কারেন্ট অ্যাফেয়ার্স ০৬/০৩/১৯


1. সম্প্রতি "ওয়ান নেশন ওয়ান কার্ড" কে লঞ্চ করলেন?
- নরেন্দ্র মোদি

2. সম্প্রতি গ্রাম সমৃদ্ধি যোজনা শুরু করলো কোন মন্ত্রালয়?
- খাদ্য প্রশংসাকরন ও উদ্যোগ মন্ত্রালয়

3. ভিয়েতনামে নিযুক্ত ভারতের রাজদূতের নাম কি?
- প্রণয় কুমার বার্মা

4. সম্প্রতি মারা গেলেন আন্দ্রে প্রেভিন [ উপরের ছবি ] । তিনি কে ছিলেন?
- সংগীতশিল্পী

5. এশিয়ান ইনফাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
- বেজিং

6. ভাষার ভিত্তিতে তৈরি ভারতের প্রথম রাজ্যের নাম কি?
- অন্ধ্রপ্রদেশ

7. সম্প্রতি কোন রাজ্য সরকার জল অমৃত যোজনা শুরু করলো?
- কর্ণাটক

8. ICC ক্রিকেট সমিতির অধ্যক্ষ রূপে কে নিযুক্ত হলেন?
- অনিল কুম্বলে

9. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী পরিবার সম্মান নিধি যোজনা শুরু করলো?
- হরিয়ানা

10. সম্প্রতি কোথায় বিকলাঙ্গ খেলা কেন্দ্র স্থাপিত হবে?
- গোয়ালিয়র

11. গোয়ালিয়র কোন রাজ্যে অবস্থিত?
- মধ্যপ্রদেশ

12. সম্প্রতি আমেরিকা কোন দেশে বাণিজ্যিক দূতাবাস বন্ধ করলো?
- আমেরিকা

13. ইজরায়েল এর রাজধানীর নাম কি?
- জেরুজালেম

14. ভগবান মহাবীর অহিংসা পুরস্কার কে পেলেন?
- অভিনন্দন বর্ধমান

15. OIC সম্মেলনে ভারতের তরফ থেকে কে প্রতিনিধিত্ব করবেন?
- সুষমা স্বরাজ



Post a Comment

Previous Post Next Post