গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ২৬-৫০

জিকে পোস্ট নাম্বার ঃ ১৯৮ 

২৬। বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হল ? 
উঃ ২৮ শে জুলাই
২৭। ২০১৭ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশীপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ? 
উঃ গ্লাসগো
২৮। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমারকে কোন সন্মানে ভূষিত করলো জাপান সরকার ? 
উঃ জাপানের সবচেয়ে বড় নাগরিক সন্মান - অর্ডার অফ রাইজিং সান অ্যাওয়ার্ড
২৯। শ্রীকৃষ্ণ কমিটির মুখ্য উদ্দেশ্য কি ? 
উঃ আইডেন্টিফাইং কী ডেটা প্রোটেকশান
৩০। জিও পার্সি পাবলিসিটি ফেস -২ চালু করলো কোন রাজ্য ? 
উঃ মহারাষ্ট্র
৩১। সম্প্রতী প্রকাশিত তথ্য অনুযায়ী পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি বিফ আমদানী হয় ? 
উঃ ব্রাজিল
৩২। ভারতের প্রথম মানবহীন অটোমেটিক ট্যাঙ্কটির নাম কি ? 
উঃ মুন্ত্রা
৩৩। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কৃষিজাত পন্য ক্রয় বিক্রয়ের জন্য যে ওয়েব পোর্টালটি চালু করেছে তার নাম কি ? 
উঃ E-Rashtriya Kisan Agri Mandi [ e-RaKAM ]
৩৪। ২০২০ সালের মধ্যে ভারতীয় টেলিকম মার্কেট কত টাকা আয়ের অঙ্কে পৌছাবে ? 
উঃ ৬.৬ ট্রিলিয়ন
৩৫। কিষান গঙ্গা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টটি কোন নদীর উপর তৈরি হয়েছে ? 
উঃ ঝিলম
৩৬। ভারতের অটোমেটিক ট্যাঙ্ক ' মুন্ত্রা ' কারা তৈরি করেছেন ? 
উঃ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান
৩৭। ভারতের কোন মেট্রো ষ্টেশন কমপ্লিট গ্রীন মেট্রো ষ্টেশনে পরিনত হল ? 
উঃ দিল্লি
৩৮। সম্প্রতী ইরান দ্বারা প্রেরিত সফল মহাকাশযানটির নাম কি ? 
উঃ SIMORGH
৩৯। SIMORGH - যানটি কবে কোথা থেকে উৎক্ষেপণ করা হল ? 
উঃ ২৭শে জুলাই ২০১৭ , ইমাম খোমেইনি ন্যাশানাল স্পেস ষ্টেশন সেমনান থেকে
৪০। ২০১৭ গ্লোবাল সাইবার স্পেস সম্মেলন কোথায় আয়োজন করা হবে ? 
উঃ ভারতের নিউ দিল্লি
৪১। কোন কোম্পানী ভারতে প্রথম বায়ো -সিএনজি চালিত বাসের উন্মোচন করলো ? 
উঃ টাটা মোটরস
৪২। পাইক বিদ্রোহের ২০০ বছর সম্পূর্ণ হল , এই বিদ্রোহের নেতা কে ছিলেন ? 
উঃ জগবন্ধু বিদ্যাধর
৪৩। সম্প্রতি চালু করা আজীবিকা গ্রামীন এক্সপ্রেস প্রকল্পের উদ্দেশ্য কি ? 
উঃ সেলফ হেল্প গোষ্ঠীর সহযোগিতায় নতুন জীবিকা খুঁজে বের করা , প্রধানত টোটো , ৩ চাকার গাড়ি চালনো ইত্যাদি কর্ম সংস্থান তৈরি করা
৪৪। ' সাগর বানী ' প্রকল্পটি কারা চালু করলেন ?
উঃ কেন্দ্রীয় মন্ত্রকের অধীন ভূ-বিজ্ঞান বিভাগ
৪৫। She Means Business - কোন সরকার চালু করলো ? 
উঃ উড়িষ্যা সরকার
৪৬। মহা ডিবিটি ও মহাভস্তু অনলাইন পোর্টাল দুটি কোন সরকার চালু করলেন ? 
উঃ মহারাষ্ট্র সরকার
৪৭। গ্লোবাল রিটায়ারমেন্ট সূচকে ভারতের স্থান কত ? 
উঃ ৪৩ তম
৪৮। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাদের জন্য পি-এফ ও ইএসআই চালু করতে চলেছে ? 
উঃ অঙ্গনওয়ারি ও আশা কর্মীদের জন্য
৪৯। শিব থাপা কোন খেলার সাথে যুক্ত ? 
উঃ বক্সিং
৫০। ' কেয়ার কম্প্যানিয়ন প্রোগ্রাম ' চালু হল কোন রাজ্যে ? 
উঃ পাঞ্জাব


Post a Comment

Previous Post Next Post