৪০টি কারেন্ট অ্যাফেয়ার্স

1. বিশ্বের অটোমোবাইল মার্কেটে ভারতের স্থান কত?- চতুর্থ
2. ‎এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান কোথায় অবস্থিত?- শ্রীনগর
3. ‎Frederick Pincott Award পেলো কোন সংস্থা ?- South Asian Cinema Foundation
4. ‎কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মিশন সম্ভব ক্যাম্পেন শুরু করলো?- আসাম
5. ‎সম্প্রতি কোন রাজ্যে রাইনো গণনা শুরু হলো?- আসাম
6. ‎ভারতের প্রথম কোন জেলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে পুরোপুরি সৌরশক্তি চালিত করলো?- সুরাট
7. ‎World Down Syndrome Day কবে পালিত হয়?- 21 শে মার্চ
8. ‎বিদ্যুৎশক্তি উৎপাদনে ভারতের স্থান কত?- তৃতীয়
9. ‎ভারতের স্বচ্ছতম শহরের নাম কি?- ইন্ডোর
10. ‎Data Speed এ বিশ্বে ভারতের স্থান কত?- 109 তম


1. National Green Tribunal এর চেয়ারপার্সন এর নাম কি?- জাওয়াদ রহিম
2. ‎Ayushman Bharat National Health Protection Mission এর প্রধান কার্যনির্বাহী অফিসারের নাম কি?- ইন্দু ভূষণ
3. ‎ফোর্বসের 'Entertainment and Sports' বিভাগের 30 জনের লিস্টে কোন কোন ভারতীয় খেলোয়াড় আছেন?- পিভি সিন্ধু ও স্মৃতি মন্দনা
4. ‎World Theatre Day কবে?- 27th মার্চ
5. ‎ভারতের প্রথম পতঙ্গ মিউজিয়াম কোথায় অবস্থিত?- তামিলনাড়ু
6. ‎2018 সালে মধ্যপ্রদেশের কোন জেলায় নদী মহোৎসব অনুষ্ঠিত হবে?- হোসাঙ্গাবাদ
7. ‎2018 সালে কোন দেশ 'ইন্টারন্যাশনাল কম্পিটিশন নেটওয়ার্ক' আয়োজন করেছে?- ভারত
8. ‎2018 সালের বিশ্ব উপভোক্তা দিবসের থিম কি ছিল?- মেকিং ডিজিটাল মার্কেটপ্লেসেস ফেয়ার
9. ‎ঝানোর-গান্ধার থার্মাল পাওয়ার স্টেশন কোন রাজ্যে আছে?- গুজরাট
10. ‎2018 সালের GATE পরীক্ষায় প্রথম হলেন কে?- লখনৌ এর প্রশান্ত গুপ্তা


 1. The US State of New Jersey কোন মাসকে 'Sikh Awareness and Appreciation month' হিসাবে ঘোষণা করল?- এপ্রিল
2. ‎2018 এর মে দিবস শ্রীলঙ্কা সরকার 1 লা মে র বদলে কবে পালিত করবে?- 7th মে
3. ‎65 তম ফিল্মফেয়ার আওয়ার্ড এর সেন্ট্রাল প্যানেলের চেয়ারম্যান কে হলেন?- শেখর কাপুর
4. ‎মায়ানমারের নতুন প্রেসিডেন্ট এর নাম কি?- Win Myint
5. ‎কাদাকান্ত কোম্পানির মুরগির বাচ্চা বিক্রির জন্য কোন রাজ্য সরকার অ্যাপ চালু করলো?- মধ্য প্রদেশ
6. ‎কাদাকান্ত কোম্পানির মুরগির বাচ্চা বিক্রির জন্য মধ্যপ্রদেশ রাজ্য সরকার কোন অ্যাপ চালু করলো? -  MP Kadaknath
7. ‎কুল ইএমএস সার্ভিস চালু হলো কোন দুটি দেশের মধ্যে?- ভারত ও জাপান
8. ‎কোন রাজ্য সরকার প্রথম গ্রিন বাজেট পেশ করলো?- দিল্লি
9. ‎All India Police Science Congress কোথায় অনুষ্ঠিত হলো?- সিমলা
10. ‎পরমবীর পারওয়ানে বইটি কার লেখা?- বিপিন রাওয়াত


 1. ইউনাইটেড নেশনের পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর প্রথম মহিলা প্রধান কে হলেন?- রোসমেরি ডিকার্লো
2. ‎রাজস্থানের কোন জেলায় প্রথম মেগা ফুড পার্ক হলো?- আজমীর
3. ‎ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া , এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে যুক্ত হয়ে কোথায় গ্রিন করিডোর তৈরি করলো?- বারাণসী
4. ‎কাঁদকনাথ এর জিআই ট্যাগ পেলো কোন রাজ্য?- মধ্যপ্রদেশ
5. ‎ইজিপ্ট এর বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি?- আবদেল ফাতাহ এল-সিসি
6. ‎সিঙ্গেল ক্যারিয়ার রকেটে করে কোন দেশ সম্প্রতি দুটি স্যাটেলাইট পাঠালো?- চীন
7. ‎সম্প্রতি বিজ্ঞানীরা মানুষের দেহে নতুন যে অস্থি খুঁজে পেলেন তার নাম কি?- ইন্টারস্টিটিয়াম
8. ‎181 - Sakhi Womens Helpline কোন রাজ্য সরকার চালু করলো?- আসাম
9. ‎মালায়ালাম সিনেমায় অবদানের জন্য এবছর জে. সি ড্যানিয়েল আওয়ার্ড কে পেলেন?- শ্রীকুমারান থামপি
10. ‎সম্প্রতি কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নতুন ফিচার 'টাইমস্ট্যাম্পস' চালু করলো?- টুইটার

Post a Comment

Previous Post Next Post