কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ১৯ , ২০১৯




1. Emergency Response Support System (ERSS) কতগুলি রাজ্যে লঞ্চ হলো?
- 16

2. 79 তম ভারতীয় ইতিহাস কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?
- ভূপাল

3. Hastshilp Complex কোথায় শিল্যান্যাস হলো?
- নিউ দিল্লি

4. ASI এর প্রেসিডেন্ট কে নির্বাচিত হলেন?
- জি সি অনুপমা

5. পারমাণবিক শক্তি নিয়ে ভারত কোন দেশের সঙ্গে চুক্তি করলো?
- আর্জেন্টিনা

6. আন্তর্জাতিক সৌর শক্তি বিষয়ে ভারত কোন দেশের সঙ্গে মৌ স্বাক্ষর করলো?
- আর্জেন্টিনা

7. ফতেহ সাবমেরিন কোন দেশ তৈরি করলো?
- ইরান

8. কাতার ওপেন মহিলাদের সিঙ্গেলস জিতলেন কে?
- এলিস মার্টিনস [ উপরের ছবি ]

9. সম্প্রতি ক্রিস গেইল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। তিনি কোন দেশের ক্রিকেটার?
- ওয়েস্ট ইন্ডিজ

10. সম্প্রতি কোন রাজ্য রেড মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট লঞ্চ করলো?
- ওড়িশা

11. সম্প্রতি কে অন্তরাষ্ট্রীয় মানবাধিকার পুরস্কার জিতলেন?
- আব্দুল আজিজ মোহাম্মদ

12. প্রথম ফুটবল রত্ন পুরস্কার পেলেন কে?
- সুনীল ছেত্রী

13. পাকিস্তান থেকে আগত দ্রব্যের ওপর ভারত কত শতাংশ শুল্ক বাড়ালো?
- 200%

14. ভারতের কোন রাজ্যে প্রথম জিলা কুলিঙ্গ সিস্টেম চালু হলো?
- অন্ধ্রপ্রদেশ

15. সিম্প্রতি ইরানি ট্রফি জিতলো কোন দল?
- বিদর্ভ

Post a Comment

Previous Post Next Post