বিভিন্ন বিদ্যার জনকের নাম 

বিভিন্ন বিদ্যার জনকের নাম 
  1. জীববিদ্যার জনক কাকে বলা হয় ? উঃ অ্যারিস্টটল  
  2. বিবর্তনের জনক কাকে বলা হয় ?  উঃ চার্লস ডারউইন 
  3. বংশগতির জনক কাকে বলা হয় ? উঃ গ্রেগর ম্যান্ডেল 
  4. মাইক্রোবায়োলজীর জনক কাকে বলা হয় ? উঃ এ ভি লিউয়েনহুক 
  5. প্যালিডন্টোলজীর জনক কাকে বলা হয় ? উঃ জর্জ কিউভিয়ের 
  6. ভাইরোলজীর জনক কাকে বলা হয় ? উঃ মারটিনাস বেইজারিকক
  7. নিউরো সায়েন্সের জনক কাকে বলা হয় ? উঃ ম্যান্টিয়াগো রামোনিকাজল
  8. পরমাণুবাদের জনক কাকে বলা হয় ? উঃ জন ডালটন
  9.  প্রাচীন রসায়নের জনক কাকে বলা হয় ? উঃ জাবির ইবন হায়ান 
  10. আধুনিক রসায়নের জনক কাকে বলা হয় ? উঃ অ্যান্টনি ল্যাভয়শিয়ের 
  11. নিউক্লিয়ার রসায়নের জনক কাকে বলা হয় ? উঃ ওট্টো হান 
  12. আধুনিক জিওলজীর জনক কাকে বলা হয় ? উঃ জেমস হাটন 
  13. ম্যাথেমেডিক্যাল জিওগ্রাফির জনক কাকে বলা হয় ? উঃ এরাটোস্থিনিস 
  14. মেটেওরোলজির জনক কাকে বলা হয় ? উঃ ম্যাথিউ ফনটেন মরি 
  15. প্লেট টেকট্রনিক্সের জনক কাকে বলা হয় ? উঃ আলফ্রেড ওয়েগেনার 
  16. হিউম্যান অ্যানাটমির জনক কাকে বলা হয় ? উঃ ভেসালিয়াস 
  17. আধুনিক মেডিসিনের জনক কাকে বলা হয় ? উঃ হিপ্পোক্রেটস 
  18. আধুনিক নার্সিং-এর জনক কাকে বলা হয় ? উঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল 
  19. অর্গান ট্র্যান্সপ্ল্যান্টেশনের জনক কাকে বলা হয় ? উঃ থমাস স্টারজ
  20. প্লাস্টিক সার্জারির জনক কাকে বলা হয় ? উঃ শুশ্রুত
  21. অ্যারোডাইনামিক্সের জনক কাকে বলা হয় ? উঃ  জর্জ কেইল 
  22. অ্যাভিয়েশনের জনক কাকে বলা হয় ? উঃ ফ্র্যানসিস্কো লারা ডি টারজি 
  23. আধুনিক ইকোনমিক্সের জনক কাকে বলা হয় ? উঃ অ্যাডাম স্মিথ 
  24. ডিস্কোর জনক কাকে বলা হয় ? উঃ জিওরজিও মোরোডের 
  25. জ্যাজ সঙ্গীতের জনক কাকে বলা হয় ? উঃ লুইস আর্মস্ট্রং 


Post a Comment

Previous Post Next Post