পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিমন্ত্রীগনণ ২০১৭

জিকে পোস্ট নম্বর - ২৪২ 

১। প্রানীসম্পদ উন্নয়ন মন্ত্রী - শ্রী স্বপন দেবনাথ 
২। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী - শ্রী মন্টুরাম পাখিরা
৩। শিশু , মহিলা ও সমাজ কল্যান মন্ত্রী - ডঃ শশী পাঁজা 
৪। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী - গিয়াস উদ্দিন মোল্লা 
৫। অনগ্রসর শ্রেনি কল্যান মন্ত্রী - শ্রীমতী সন্ধ্যারাণী টুডু 
৬। সর্বশিক্ষা , গ্রন্থাগার ও সংসদ বিষয়ক মন্ত্রী - সিদ্ধিকুল্লা চৌধুরী 
৭। জনস্বাস্থ্য কারিগরী মন্ত্রী - শ্রী শ্যামল সাঁতরা 
৮। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী - শ্রী শ্যামল সাঁতরা ও মহম্মদ গুলাম রব্বানি 
৯। তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন - শ্রী ইন্দ্রনীল সেন
১০। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী - শ্রী বাচ্চু হাসদা 
১১। যুবকল্যান ও ক্রীড়ামন্ত্রী - শ্রী লক্ষ্মীরতন শুক্লা 
১২। শ্রম মন্ত্রী - জাকির হোসেন 
১৩। পরিকল্পনা , পরিসংখ্যান ও উন্নয়ন মন্ত্রী - শ্রীমতী অসিমা পাত্র 
১৪। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার , ই-গভরন্যান্স , ভূমি , ভূমি -সংস্কার , উদ্বাস্তু ও পুনর্বাসন , স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী - শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য 


Post a Comment

Previous Post Next Post