60 টি কারেন্ট অ্যাফেয়ার্স 

জিকে পোস্ট - ৩২৫ 


1. সম্প্রতি ভারতের কোন প্রতিবেশী দেশে জরুরি অবস্থা জারি হয়েছে?- শ্রীলঙ্কা
2. ‎সম্প্রতি মারা গেলেন নার্গিস রাবাদী। তিনি কোন কাজের সাথে যুক্ত ছিলেন?- অভিনয়
3. ‎নার্গিস রাবাদী কি নামে পরিচিত ছিলেন?- শাম্মি আন্টি
4. ‎আন্তর্জাতিক যোগা ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে?- হৃষিকেশ
5. ‎পৃথিবীর চতুর্থ শক্তিশালী সেনাদল কোন দেশের?- ভারত
6. ‎ত্রিপুরার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নাম কি?- বিপ্লব দেব
7. ‎ভারতের কোন মন্ত্রক স্বদেশ দর্শন স্কিম চালু করেছে?- ট্যুরিসম মন্ত্রক
8. ‎মুম্বাইয়ের এসি লোকালের মহিলাদের কামরার রং কি করা হলো?- সবুজ
9. ‎সবচেয়ে বয়স্কতম হিসাবে অস্কার জিতলেন কে?- জেমস আইভরি
10. ‎অস্কার 2018 তে কোন ভারতীয় অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো?- শ্রীদেবী

1. রামনাথ গোয়েঙ্কা আওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়?- সাংবাদিকতা
2. ‎বিশ্ব নগর দিবস কবে পালিত হয়?- 31 শে অক্টোবর
3. ‎অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত?- কাবাডি
4. ‎রামপুর জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে তৈরি হতে চলেছে?- হিমাচলপ্রদেশ
5. ‎শৌর্য্য স্বারক প্রতিষ্ঠিত হলো কোন শহরে?- ভূপাল
6. ‎কত তারিখে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয়?- 24 শে অক্টোবর
7. ‎নাগাল্যান্ড এর নতুন মুখ্যমন্ত্রীর নাম কি?- নেইফিউ রিও
8. ‎কোন দেশ ভারতকে সবচেয়ে বেশি তেল সাপ্লাই করে?- ইরাক
9. ‎বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি?- জেফ বেজস
10. ‎অন্ধ্রপ্রদেশের প্রথম পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত রেল স্টেশনের নাম কি?- চন্দ্রগিরি

1. কোন রাজ্য মহিলা দিবসে মহিলাদের ছুটি ঘোষণা করল?- তেলেঙ্গানা
2. ‎LED Gram Light Training Programe সম্প্রতি কোন রাজ্য ঘোষণা করল?- উত্তরাখন্ড
3. ‎সম্প্রতি কোন রাজ্য তাদের বাসগুলিতে প্যানিক বটন ইনস্টল করলো?- দিল্লি
4. ‎সম্প্রতি কে হাই জাম্পে ন্যাশনাল রেকর্ড করলেন?- তেজস্বিন শংকর
5. ‎Long March- 5B rocket কোন রাজ্য লঞ্চ করবে?- চীন
6. ‎Swach Shakti 2018 প্রকল্প কোন মন্ত্রক সূচনা করলো?- পানীয় জল মন্ত্রক
7. ‎ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2018 এর থিম কি?- Press for progress
8. ‎পৃথিবীর সবচেয়ে ভালো এয়ারপোর্টের নাম কি?- IGI এয়ারপোর্ট, দিল্লি ও ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মুম্বাই
9. ‎তেজস্বিন শঙ্কর এর হাই জাম্প রেকর্ড কত?- 2.28 মিটার
10. ‎কোন বছর চীন Long March- 5B rocket লঞ্চ করবে?- 2019

1. City Wealth Index এ মুম্বাই এর স্থান কত?- 48
2. ‎প্রথম কোন কেন্দ্রশাষিত অঞ্চল 100% সোলার এনার্জি দ্বারা পরিচালিত?- দিউ
3. ‎সম্প্রতি কোন রাজ্য নিজেদের পতাকা তৈরি করলো?- কর্ণাটক
4. ‎আসামি ধরুন কোন খেলার সাথে যুক্ত?- Hurdles
5. 26 তম ‎Commonwealth point of Light Award  কে পেলেন?- সৃষ্টি বক্সী
6. ‎Women Transforming India Awards 2018 এর থিম কি ?- Women and Entrepreneurship
7. ‎নারী শক্তি আওয়ার্ড কোন বিষয়ে দেওয়া হয়?- সমাজ ও নারীর ক্ষমতায়ন
8. ‎সুবিধা ন্যাপকিন কোথায় পাওয়া যাবে?- জনঔষধী কেন্দ্র
9. ‎উদ্যম শক্তি পোর্টাল কোন মন্ত্রক চালু করলো?- Ministry of micro, Small and medium Enterprises
10. ‎ন্যাশনাল নিউট্রিশন মিশন এর লক্ষ কি?- অপুষ্টি কমানো, কম ওজনের শিশুর জন্ম কমানো, অ্যানিমিয়া রোগাক্রান্ত শিশুর জন্ম কমানো।

1. 2018 প্যারাওলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?- দক্ষিণ কোরিয়া
2. ‎জুনিপার কোবরা 2018 মিলিটারি ড্রিল কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হবে?- আমেরিকা ও ইজরায়েল
3. ‎উবের এর ব্র্যান্ড আম্বাসাডর এর নাম কি?- বিরাট কোহলি
4. ‎কোন বর্ডারকে সম্প্রতি অপরাধ মুক্ত অঞ্চল ঘোষণা করা হলো?- ভারত-বাংলাদেশ
5. ‎সম্প্রতি কোন খেলায় সোনা পেলেন গোরা হো?- তিরন্দাজি
6. ‎হরিয়ানার প্রথম সাইবার পুলিশ স্টেশন কোথায় খোলা হলো?- গুরুগ্রাম
7. ‎ফ্রান্সের প্রেসিডেন্ট এর নাম কি?- ইমানুয়েল ম্যাকরণ
8. ‎জাইটাপুর নিউক্লিয়ার প্ল্যান্ট কোন দেশের সহায়তায় তৈরি হবে?- ফ্রান্স
9. ‎প্যারালাল ওয়াডালি কিসের সাথে যুক্ত?- সুফি সংগীত
10. ‎সুরেশ প্রভু কোন বিষয়ক মন্ত্রী?- কমার্স এবং ইন্ডাস্ট্রিজ

1. সুলতান আজলান শাহ কাপ 2018 জিতলো কোন দেশ?- অস্ট্রেলিয়া
2. ‎সুলতান আজলান শাহ কাপ 2018 রানার্সআপ হলো কোন দেশ?- ইংল্যান্ড
3. ‎অখিল শোরেন কোন খেলার সাথে যুক্ত?- শুটিং
4. ‎RSS এর জেনারেল সেক্রেটারি কে হলেন?- সুরেশ যোশী
5. ‎রঞ্জন রায় কোন পেশায় যুক্ত ছিলেন?- সাংবাদিকতা
6. ‎পরাগ আগরওয়াল কোন কোম্পানির চিফ টেকনোলজি অফিসার হলেন?- টুইটার
7. ‎গোদাভরি গৌরব আওয়ার্ড এ কে ভূষিত হলেন?- অমল পালেকার
8. ‎কোন দেশের 50 তম স্বাধীনতা দিবসে রামনাথ কোবিন্দ উপস্থিত থাকবে?- মরিশাস
9. ‎MILES-18 কোথায় অনুষ্ঠিত হবে?- আন্দামান
10. ‎World Rare Disease Day কবে?- 28 শে ফেব্রুয়ারি


Post a Comment

Previous Post Next Post