- শেরশাহ কোন মন্দির লুট করেন ? উঃ যোধপুর মন্দির
- মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে ? উঃ পদ্মিনী উপাখ্যান
- ' তেমুচিন ' কী নামে আমাদের কাছে পরিচিত ? উঃ চেঙ্গিস খাঁন ।
- শেরশাহের পুলিশবাহিনীকে কি নামে ডাকা হত ? উঃ মুকদ্দম ।
- শেরশাহ তাঁর সাম্রাজ্যকে কয়টি সরকারে বিভক্ত করেন ? উঃ ৪৭ টি সরকারে ।
- কলকাতার নাম 'আলিনগর' কে দিয়েছিলেন ? উঃ সিরাজ-উদ-দৌল্লা ।
- প্রথম রাজস্ব বোর্ড কে স্থাপন করেন ? উঃ ওয়ারেন হেস্টিংস ।
- কোন আইনে ব্রিটিশ ভারতীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করা হয় ? উঃ কার্লাইল সার্কুলারের মাধ্যমে ।
- বাংলার দেওয়ানি লাভের সময় গভর্নর কে ছিলেন ? উঃ লর্ড ক্লাইভ ।
- মোগল সাম্রাজ্যে পেনশান দেওয়ার প্রথা কে বন্ধ করেন ? উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস ।
- কোলকাতা থেকে দিল্লীতে রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় বড়লাট কে ছিলেন ? উঃ লর্ড হার্ডিঞ্জ ।
- সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ? উঃ লর্ড ক্যানিং ।
- রাওলাট আইন কার সময়ে পাশ হয়েছিল ? উঃ লর্ড চেমসফোর্ড ।
- ' ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ' কার সময় হয়েছিল ? উঃ লর্ড মিন্টো ।
- ' স্বত্ববিলোপ নীতি ' কে প্রচলন করেন ? উঃ লর্ড ডালহৌসী ।
- ' সতীদাহ প্রথা ' নিবারন করেন কে ? উঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ।
- দ্বৈত শাসন কে প্রচলন করেন ? উঃ লর্ড ক্লাইভ ।
- ভারতশাসন কে প্রচলন করেন ? উঃ লর্ড উইলিঙ্ক , ১৯৩৫ সালে ।
- ভূ-সম্পত্তি বিষয়ক সংস্কার কে করেন ? উঃ লর্ড কার্জন ।
- ব্রিটিশ ভারতের প্রথম আদমসুমারী কার আমলে করা হয় ? উঃ লর্ড রিপন ।
- বঙ্গভঙ্গ কে রদ করেন ? উঃ লর্ড হার্ডিঞ্জ ।
- প্রথম গোলটেবিল বৈঠক কার আমলে অনুষ্ঠিত হয় ? উঃ লর্ড আরউইন ।
- ভারতের স্বাধীনতা আইন কে প্রচলন করেন ? উঃ লর্ড মাউন্টব্যাটেন ।
- ক্রিশপ মিশন ও ভারত ছাড়ো আন্দোলনের সাথে কোন ব্রিটিশ শাসক জড়িত ? উঃ লর্ড লিনলিথগো ।
- ক্যাবিনেট মিশনের সাথে জড়িত কোন ব্রিটিশ শাসক ? উঃ লর্ড ওয়াভেল ।