জিকে পোস্ট নম্বর - ২৪৩
একবীজপত্রী উদ্ভিদ
১। নালিকা বান্ডিলের সংখ্যা ৬ এর বেশী
২। মজ্জা সুগঠিত ও প্রশস্ত
৩। গৌণবৃদ্ধি দেখা যায় না
৪। কান্ডের অন্তর্গঠনে কর্টেক্স , স্টিলি ও মজ্জা পৃথক থাকে না
৫। কান্ডে নালিকা বান্ডিলের সংখ্যা অনেক এবং ভুমিকলা বিক্ষিপ্তভাবে বিন্যস্ত
৬। নালিকা বান্ডিল সংযুক্ত , সমপার্শ্বীয় , বদ্ধ প্রকৃতির ।
৭। নালিকা বান্ডিলের উপর বান্ডিল টুপি থাকে না
৮। নালিকা বান্ডিলকে ঘিরে স্ক্লোরেনকাইমা আবরনী থাকে
৯। অধস্ত্বক স্থূল প্যারেনকাইমা বা স্ক্লেরেঙ্কাইমা দ্বারা গঠিত
১০। গৌণবৃদ্ধি ঘটে না
১১। পাতায় উভয় ত্বকে পত্ররন্ধ্র উপস্থিত
১২। মেসোফিল কলা স্পঞ্জি প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত
দ্বিবীজপত্রী উদ্ভিদ
১। নালিকা বান্ডিলের সংখ্যা ২ থেকে ৬
২। মজ্জা সংক্ষিপ্ত বা অনুপস্থিত
৩। গৌনবৃদ্ধি দেখা যায়
৪। মূল স্থানিক , প্রধান মূল
৫। ভ্রূণমূল ও ভ্রূণমুকুল অনাবৃত
৬। ভ্রূণমূল ও ভ্রূণমুকুল অনাবৃত
৭। নালিকা বান্ডিলের উপর বান্ডিল টুপি থাকে
৮। অধস্ত্বক সাধারনত কোলেনকাইমা দিয়ে গঠিত
৯। গৌণবৃদ্ধি ঘটে
১০। পাতার কেবল নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে
১১। মেসোফিল কলা উপরের দিকে অবস্থিত , প্যালিসেড প্যারেনকাইমা ও নীচের দিকে অবস্থিত স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত
একবীজপত্রী উদ্ভিদ
১। নালিকা বান্ডিলের সংখ্যা ৬ এর বেশী
২। মজ্জা সুগঠিত ও প্রশস্ত
৩। গৌণবৃদ্ধি দেখা যায় না
৪। কান্ডের অন্তর্গঠনে কর্টেক্স , স্টিলি ও মজ্জা পৃথক থাকে না
৫। কান্ডে নালিকা বান্ডিলের সংখ্যা অনেক এবং ভুমিকলা বিক্ষিপ্তভাবে বিন্যস্ত
৬। নালিকা বান্ডিল সংযুক্ত , সমপার্শ্বীয় , বদ্ধ প্রকৃতির ।
৭। নালিকা বান্ডিলের উপর বান্ডিল টুপি থাকে না
৮। নালিকা বান্ডিলকে ঘিরে স্ক্লোরেনকাইমা আবরনী থাকে
৯। অধস্ত্বক স্থূল প্যারেনকাইমা বা স্ক্লেরেঙ্কাইমা দ্বারা গঠিত
১০। গৌণবৃদ্ধি ঘটে না
১১। পাতায় উভয় ত্বকে পত্ররন্ধ্র উপস্থিত
১২। মেসোফিল কলা স্পঞ্জি প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত
দ্বিবীজপত্রী উদ্ভিদ
১। নালিকা বান্ডিলের সংখ্যা ২ থেকে ৬
২। মজ্জা সংক্ষিপ্ত বা অনুপস্থিত
৩। গৌনবৃদ্ধি দেখা যায়
৪। মূল স্থানিক , প্রধান মূল
৫। ভ্রূণমূল ও ভ্রূণমুকুল অনাবৃত
৬। ভ্রূণমূল ও ভ্রূণমুকুল অনাবৃত
৭। নালিকা বান্ডিলের উপর বান্ডিল টুপি থাকে
৮। অধস্ত্বক সাধারনত কোলেনকাইমা দিয়ে গঠিত
৯। গৌণবৃদ্ধি ঘটে
১০। পাতার কেবল নিম্নত্বকে পত্ররন্ধ্র থাকে
১১। মেসোফিল কলা উপরের দিকে অবস্থিত , প্যালিসেড প্যারেনকাইমা ও নীচের দিকে অবস্থিত স্পঞ্জি প্যারেনকাইমা দিয়ে গঠিত