স্বামী বিবেকানন্দ সম্বন্ধে ২৫ টি প্রশ্ন 

জিকে পোস্ট নাম্বার ঃ ১৭৯ 

১। স্বামী বিবেকানন্দের বংশে আর একজন সন্যাসী হয়েছিলেন , তাঁর নাম কি ? 
উঃ স্বামীজীর ঠাকুরদা - দুর্গাপ্রসাদ দত্ত ।
২। স্বামী বিবেকানন্দের দিদির নাম কি ? 
উঃ স্বর্ণময়ী ।
৩। স্বামীজীর দুই ভাইয়ের নাম কি ছিল ? 
উঃ মহেন্দ্রনাথ ও ভূপেন্দ্রনাথ
৪। স্বামী বিবেকানন্দ কি বারে জন্মেছিলেন ? 
উঃ ১৮৬৩ সালের ১২-ই জানুয়ারী , সোমবার ।
৫। স্বামীজীর ডাক নাম 'বিলে' হল কিকরে ? 
উঃ মায়ের রাখা নাম ' বীরেশ্বর ' থেকেই ডাক নাম হয়ে যায় ' বিলে ' ।
৬। ১৮৯৭ সালে প্রবেশিকা পরীক্ষায় নরেন্দ্রনাথ প্রথম বিভাগে পাশ করেছিলেন , এই খুশীতে তাঁর বাবা কি উপহার দিয়েছিলেন ? 
উঃ একটি রূপোর ঘড়ি
৭। ছাত্রজীবনে কোন অনুষ্ঠানে বিবেকানন্দ ইংরাজীতে আধঘন্টা বক্তৃতা দিয়েছিলেন ? 
উঃ ' মেট্রোপলিটন ইন্সটিটিউশানে ' এক শিক্ষকের বিদায় অভিনন্দন অনুষ্ঠানে ।
৮। কোন ওস্তাদের কাছে নরেন্দ্রনাথ সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন ? 
উঃ বেণী ওস্তাদ
৯। নরেন্দ্রনাথ তবলা ও পাখোয়াজ বাজানো শিখেছিলেন কার কাছে ? 
উঃ কাশীনাথ ঘোষাল
১০। স্বামী বিবেকানন্দ পরিব্রাজক রূপে দেশ ভ্রমন কালে কি কি ছদ্মনাম নিয়েছিলেন ? 
উঃ বিবিদিষানন্দ , স্বামী বিবেকানন্দ , স্বামী সচ্চিদানন্দ
১১। কাশীতে স্বামী বিবেকানন্দের সঙ্গে কোন মহাপুরুষদের সাক্ষাৎ হয় ? 
উঃ পূজ্যপাদ ত্রৈলঙ্গ স্বামী ও স্বামী ভাস্তরনন্দ
১২। স্বামীজীর প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ । কোন স্টেশনের ষ্টেশন মাস্টার ছিলেন ? 
উঃ বৃন্দাবন থেকে হরিদ্বার যাওয়ার পথে অবস্থিত হাতরাস রেলস্টেশনের ।
১৩। স্বামী বিবেকানন্দ যে জাহাজে বিদেশে গেছিলেন তার নাম কি ? 
উঃ পেনিনসুলা
১৪। জাহাজে স্বামীজীর সাথে কোন ভারতীয় সঙ্গী ছিলেন ? 
উঃ ব্যারিস্টার ছবিল দাস । ইনি জাপান যাচ্ছিলেন ।
১৫। কোন দিনে স্বামীজী জাহাজে উঠেছিলেন ? 
উঃ ১৮৯৩ সালের ৩১শে মে ।
১৬। ২য় বার কবে স্বামীজী লন্ডনে যান ? 
উঃ ১৮৯৬ সালের ১৫ই এপ্রিল
১৭। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে স্বামীজীর সাক্ষাৎ হয় কত সালে ? 
উঃ ১৮৯৯ সালে
১৮। স্বামীজী তাঁর প্রিয় শিষ্যা এমিলি আস্পিলনকে কি নামে ডাকতেন ? 
উঃ কল্যানী
১৯। স্বামীজীর প্রিয় ছাগলছানার ও কুকুরের নাম কি ছিল ? 
উঃ ছাগলছানার নাম ছিল - মটরু , কুকুরের নাম ছিল - বাঘা ।
২০। স্বামীজীর রচিত দুটি শিবের গান কী কী ? 
উঃ  "  তাথৈয়া তাথৈয়া নাচে ভোলা " ও " হর হর হর ভূতনাথ পশুপতী "
২১। স্বামীজী একটি স্তোত্র রচনা করেন , এটির নাম কি  ? 
উঃ অম্বাস্তোত্র
২২। নিবেদিতার মতে স্বামীজী কোন ত্রিধারার সম্মিলনে সংগঠিত ব্যাক্তিত্ব ? 
উঃ গুরু , গীতা ও গঙ্গা [ শ্রীরামকৃষ্ণ , হিন্দুধর্ম ও ভারতবর্ষ ]
২৩। স্বামীজী কাকে ' বিরজা ' বলে ডাকতেন ? 
উঃ শিষ্যা শ্রীযুক্তা এডিথ অ্যালান
২৪। স্বামীজী কার অনুরোধে ' নাসদীয় সূত্রটি ' অনুবাদ করেছিলেন ? 
উঃ আচার্য জগদীশ চন্দ্র বোস
২৫। তাজমহল সম্বন্ধে স্বামীজী কি বলেছেন ? 
উঃ " ভারতীয় শিল্প এককালে কী অদ্ভুত উৎকর্ষই না লাভ করেছিল । এই অত্যাশ্চর্য সৌধের প্রতি বর্গ ইঞ্চি স্থান ধৈর্যসহকারে সারাদিন ধরিয়া দেখিতে হয় । এবং সম্পূর্ণরূপে ইহার সৌন্দর্য উপভোগ করিতে হইলে অন্তঃত ছয় মাস দরকার ।


Post a Comment

Previous Post Next Post