সংবিধানে বিভিন্ন পদের নুন্যতম বয়স কত

►ভারতীয় সংবিধানে বিভিন্ন পদের নুন্যতম বয়স কত ?
পদ       -     নুন্যতম বয়স 
রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি ও রাজ্যপাল - ৩৫ বছর 
লোকসভার সাংসদ / বিধায়ক নির্বাচন - ২৫ বছর 
রাজ্যসভার সাংসদ / বিধান পরিষদের সদস্য - ৩০ বছর 
সুপ্রিমকোর্টের বিচারক , অ্যাটর্নি জেনারেল , পাবলিক সার্ভিস কমিশনের সদস্য- ৬৫ বছর
হাইকোর্টের বিচারপতি - ৬৫ বছর 
অ্যাডভোকেট জেনারেল, রাজ্য কমিশনের সদস্য - ৬২ বছর 
কারখানায় কর্মী হিসাবে নিয়োগ - ১৪ বছর 
শিক্ষার মৌলিক অধিকার - ৬- ১৪ বছর
বিয়ের ন্যূনতম বয়স ( পুরুষ ) - ২১ বছর 
বিয়ের ন্যূনতম বয়স ( নারী ) - ১৮ বছর 
►গ্রীনিচের সময় নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উঃ ক্রনো মিটার 
►পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে ?
উঃ 27 দিন 7 ঘন্টা 43 মিনিট 11 সেকেন্ড 
►কোন নদীর জলপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত রয়েছে ?
উঃ সুবর্ণরেখা 
►মহাবিষুব কোন দিনকে বলা হয় ?
উঃ 21 শে মার্চ 
►প্রতি 1ডিগ্রী দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত ?
উঃ 4 মিনিট 
►সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি ?
উঃ সিরিয়াস 
►গঙ্গার বামতীরের উপনদী গুলোর নাম কি ?
উঃ রাম গঙ্গা , গোমতী , ঘরঘড়া , গণ্ডক ,কোশী
►মূল মধ্যরেখার দ্রাঘিমার মান কত ?
উঃ 0 ডিগ্রী 
►নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক কত ?
উঃ 1667কিমি/ ঘন্টা
►ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য কত কিমি ?
উঃ ৭৫১৬.৬ কিমি 
►ভারতবর্ষে জনসংখ্যার ঘনত্ব কত ?
উঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ৩৭০.৮ জন/বর্গ কিমি 
►ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উঃ বৃহত্তম রাজস্থান , ক্ষুদ্রতম - গোয়া । ( আয়তন হিসাবে )
►ভারতের টাইম জোন কি ?
উঃ GMT +5:30
►বিবি কা মকবরা ভারতের কোথায় অবস্থিত ?
উঃ ঔরাঙ্গাবাদ 
►ঝুলন্ত উদ্যান ভারতের কোথায় দেখতে পাওয়া যায় ?
উঃ মুম্বাই 
►খাজুরাহোর মন্দির কোথায় অবস্থিত ?
উঃ ভোপাল 
►গিরনার শৃঙ্গ কোথায় অবস্থিত ?
উঃ জুনাগড় 
►নটরাজ মন্দির কোথায় অবস্থিত ?
উঃ চেন্নাই 
►​পঞ্চমহল কোথায় অবস্থিত ?
উঃ ফতেপুর সিক্রি 


Post a Comment

Previous Post Next Post