80 টি কারেন্ট অ্যাফেয়ার্স

80 টি কারেন্ট অ্যাফেয়ার্স

1. Palace on Wheels ট্রেনটি ভারতীয় রেলমন্ত্রক কাদের সহায়তায় শুরু করলো?- রাজস্থান ট্যুরিসম ডেভলপমেন্ট কর্পোরেশন
2. ‎সম্প্রতি IIT-GUAHATI এর বিজ্ঞানীরা কিসের থেকে জ্বালানী তেল উৎপাদিত করলো?- প্লাস্টিক বর্জ্য
3. ‎ইন্দো-ফ্রেঞ্চ নলেজ সামিট পরিচালনা করলো কোন মন্ত্রক?- Ministry of External Affairs এবং French Embassy
4. ‎ITB-BERLIN এ ভারত কোন পুরস্কার জিতলো?- সেরা প্রদর্শক পুরস্কার
5. ‎রাজ্যের মানুষ কতটা খুশি তা জানতে কোন রাজ্য সমীক্ষা শুরু করলো?- মধ্যপ্রদেশ
6. ‎'Kinzhal' মিসাইল কোন দেশ লঞ্চ করলো?- রাশিয়া
7. ‎ভারতের প্রথম সমুদ্রতীরে পুলিশ একাডেমী কোন রাজ্যে চালু হলো?- গুজরাট
8. ‎25 শে মার্চ 'Genoside Day' কোন দেশ শুরু করলো?- বাংলাদেশ
9. ‎নোভোজিৎ কৌর কোন খেলার সাথে যুক্ত?- রেসলিং
10. ‎কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোন লেকে অবস্থিত?- লোকটাক লেক
1. Self Employed Womens Association এর প্রতিষ্ঠাতা কে?- বেগম হামিদা
2. ‎ভারতে কোন দেশ সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে?- রাশিয়া
3. ‎কোন দেশ সম্প্রতি দলত্যাগ বিরোধী বিল আনলো?- মালদ্বীপ
4. ‎Miss International Queen 2018 কে হলেন?- Nguyen Huong Giang
5. ‎Nguyen Huong Giang কোন দেশের নাগরিক?- ভিয়েতনাম
6. ‎2018 Sports Literature Festival কোথায় অনুষ্ঠিত হবে?- চন্ডীগর
7. ‎মহানদী ট্রাইব্যুনাল এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?- দিল্লি
8. ‎World Ocean Summit 2018 কোথায় অনুষ্ঠিত হবে?- মেক্সিকো
9. ‎Press Information Bureau এর নতুন প্রধান এর নাম কি?- সিতাংশু কর
10. ‎Merry Kom Regional Boxing Foundation কোন রাজ্যে উদ্বোধন হলো?- ইম্ফল
1. কোন দেশে 'World Hindi Secretariat Building' উদ্বোধন করা হলো?- মরিশাস
2. ‎ভূগর্ভস্থ আর্সেনিক রিসার্চ প্রজেক্ট কোন নদীর অববাহিকায় তৈরি হলো?- গঙ্গা নদী
3. ‎The King of the Dark Chamber' কোন গল্পের ইংরেজি রূপান্তর?- রাজা
4. ‎World Consumer Rights Day কবে?- 15th মার্চ
5. ‎2017 Kochon prize পেলো - Indian Council for Medical Research
6. ‎সম্প্রতি সর্বোচ্চ জাতীয় পতাকা ওঠানো হলো কোথায়?- ভারতের কর্ণাটক
7. ‎প্রথম পাই ডে কবে পালিত হয়?- 1988
8. ‎'A Brief History of Time' কার লেখা?- স্টিফেন হকিন্স
9. ‎ভারতের সর্বোচ্চ বায়ু দ্বারা পরিচালিত জেনারেটর কোন রাজ্যে আছে?- তামিলনাড়ু
10. ‎স্বাধীন নেপালের প্রথম রাষ্ট্রপতির নাম কি?- বিদ্যা দেবী ভান্ডারী
1. 'India Development Update' প্রকাশ করে কে?- বিশ্বব্যাঙ্ক
2. ‎Citizen Services Mobile app লঞ্চ করলো কোন মন্ত্রক?- National Crime Record Bureau
3. ‎WHO এর অন্তর্গত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি কোন রোগকে 2030 এর মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে?- যক্ষা
4. ‎বিশ্বের সবচেয়ে দামি শহরের নাম কি?- সিঙ্গাপুর
5. ‎কোন স্থানে সম্প্রতি এক দিনের জন্য 'Day of Silence' পালিত হলো?- বালি
6. ‎সম্প্রতি প্রকাশ পাওয়া ফুটবল র‍্যাঙ্কিং এ ভারতের স্থান কত?- 99
7. ‎কোন দেশ সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কবিন্দকে সর্বোচ্চ সম্মান 'গ্রান্ড ক্রস' এ ভূষিত করলো?- মাদাগাস্কার
8. ‎এমিলি নাসরাল্লা কোন দেশের নাগরিক?- ইরাক
9. ‎Energy Transition Index এ ভারতের স্থান কত?- 78 তম
10. ‎সিরিয়ার রাজধানীর নাম কি?- দামাস্কাস
1. কোন রাজ্য সম্প্রতি কাঁঠাল কে রাজ্যের ফল হিসাবে ঘোষণা করল?- কেরালা
2. ‎সম্প্রতি কোন রাজ্য প্লাস্টিক বর্জন করার সিদ্ধান্ত নিলো?- মহারাষ্ট্র
3. ‎কোন রাজ্য সম্প্রতি অঞ্চল সমিতি অপসারণের বিল পাস করলো?- অরুণাচল প্রদেশ
4. ‎Wisden India Almanack এর ক্রিকেটার অফ দ্যা ইয়ার কে হলেন?- কে এল রাহুল
5. ‎'Women of India Organic festival' কোথায় অনুষ্ঠিত হবে?- মুম্বাই
6. ‎থিয়েটার অলিম্পিকের থিম কি?- Flag of Friendship
7. ‎সঞ্জীবনী যাদব কোন খেলার সাথে যুক্ত?- Long Distance Athletics
8. ‎2018 India National Congress এর থিম কি?- 'Reaching the Unreached Through Science and Technology'
9. ‎Wang Qishan চীনের কি নির্বাচিত হলেন?- উপরাষ্ট্রপতি
10. ‎আসামিস মহিষ ভারতের কোন দিকে পাওয়া যায়?- উত্তর-পশ্চিম ভারত
1. টমি হাস কোন খেলার সাথে যুক্ত?- টেনিস
2. ‎পাপুয়া নিউগিনি কাদের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক এক দিনের খেলা জিতলো?- নেপাল
3. ‎কৃষি উন্নতি মেলা 2018 কোথায় হবে?- নিউ দিল্লি
4. ‎105 তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?- মনিপুর
5. ‎জার্মানির প্রেসিডেন্ট এর নাম কি?- Frank-Walter Steinmier
6. ‎IPL এর অ্যাসসিএট স্পনসার এর নাম কি?- future গ্রূপ
7. ‎রেইকজাভিক ওপেন কোন খেলার সাথে যুক্ত?- দাবা
8. ‎ভারতে প্রকাশ্য স্থানে ধূমপান কত সালে কত সালে বন্ধ হয়?- 2003 সালে
9. ‎দক্ষিণ আফ্রিকার কোন শহরকে টেন মিনিটস সিটি বলা হয়?- পোর্ট এলিজাবেথ
10. ‎The Big Apple কোন শহরের ডাক নাম?- নিউ ইয়র্ক
1. 2019 U-20 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?- পোল্যান্ড
2. ‎2018 ইন্ডিয়ান সুপার লীগ কে জিতলো?- চেন্নাইয়ান এফসি
3. ‎2018 ইন্ডিয়ান সুপার লীগ রানার্সআপ কে হলো?- বেঙ্গালুরু এফসি
4. ‎UK Golden Flame Award কে পেলেন?- সিমি গরওয়াল
5. ‎A Tribute to Jaggu বইটি প্রকাশ করল কোন ক্রিকেট বোর্ড?- শ্রীলঙ্কা
6. ‎ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের প্রেসিডেন্টের নাম কি?- এন চন্দ্রাশেখরণ
7. ‎কেভিন পিটারশন কোন দেশের হয়ে অবসর নিলেন?- ইংল্যান্ড
8. ‎ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মিনিষ্ট্রেটিয়াল মিটিং কোথায় অনুষ্ঠিত হলো?-নিউদিল্লি
9. ‎ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে কোন দেশ?- আমেরিকা
10. ‎ডোনাল্ড ট্রাম্পের ইকোনোমিক অ্যাডভাইসার এর নাম কি?- ল্যারি কুডলো
1. 'Sajibu nongma panba Cheiraoba' কোথায় পালিত হলো?- মনিপুর
2. ‎'Ngakha mancha' মাছের নতুন প্রজাতি কোথায় পাওয়া গেলো?- মনিপুর
3. ‎নবকলেবর উৎসব কোথায় পালিত হয়?- পুরী, উড়িষ্যা
4. ‎প্রথম মহিলা বিজ্ঞান কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়?- 2012
5. ‎ইরানি ট্রফি 2018 জিতলো কোন দল?- বিদর্ভ
6. ‎ ইরানি ট্রফি 2018 কাদের মধ্যে খেলা হলো?- বিদর্ভ ও অবশিষ্ট ভারত একাদশ
7. ‎ইন্ডিয়ান ওয়েলস 2018 জিতলেন কে?- দেল পোর্তো
8. ‎ইন্ডিয়ান ওয়েলস 2018 রানার্সআপ হলেন কে?- রজার ফেডেরার
9. ‎Global Recycling Day কবে পালিত হয়?- 18th মার্চ
10. ‎varuna কোন দুই দেশের মিলিটারি এক্সারসাইজ?- ইন্ডিয়া ও ফ্রান্স

Post a Comment

Previous Post Next Post