প্রাণীদের শ্বাসঅঙ্গ ও গমনাঙ্গের নাম 

কিছু প্রাণীর শ্বাসঅঙ্গের নাম 
  1. চিংড়ি - বুকগিল 
  2. আরশোলা - দশজোড়া শ্বাসছিদ্র
  3. স্তন্যপায়ী - ফুসফুস
  4. মাকড়সা , কাঁকড়াবিছে - বুকলাং
  5. সরীসৃপ - ফুস্ফুস
  6. ব্যাঙাচী - বহিঃ ফুলকা
  7. পক্ষী - ফুস্ফুস
  8. জিওল মাছ - ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র
  9. মাছ - ফুলকা
  10. অ্যামিবা , প্যারামিসিয়াম - সংকোচী গহ্বর শ্বাসঅঙ্গের কাজ করে
  11. কেঁচো , জোঁক - দেহত্বক বা চামড়া শ্বাসঅঙ্গের কাজ করে
  12. স্পঞ্জ , হাইড্রা - দেহতল শ্বাসঅঙ্গ রূপে কাজ করে
  13. সমূদ্র শশা - রেস্পিরেটরি ট্রী
  14. শামুক , ঝিনুক - ফুলকা / ম্যান্টল পর্দা
  15. ব্যাঙ - ফুস্ফুস , চর্ম ও মুখবিবর গলবিলীয় পর্দা

কয়েকটি প্রাণীর গমনাঙ্গ 
  1. অ্যামিবা - ক্ষনপদ - অ্যামিবয়েড গতি 
  2. পাখী - পা এবং ডানা - উড়া , হাঁটা 
  3. মাছ - পাখনা - সাঁতার 
  4. টিকটিকি - পা - ক্রলিং 
  5. শামুক - মাংসল পদ - স্লিপিং 
  6. মানুষ - পা ও হাত - হাঁটা , দৌড় , সাঁতার 
  7. তারামাছ - টিউব ফিট - লুপিং 
  8. আরশোলা - ডানা ও পা - উড়া ও হাঁটা 
  9. ব্যাঙ - পা - ক্রলিং , সাঁতার , লাফিয়ে চলা 
  10. কেঁচো - সিটা - ক্রিপিং 
  11. হাইড্রা - কর্ষিকা - লুপিং , সামার , সল্টিং 
  12. প্যারামিসিয়াম - সিলিয়া - সিলিয়ার গতি 
  13. ইউগ্লিনা - ফ্ল্যাজেলা - ফ্ল্যাজেলীয় গতি 




Post a Comment

Previous Post Next Post