৭৭ টি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

১। অশন - ভোজন ; অসন - ক্ষেপণ
২। অপচয় - ক্ষতি ; অবচয় - সংগ্রহ
৩। অনিল - বায়ু ; অনীল - নীল নয়
৪। অণু - ক্ষুদ্রতম অংশ ; অনু - পশ্চাৎ
৫। অঘ্রান - মাসবিশেষ ; আঘ্রাণ - গন্ধ গ্রহন
৬। অলখ - দৃষ্টির অগোচরে ; অলোক - অসাধারন
৭। অশীলতা - অশিষ্টতা ; অসিলতা - তলোয়ার
৮। অবিমিশ্র - বিশুদ্ধ ; অবিম্ষ্য - অবিবেচক
৯। অভিসন্ধি - মন্দ অভিপ্রায় ; অভিষান্দী - ক্ষরণশীল
১০। অন্যপুষ্ট - কোকিল ; অন্নপুষ্ট - খাদ্য দ্বারা পুষ্ট
১১। আসক্তি - অনুরাগ ; আশক্তি - শক্তি পর্যন্ত
১২। আবরণ - আচ্ছাদন ; আভরণ - অলংকার
১৩। আশিস - আশীর্বাদ ; আশীষ- শীষ মতে
১৪। ইশ - বিস্ময়সূচক অব্যয় ; ঈষ - লাঙ্গলের ফলা
১৫। উপাদেয় - উপভোগ্য ; উপাধেয় - উপস্থাপনযোগ্য
১৬। উপযুক্ত - যোগ্য ; উপর্যুক্ত - উল্লিখিত
১৭। কপাল - ললাট ; কপোল - গন্ড
১৮। কুসম - অল্প গরম ; কুসুম - পুস্প
১৯। গিরিশ - মহাদেব ; গিরীশ - হিমালয়
২০। গ্রন্থী - বহু গ্রন্থপাঠক ; গ্রন্থি - গাঁট
২১। গ্রামণী - গ্রামের নেতা ; গ্রামীণ - গ্রাম্য
২২। চলচ্চিত্র - ছায়াছবি ; চলচিত্ত - চঞ্চলমতি
২৩। চাণক্য - বিখ্যাত ঐতিহাসিক পন্ডিত ; চানক্য - চাঁদোয়া
২৪। চির- দীর্ঘকাল , চীর - ছিন্নবাস
২৫। জ্বাল - আগুনের তোপ ; জাল- ফাঁদ
২৬। তদীয় - তাহার ; ত্বদীয় - তোমার
২৭। দার - পত্নী ; দ্বার - দরজা
২৮। দূরবস্থ - দরিদ্র ; দূরাবস্থা - দারিদ্র
২৯। দুতী - সংবাদবাহিকা ; দ্যুতি - দীপ্তি
৩০। দূরস্থ - দূরবর্তী ; দুরস্ত - পরিপাটি
৩১। দুষ্কৃতি - দুষ্কার্য ; দুষ্কৃতী - দুষ্কর্মকারী
৩২। দিন- দিবস ; দীন - দরিদ্র
৩৩। নিরত - ব্যাপৃত ; নীরত - বিরত
৩৪। নিদান - মূল কারন ; নিধান - খনি
৩৫। নিরস্ত - ক্ষান্ত ; নিরস্ত্র - অস্ত্রহীন
৩৬। নিতি - প্রত্যহ ; নীতি - ন্যায়সঙ্গত বিধান
৩৭। নিরাহার - অনাহার ; নীরাহার - জলপান
৩৮। নির্জর - জরাহীন ; নির্ঝর - ঝরনা
৩৯। নিশুতি - গভীর ; নিষুতি - নিদ্রা , নিদ্রিত
৪০। নিবৃত্তি - ক্ষান্তি ; নির্বিতি - শান্তি , অবসান
৪১। পরিষদ - সভা ; পারিষদ - সভাসদ
৪২। পিষ্ট - চূর্ণিত ; পৃষ্ঠ - জিজ্ঞাসিত , পিঠ
৪৩। পুরোযায়ী - অগ্রগামী ; পরিযায়ী - অভিবাসনকারী
৪৪। বাণী - বাক্য ; বানি - পারিশ্রমিক
৪৫। বল্লব - গোপ ; বল্লভ - স্বামী
৪৬। বিমর্শ - বিশেষ বিবেচনা ; বিমর্ষ - বিষণ্ণ
৪৭। বিশ - কুড়ি ; বিষ - গরল ; বিস - মৃণাল
৪৮। বৈচিত্ত - চিত্তের ভাবান্তর ; বৈচিত্র - বিচিত্রতা
৪৯। বিস্মৃত - বিস্মরণযুক্ত ; বিস্মিত - চমৎকৃত
৫০। ভাস্কর - মূর্তিনির্মাণকারী ; ভাস্বর - উজ্জ্বল
৫১। ভগবতী - দুর্গা ; ভাগবতী - ভাগবদ বিষয়ক
৫২। ভগিনী - বোন ; ভোগিনী - বিলাসিনী
৫৩। মুখপত্র - ভূমিকা ; মুখপাত্র - প্রতিভুস্থানীয় ব্যাক্তি
৫৪। যাচক - প্রার্থী ; যাজক - পুরোহিত
৫৫। লক্ষ - শতসহস্ত্র ; লক্ষ্য - উদ্দেশ্য
৫৬। সকল- সব ; শকল - মাছের আঁশ
৫৭। শংকর - শিব ; সংকর - মিশ্রণ
৫৮। শিল - শিলা ; শীল - স্বভাব
৫৯। সর্গ - কাব্যের অধ্যায় ; স্বর্গ - দেবলোক
৬০। শারদা - দুর্গা ; সারদা - সরস্বতী
৬১। সংজ্ঞা - চৈতন্য ; সংজ্ঞার্থ - পারিভাষিক অর্থ
৬২। শয়িত - যে শুয়ে আছে ; শায়িত - যাকে শোয়ানো আছে
৬৩। শীত - ঋতুবিশেষ ; শিত - তীক্ষ্ণ ; সিত - সাদা
৬৪। সংহত - সুদৃঢ় ; সংহিত - সংকলিত
৬৫। শিকড় - মূল ; শীকর - জলকণা
৬৬। সীমন্ত - সিঁথি ; সীমান্ত - প্রান্ত
৬৭। শূর - বীর ; সুর- দেবতা ; সূর - সূর্য
৬৮। শূকর - শুয়োর ; সুকর - সুসাধ্য
৬৯। সিতি - শ্বেত , কৃষ্ণ ; সিঁথি - কেশরাশির মধ্যবর্তী রেখা
৭০। সবল - বল যুক্ত ; শবল - নানা বর্ণযুক্ত
৭১। শিকার - মৃগয়া ; স্বীকার - অঙ্গীকার
৭২। শুচি - পবিত্র ; সূচি - তালিকা
৭৩। স্বার্থ - নিজের প্রয়োজন ; সার্থ - বণিকদল
৭৪। সাক্ষর - অক্ষরজ্ঞানসম্পন্ন ; স্বাক্ষর - দস্তখত
৭৫। স্ত্রৈণ - স্ত্রীর বশীভূত ; স্তৈন - চৌর্য
৭৬। স্মরণ - স্মৃতি ; সরণ - গমন
৭৭। স্বয়ংবর - কন্যা দ্বারা পতি নির্বাচন ; স্বয়ংভর - স্বাবলম্বী



Post a Comment

Previous Post Next Post