২০০০সাল পর্যন্ত ২০টি সরকারি কর্মসুচীর নাম ও উদ্দেশ্য

জিকে পোস্ট নাম্বার - ২৩৯  

কর্মসূচীর নাম -    স্থাপনের সাল          - উদ্দেশ্য 
১। অপারেশান ব্ল্যাকবোর্ড - ১৯৮৭-৮৮ - প্রাথমিক শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে
২। জাতীয় সাক্ষরতা উন্নয়ন - ১৯৮৮ - সাক্ষরতার হার বৃদ্ধি করা
৩। ন্যাশানাল লিটারেসি মিশন প্রোগ্রাম - ১৯৮৮ - ১৫-৩৫ বয়স্ক ৮০ কোটি মানুষকে স্বাক্ষর করা
৪। জওহর রোজগার যোজনা - ১৯৮৯ - গ্রামীন বেকারদের কর্ম প্রদান
৫। নেহেরু রোজগার যোজনা - ১৯৮৯ - শহরের বেকার সমস্যার সমাধান
৬। শহরের কর্ম মজুরি প্রকল্প - ১৯৯০ - যে শহরে জনসংখ্যা ১লক্ষের কম সেখানকার গরীবদের কাজের বিনিময়ে  মজুরী ও অন্যান্য নুন্যতম ব্যবস্থার সংস্থান ।
৭। কর্ম নিশ্চয়তা প্রকল্প - ১৯৯৩ - গ্রামে বছরে কমপক্ষে ১০০ দিনের কাজের নিশ্চয়তা প্রদান
৮। মহিলা সমৃদ্ধি যোজনা - ১৯৯৩ - পোস্ট অফিসে টাকা জমা করতে মহিলাদের উতসাহিত করা
৯। শিশুশ্রমিক দূরীকরণ প্রকল্প - ১৯৯৪ - শিশুদেরকে ক্ষতিকারক শিল্প থেকে মুক্ত করে বিদ্যালয়ে নিয়ে আসা
১০। জাতীয় সামাজিক সাহায্য প্রকল্প - ১৯৯৫ - দারীদ্রসীমার নীচে বসবাসকারীদের সাহায্য করা
১১। মিড ডে মিল স্কীম - ১৯৯৫ - প্রাথমিক স্তরে শিক্ষায় পড়ুয়াদের উৎসাহ প্রদান ও মিড ডে মিল প্রদান
১২। জাতীয় বস্তি উন্নয়ন কর্মসূচী - ১৯৯৬ - শহরের বস্তির উন্নয়ন
১৩। গনবন্টন ব্যবস্থা - ১৯৯৭ - রেশনের মাধ্যমে চাল , গম , চিনি , কেরোসিন জনগণের কাছে সুষ্ঠু ভাবে বন্টন করা
১৪। অন্নপূর্ণা যোজনা - ১৯৯৯ - পেনশনভোগী নন এমন বৃদ্ধ বৃদ্ধাদের মাসে ১০ কেজি করে খাদ্যশস্য বিতরণ
১৫। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা - ১৯৯৯ - গ্রামীন  দারীদ্র ও বেকারত্বের দূরীকরণ এবং স্বনিযুক্তির প্রচলন
১৬ । জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা - ১৯৯৯ - গ্রামে চাহিদাভিত্তিক পরিকাঠামো সৃষ্টি
১৭। প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা - ২০০০ - গ্রামে ন্যূনতম পরিষেবা প্রদান
১৮। অন্তোদয় অন্নযোজনা - ২০০০ - গরীবদের খাদ্যসুরক্ষা প্রদান
১৯। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক  যোজনা  - ২০০০ - সমস্ত গ্রামের সংযুক্তিকরন পাকা রাস্তা দিয়ে করা
২০। সর্বশিক্ষা অভিযান - ২০০০ - ৬-১৪ বছর বয়স্ক শিশুদের প্রাথমিক শিক্ষায় ৫ বছরের পূর্তিকরণ

২০০১ থেকে বাকি কর্মসূচী পরের পোস্টে  

Post a Comment

Previous Post Next Post