ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ

জিকে পোস্ট - ১৪৮ 

১৯৭৬ সালের ৪২ তম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে ৪(ক) একটি অংশ সংযোজন করা হয় । এই অংশের ৫১-ক ধারায় ভারতীয় নাগরিকদের ১০টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে । এরপর ২০০২ সালে ৮৬ তম সংবিধান সংশোধনের মাধ্যমে ৫১-ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত করা হয়েছে । এর ফলে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা ১০ থেকে বেড়ে ১১ তে দাঁড়িয়েছে - এই কর্তব্যগুলি হল -
১। সংবিধান মান্য করা এবং সাংবিধান আদর্শ  ও প্রতিষ্ঠান সমূহ , জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
২। স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাদানকারী সুমহান আদর্শ গুলির সযত্ন সংরক্ষণ ও অনুসরণ
৩। ভারতের সার্বভৌমত্ব , ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষন
৪। দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দেওয়া
৫। ধর্মগত , ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণিগত ভিন্নতার  উপরে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও ভাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদাহানিকর প্রথাসমূহ বর্জন ।
৬। জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ ।
৭। বনভূমি , হ্রদ , নদনদী ও বন্যপ্রানী -সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবিত প্রানীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন
৮। বৈজ্ঞানিক মানসিকতা , মানবিকতা , অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন ।
৯। সরকারী সম্পত্তির সংরক্ষণ ও হিংসা বর্জন ।
১০। সর্বপ্রকার ব্যাক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নততর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যালাপের উৎকর্ষসাধণ ।
১১। প্রত্যেক পিতামাতা ও তাদের অভিভাবক দ্বারা তাঁর ৬-১৪ বছর শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা করা
ভারতীয় নাগরিকদের উপরিউক্ত মৌলিক কর্তব্যগুলিকে মৌলিক অধিকারের সাথে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সাথে যুক্ত করা হয়েছে । ফলে, এগুলো অমান্য হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না , কারণ -  সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় ।  তাই  এইসব কর্তব্যকে সদিচ্ছার প্রকাশ বলেই চিহ্নিত করা যায় ।


Post a Comment

Previous Post Next Post