কারেন্ট অ্যাফেয়ার্স ১-২৫

জিকে পোস্ট নাম্বার ঃ ১৯৭ 

১। ভারতে কমিটমেন্ট টু রিডিউসিং ইন ইকুয়ালিটি সূচকে কত তম স্থানে ? 
উঃ ১৩২ তম
২। ভারতে চালু প্রথম বুলেট ট্রেন প্রোজেক্টটির নাম কি ? 
উঃ Mumbai–Ahmedabad high-speed rail corridor [ MAHSR ]
৩। আক্সিস ব্যাঙ্ক সম্প্রতি কোন সংস্থাকে অধিগ্রহন করলো ? 
উঃ Freecharge -এটি SnapDeal কোম্পানীর সংস্থা ছিল
৪। সম্প্রতী মাইক্রোসফট কোন অ্যাপ্লিকেশান চালু করলো ? 
উঃ KAIZALA
৫। ২০১৭'র ডেল গ্লোবাল ওয়েমেন এন্টারপ্রেনিওর সিটির সূচকে ভারতের কোন অঞ্চল স্থান পেল ? 
উঃ ব্যাঙ্গালুরু ও দিল্লী
৬। ইন্ডিয়া কোয়েক অ্যাপটি কারা প্রকাশ করলেন ? 
উঃ ভারতের ভূ - বিজ্ঞানী এর কেন্দ্রীয় মন্ত্রক ।
৭। লব প্রীত সিং কোন খেলার সাথে যুক্ত ? 
উঃ ওয়েট লিফটিং
৮। ২৯শে জুলাই কোন দিবস পালিত হল ? 
উঃ আন্তর্জাতিক টাইগার দিবস
৯। প্রোজেক্ট কানেক্ট - নামক প্রোজেক্টটি কোন ব্যাঙ্ক আনতে চলেছে ? 
উঃ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
১০। সুভাষ চন্দ্র গার্গ কে ? 
উঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের অল্টারনেট গভর্নর ।
১১। মারভিন রোজ কোন খেলার সাথে যুক্ত ? 
উঃ টেনিস খেলা
১২। ভারতীয় রেল সম্প্রতী ভারতীয় ক্রিকেট টিমকে কত লক্ষ টাকা পুরষ্কার দিল ? 
উঃ প্রতি ক্রিকেটারকে ১৩ লক্ষ করে
১৩। জিল্যান্ডিয়া কি ? 
উঃ সম্প্রতী খোঁজ পাওয়া-  নিউজল্যান্ডের পার্শ্ববর্তী সাউথ স্পেসিফিকের জলার তলায় হারিয়ে যাওয়া প্রাচীন দেশ ।
১৪। ২৪শে জুলাই মারা গেলেন কোন বিজ্ঞানী ? 
উঃ প্রফেসর ইয়াশ পাল
১৫। কোন্সাম ওরমিলা দেবি কীসের সাথে যুক্ত ? 
উঃ ওয়েট লিফটিং
১৬। ' আরম্ভ ' মোবাইল অ্যাপটি কে উন্মোচন করলেন ? 
উঃ নরেন্দ্র সিং তোমর ।
১৭। ' আরম্ভ ' অ্যাপটি কি কাজের জন্য বানানো ? 
উঃ রুরাল এলাকায় রাস্তা ঠিক ঠাক রেখে চলাচলের পথ সুগম করার জন্য ।
১৮। ফিনো পেমেন্টস ব্যাঙ্কের সিইও কে ? 
উঃ ঋষি গুপ্তা
১৯। সি-বক্স - ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি ? 
উঃ মহিলাদের সুরক্ষা
২০। ভারতের বর্তমান পেট্রোলিয়াম মিনিস্টারের নাম কি ? 
উঃ ধর্মেন্দ্র প্রধান
২১। শচীন সিওয়াচ কোন খেলায় স্বর্ণপদক পেলেন ? 
উঃ ২০১৭ বাহামাস কমনওয়েলথ ইউথ - বক্সিং
২২। সম্প্রতী ন্যাশানাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হলেন ? 
উঃ অজিত ডোভাল
২৩। ওয়াল মার্ট এর ভারতীয় শাখার দায়িত্ব কে নিলেন ? 
উঃ দেবেন্দ্র চাওলা
২৪। ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে নিযুক্ত হলেন ? 
উঃ বিক্রমজিত সেন
২৫। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন কোন অভিনেত্রী ? 
উঃ ঐশ্বর্য রাই বচ্চন


Post a Comment

Previous Post Next Post