- গোল্ডেন সিগন্যাল কি ? উঃ সমুদ্রের নিচে ঠিক কোন জায়গায় শত্রু পক্ষের সাবমেরিন আছে তা চিনহিত করার পদ্ধতি ।
- ' সুন্দরবন দিবস ' কবে পালিত হয় ? উঃ প্রতিবছর ২১শে আগস্ট ।
- ক্যাবিনেট প্রথার প্রধান বৈশিষ্ট্য কি ? উঃ প্রধানমন্ত্রী এখানে নেতৃত্ব দেন ।
- গগন নারং কোন খেলার সাথে যুক্ত ? উঃ শুটিং
- ফ্লাইং শিখ কাকে বলা হয় ? উঃ স্প্রিন্টার মিলখা সিং কে ।
- ক্রিসমাস স্নো ম্যানের নাম কি ? উঃ ফ্রস্টি ।
- রাশিয়ার তারকা নিকোলাই ভ্যালুয়েভের নাম কোন খেলার সাথে যুক্ত ? উঃ বক্সিং ।
- স্বাধীন ভারতের প্রথম জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ছিলেন ? উঃ লালা অমরনাথ
- কমনওয়েলথ এর পুরো নাম কি ? উঃ দা ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশান্স ।
- পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কি ? উঃ ছাতিম
- পি এন ঠাকুর কোন বিপ্লবীর ছদ্মনাম ? উঃ বিপ্লবী রাসবিহারী বসু ।
- কাকে রাষ্ট্রসংঘের স্থপতি বলা হয় ? উঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
- বিশ্বের প্রাচীনতম রাজধানী কোনটি ? উঃ সিরিয়ার রাজধানী দামাস্কাস ।
- কী অপরাধে সাদ্দাম হুসেনকে ইরাকের সরকার মৃত্যুদন্ড দিয়েছিল ? উঃ দুজেইল গনহত্যা ।
- ভারতের কোন অঙ্গরাজ্যে নিজস্ব পুলিশ আইন আছে ? উঃ হরিয়ানা
- ভারতের কোন রাজ্যে বিয়ের আগে এইডস টেস্ট বাধ্যতামূলক ? উঃ বিহার
- বাংলা ভাষায় অ্যাস্ট্রোফিজিক্সের বই " বিশ্বজীবনী " এর লেখক কে ? উঃ মণি ভৌমিক
- " রোমান্সিং উইথ লাইফ" - কার জীবনী নিয়ে রচিত ? উঃ ধীরুভাই আম্বানী
- ঋতুপর্ণ ঘোষ নির্দেশিত কোন চলচ্চিত্রে অমিতাভ বচ্চন অভিনয় করেছেন ? উঃ দ্য লাস্ট লিয়র
- অ্যান্থ্রাক্স রোগ চিকিৎসার জন্য যে রাসায়নিক পদার্থ আবিস্কার করা হয়েছে তার নাম কি ? উঃ সিক্স থায়োগুয়ানোসিন ।
- ' দ্য এলিফেন্ট , দ্য টাইগার অ্যান্ড দ্য সেলফোন' - গ্রন্থের রচয়িতা কে ? উঃ শশী থারুর ।
- ' মহান বৃদ্ধ' নামে কে পরিচিত ? উঃ দাদাভাই নৌরজি ।
- " ভারতসভা " কবে স্থাপিত হয় ? উঃ ১৮৭৬ সালে ।
- স্বাধীনতার প্রথম শহীদ ক্ষুদিরাম বোসের জন্ম কোন গ্রামে ? উঃ মোহবনি ।
- ভুপাল দুর্ঘটনা সম্পর্কে ইন্দ্র সিং - এর লেখা বইটির নাম কি ? উঃ অ্যানিম্যালস পিপল ।