ট্রোল হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- জেনেভা
3. সম্প্রতি ভারতের কয়লা মন্ত্রক কোন দেশের এনার্জি মন্ত্রকের সঙ্গে চুক্তিবদ্ধ হলো?- পোল্যান্ড
4. 2019 এশিয়া LPG সামিট উদ্বোধন করলেন কে?- ধর্মেন্দ্র প্রধান
5. সম্প্রতি কোন দেশ NATO এর 30 তম সদস্য হলো?- ম্যাসিডোনিয়া
6. মেগা সিল্ক ইভেন্টের উদ্বোধন কোথায় করা হলো?- নিউ দিল্লি
7. কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রীর নাম কি?- স্মৃতি ইরানি
8. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন ব্যাংক কে 1 কোটি টাকা জরিমানা করলো?- SBI
9. RBI কবে স্থাপিত হয়?- 1 এপ্রিল 1935
10. সম্প্রতি এশিয়ার সিংহ সংরক্ষণ পরিযোজনা কোথায় শুরু হলো?- গুজরাট
11. দ্বিতীয় ভারত আশিয়ান যুব শীর্ষ সম্মেলন উদ্বোধন করলেন কে?- কে জে আলফ্যান্স
12. সম্প্রতি মারা গেলেন আলবার্ট ফিনি। তিনি কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন?- অভিনেতা
13. সম্প্রতি প্রধানমন্ত্রী কোথায় গ্রীনফিল্ড এয়ারপোর্ট এর আধারশিলা রাখলেন?- অরুণাচল প্রদেশ
14. সম্প্রতি IRDAI কোন কোম্পানি এর ওপর 9 লাখ টাকার জরিমানা লাগলো?- UIIC
15. IRDAI এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- হায়দ্রাবাদ


কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 7 , 2019
1. ISRO, GSAT-31 কথা থেকে লঞ্চ করলো?- ফ্রেঞ্চ গুয়েনা
2. ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?- নবীন পটনায়ক
3. সম্প্রতি ভারতীয় সেনা রাহাত যুদ্ধ মহড়া কোথায় করার কথা ঘোষণা করলো?- রাজস্থান
4. সম্প্রতি সিয়েটল ওপেন স্কোয়াশ খেতাব কে জিতলেন?- রমিত টেন্ডন
5. সম্প্রতি কোথায় বিশ্ব ঐতিহ্য কেন্দ্র স্থাপিত হলো?- মায়াপুর
6. ইস্কন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- মায়াপুর
7. সম্প্রতি কোন রাজ্য সরকার ডেয়ারী ফার্মিং এর জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে?- পাঞ্জাব
8. আর্জেন্টিনায় নিযুক্ত ভারতের রাজদূতের নাম কি?- দীনেশ ভাটিয়া
9. সম্প্রতি NGT কোন রাজ্য সরকারকে 25 লাখ টাকা জরিমানা করলো?- উত্তরপ্রদেশ
10. RBI এর বর্তমান গভর্নরের নাম কি?- শক্তিকান্ত দাস
11. শক্তিকান্ত দাস RBI এর কততম গভর্নর?- 25 তম
12. সম্প্রতি কোন রাজ্য সরকার নতুন ফার্মা নীতি ঘোষণা করলো?- হরিয়ানা
13. সম্প্রতি কোন হাইকোর্ট RBI কে দৃষ্টিহীন দের জন্য অ্যাপ বানানোর আদেশ দিলো?- বোম্বে
14. Beyond 90 minutes কোন খেলোয়াড়ের আত্মজীবনী?- প্রদীপ ব্যানার্জী
15. ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি?- হারমানপ্রীত কৌর



কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 6 , 2019
1. সম্প্রতি ISRO কোথায় মানব মহাকাশ উড়ান কেন্দ্র স্থাপিত করলো?- ব্যাঙ্গালোর
2. সম্প্রতি রাষ্ট্রীয় সুরক্ষা সমাহ এর উদ্বোধন কে করলেন?- নীতিন গড়করি
3. সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় শিল্প মেলা সুরজকুন্ড কোথায় শুরু হলো?- ফরিদাবাদ
4. 2019 শিল্প মেলা সুরজকুন্ড এর থিম স্টেট কোনটি?- মহারাষ্ট্র
5. ভেনেজুয়েলার নতুন রাষ্ট্রপতির নাম কি?- জুয়ান গাইডো
6. করপোরেশন ব্যাঙ্কের CEO কে নিযুক্ত হলেন?- পি বি ভারতী
7. রাজ্য দ্বারা বাজেটের ব্যবহার এ কোন রাজ্য শীর্ষে আছে?- আসাম
8. কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত?- একশৃঙ্গ গণ্ডার
9. কোন কোম্পানি kint.io কোম্পানি অধিগ্রহণ করলো?- swiggy
10. কোন রাজ্য প্রথম কোনো জিনিসের 'মূল্য পরীক্ষা ও অনুসন্ধান' এর জন্য কমিটি স্থাপিত করলো?- কেরল
11. বার্ডস কাউন্ট ফেস্টিভ্যাল 2019 এর উদ্বোধন কোথায় হলো?- পুনে
12. সম্প্রতি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কোন ব্যাঙ্কের সাথে যুক্ত হলো?- ফিনো পেমেন্ট ব্যাঙ্ক
13. সোপান 2019 কোথায় শুরু হলো?- নিউ দিল্লি
14. 4 ফেব্রুয়ারি 2019 এ কোন দেশ 71 তম স্বাধীনতা দিবস পালন করলো?- শ্রীলঙ্কা
15. 2019 বিশ্ব ক্যানসার দিবসের থিম কি ছিল?- I Am And I Will

কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 3 ও 4 , 2019
1. প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে 200 আন্তর্জাতিক একদিবসীয় ম্যাচ খেললেন মিতালি রাজ। তিনি কোন রাজ্যের বাসিন্দা?- রাজস্থান
2. কে পি সিং কোন রাজ্যের ডিজিপি নিযুক্ত হলেন?- হরিয়ানা
3. কোন শহরে ইন্টারন্যাশনাল ইনভিটেশনাল ওয়াকিং মিট আয়োজিত হবে?- চেন্নাই
4. শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল কোন রাজ্যে অবস্থিত?- অন্ধ্রপ্রদেশ
5. সম্প্রতি ভারত সরকার কিসের নাম পরিবর্তন করলো?- DIPP
6. DIPP এর পুরো নাম কি?- ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি এন্ড প্রমোশন মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
7. সম্প্রতি CBI এর নির্দেশক হিসেবে কে নিযুক্ত হলেন?- ঋষি কুমার শুক্লা
8. সংযুক্ত রাষ্ট্র কোন বছর কে 'Periodic Table Year' ঘোষণা করলো?- 2019
9. সম্প্রতি কোথায় 20 তম ভারত রং মহোৎসব অনুষ্ঠিত হলো?- দিল্লি
10. সম্প্রতি কে NAHEP লঞ্চ করলো?- ICAR
11. নীতি আয়োগ এর অধ্যক্ষ এর নাম কি?- নরেন্দ্র মোদি
12. PETROTECH-2019 কোথায় আয়োজিত হলো?- গ্রেটার নোয়ডা
13. কোচি পুলিং রেগাট 2019 এ রেগাট ট্রফি জিতলো কে?- INS দ্রৌনাচার্য
14. বাংলা ক্রিকেট দলের কোচ কে নির্বাচিত হলেন?- অরুণ লাল
15. ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত?- টেনিস
16. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হলো?- 4 ফেব্রুয়ারি
17. সম্প্রতি কুম্ভ মেলার ওপর বিশেষ ডাক টিকিট প্রকাশ করলো কে?- মনোজ সিনহা
18. 100 টি-20 ম্যাচ খেলা প্রথম এশিয়া মহিলা ক্রিকেটার কে হলেন?- সানা মির
19. সানা মীর কোন দেশের মহিলা ক্রিকেটার?- পাকিস্তান
20. ভারতে নিযুক্ত নেপালের রাজদূতের নাম কি?- নীলাম্বর আচার্য
21. সম্প্রতি কোন পরিচালক পদ্মশ্রী ফেরত দিলো?- আরিবাম শ্যম
22. PWL-4 খেতাব জিতলো কোন দল?- হরিয়ানা হ্যামার্স
23. ASEAN যুব শীর্ষ সম্মেলন কোথায় আয়োজিত হলো?- গুয়াহাটি
24. জম্বু কাশ্মীরে মুখ্যমন্ত্রীর কার্যকাল কত?- 6 বছর
25. মহিলা একদিবসীয় ব্যাটসম্যান এর তালিকায় এক নম্বরে আছেন কে?- স্মৃতি মন্দনা
26. IPL এ দিল্লি ডেয়ারডেভিলস এর নাম পরিবর্তন করে কি করা হলো?- দিল্লি ক্যাপিটালস
27. ICT একাডেমি ব্রিজ এর উদ্বোধন কোথায় করা হলো?- তামিলনাড়ু
28. ভারত মোনাকো ব্যবসায়ী মঞ্চ এর উদ্বোধন কোথায় হলো?- নিউ দিল্লি
29. 2018 তে ভারতের পর্যটন ক্ষেত্রে আয় কত বৃদ্ধি হয়েছে?- 19%
30. বর্তমানে ভার তের পর্যটন মন্ত্রীর নাম কি?- কে জে আলফ্যান্স


কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - 2 , 2019
1. সম্প্রতি UPSC এর সদস্য কে হলেন?- রাজীব নয়ন চৌবে
2. সম্প্রতি ভারত পর্ব এর সমর্পণ সমারোহ কোথায় শুরু হলো?- নিউ দিল্লি
3. জার্মানি ও ফ্রান্স কোন দেশের সাথে যুক্ত হয়ে INSTEX স্থাপিত করলো?- ইরান
4. সম্প্রতি কোন বুকিং প্ল্যাটফর্ম 'নাইট স্টে' কে অধিগ্রহণ করলো?- পেটিএম
5. ইরানের রাজধানীর নাম কি?- তেহরান
6. সম্প্রতি কোন রাজ্য স্মার্ট ভিলেজ ক্যাম্পেন এর জন্য 385 কোটি টাকা মঞ্জুর করলো?- পাঞ্জাব
7. উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- ব্যাঙ্গালোর
8. রগ রগ মে গঙ্গা কর্যক্রম এর শুভারম্ভ কে করলেন?- নীতিন গড়করি
9. DAC এর পুরো নাম কি?- ডিফেন্স এক্সিকিউশন কাউন্সিল
10. সম্প্রতি প্রথম 200 একদিবসীয় ক্রিকেট ম্যাচ খেলা প্রথম মহিলা ক্রিকেটার কে হলেন?- মিতালি রাজ
11. 2019-20 এর জন্য অন্তবর্তীকালীন বাজেট কে প্রকাশ করলেন?- পীযুষ গোয়েল
12. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 5 বছর ধরে ভারতের কত বিলিয়ন ডলার FDI প্রাপ্ত হয়েছে?- 239
13. PNB মেটলাইফ এর ব্র্যান্ড এমবাসেডার কে নিযুক্ত হলেন?- পিভি সিন্ধু
14. Experience our Expertise কোন ব্যাঙ্কের ট্যাগলাইন?- ইয়েস ব্যাঙ্ক
15. পাঞ্জাব রাজ্য কোন জীব কে স্টেট জলীয় জীব ঘোষণা করলো?- সিন্ধু নদীর ডলফিন

কারেন্ট অ্যাফেয়ার্স 
ফেব্রুয়ারী - ১ , ২০১৯ 
1. World Leprosy Eradication Day কবে পালিত হয়?- 31 জানুয়ারি
2. CPRI ক্ষেত্ৰীয় পরীক্ষা প্রয়োগশালা কোথায় উদ্বোধন হলো?- নাসিক
3. সম্প্রতি এবর নামক ডিজিট্যাল মুদ্রা কে লঞ্চ করলো?- সংযুক্ত আরব আমিরশাহী
4. সম্প্রতি কোথায় বিশ্বের সবচেয়ে বড় সাইক্লথন অনুষ্ঠিত হলো?- দিল্লি
5. কার্নোট নামক পুরস্কার কে পেলেন?- পীযুষ গোয়েল
6. সম্প্রতি কোন হাইকোর্ট অনলাইনে ওষুধ বিক্রির অনুমতি দিলো?- মাদ্রাসা হাইকোর্ট
7. সম্প্রতি নয়ডায় NMI এর নতুন পরিসর এর উদঘাটন করলেন কে?- প্রকাশ জাভরেকর
8. সম্প্রতি কোন ব্যাঙ্ক ছন্দা কোচার কে বরখাস্ত করলো?- ICICI ব্যাঙ্ক
9. NCC এর নতুন মহানির্দেশক কে হলেন?- রাজীব চোপড়া
10. সম্প্রতি কোন দেশের এয়ারোস্পেস কোম্পানির সাথে ভারতীয় নৌসেনা চুক্তি করলো?- ইজরায়েল
11. মালদ্বীপে নিযুক্ত ভারতের রাজদূতের নাম কি?- সঞ্জয় সুধীর
12. মধ্যপ্রদেশ পুলিশের মহানির্দেশক এর নাম কি?- ভি কে সিং
13. পীযুষ গোয়েল কোন রাজ্যের রাজ্যসভা এমপি?- মহারাষ্ট্র
14. বুরকিনা পাসোতে নিযুক্ত ভারতের রাজদূত এর নাম কি?- বিজয় সিং চৌহান
15. কোন রাজ্যসরকার রাজ্যে 1000 গৌশালা তৈরি করার সিদ্ধান্ত নিলো?- মধ্যপ্রদেশ



Post a Comment

Previous Post Next Post