বাছাই করা৩০টি এককথায় প্রকাশ

  1. অগ্রে গমন করে যে - অগ্রগামী 
  2. অতি কষ্টে সাধন করা যায় যা - অত্যায়াসসাধ্য 
  3. অর্জুনের ধনুক - গান্ডীব 
  4. আকাশ ও পৃথিবী - ক্রন্দসী 
  5. আহারে যার সংযম আছে - মিতাহারি 
  6. নিজের রঙ লুকায় যে - বর্ণচোরা 
  7. ঈষদ উষ্ণ - কবোষ্ণ , কদুষ্ণ 
  8. ঈশ্বর প্রেরিত দূত - পয়গম্বর 
  9. ঈষত কম্পিত - আধূত 
  10. উপস্থিত বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা - প্রত্যুৎপন্নমতিত্ব 
  11. উৎসব উপলক্ষ্যে প্রদত্ত পারিতোষিক - পার্বণী 
  12. উভয় তটের মধ্যবর্তী জলস্রোত - তটিনী 
  13. একই গুরুর শিষ্য - সতীর্থ 
  14. একবার মাত্র সন্তান প্রসব করেছেন যিনি - কাকবন্ধ্যা 
  15. কনুই এর ওপরের বাহুভাগ - প্রগন্ড 
  16. কোনো বিষয়ে নিশ্চিত জ্ঞান - প্রমা 
  17. ক্রমবর্ধিত বেগ - ত্বরণ 
  18. খেয়া পারের পয়সা - পারানি 
  19. ঘোড়ার ঘাস কাটে যে - ঘেসেড়া 
  20. ছাদের উপরিস্থিত গৃহ - বলভি 
  21. জায়ার অর্থে জীবনধারণকারী - জায়াজীব 
  22. দুইদিন অন্তর ঘটে এমন - দ্ব্যাহিক 
  23. দ্বিতীয়বার বিবাহিতা নারীর স্বামী - দিধিক্ষু
  24. জল (নীর) দান করে যে - নীরদ 
  25. নৌকাকৃতি পুষ্পকোষ - চুমরি 
  26. বিধিকে অতিক্রম না করে - যথাবিধি 
  27. ভ্রূ মধ্যস্থ লোমরাজি - কূর্চা
  28. মনকে মন্থন করে যে - মন্মথ 
  29. মরতে ইচ্ছুক - মর্ত্যুকাম 
  30. মাটিতে গড়াগড়ি দিচ্ছে এমন - উপাবৃত্ত 

Post a Comment

Previous Post Next Post