WBCS উপযোগী ৫০ টি প্রশ্ন উত্তর

1. ইবন বতুতা কার সময়ে ভারতে আসেন-
(a) মহম্মদ বিনতুঘলক
(b) গিয়াসউদ্দিন তুঘলক
(c) জাহাঙ্গীর
(d) শাহজাহান
2. ‘মৃতের স্তূপ’-এর অর্থটির সঙ্গে যে প্রাচীন সভ্যতাটির নাম জড়িত তার খনন কাজ কে চালিয়ে ছিলেন-
(a) দয়ারাম সাহানী
(b) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
(c) ভিনসেন্ট স্মিথ
(d) সুরোজ বন্দ্যোপাধ্যায়
3. বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত-
(a) আট ভাগে
(b) সাত ভাগে
(c) ছয় ভাগে
(d) পাঁচ ভাগে
4. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশ্রাস্ত্রে কোন নামে পরিচিত?
(a) মহাভিনি স্রিধেমন
(b) ভেরী ঘোষ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) অষ্টাঙ্গিক মার্ক
5. ‘কাশ্যপ মাতঙ্গ’ কে ছিলেন?
(a) জৈন পণ্ডিত
(b) কনিষ্কের সভাকবি
(c) দার্শনিক
(d) বৌদ্ধ পণ্ডিত
6. ‘জব্বলপুরের কলচুরি’ বংশের রাজধানির নাম কি?
(a) কনৌজ
(b) ত্রিপুরী
(c) বাঘেল খণ্ড
(d) মালব
7. ‘সাংখ্যকা রিকা’ কার রচনা?
(a) নার্গাজুনা
(b) অশ্বঘোষ
(c) শরণ
(d) ঈশ্বরকৃষ্ণ
8. গুপ্তযুগে ‘পরমার্থ সপ্ততি’ বইটি কার লেখা?
(a) কালিদাস
(b) শূদ্রক
(c) বসুবন্ধু
(d) বিশ্নুশর্মা
9. উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির কে ধ্বংস করেন?
(a) সুলতান মামুদ
(b) ইলতুৎমিস
(c) ঘুরী
(d) তৈমুর লঙ
10. কোন বিখ্যাত সুফীসন্ত আলাউদ্দিন খলজীর আনুকূল্যে আসেন?
(a) সেলিম চিস্তি
(b) নিজামউদ্দিন
(c) আউলিয়া
(d) কবির নাসির উদ্দিন চিরাগ
11. আগ্রায় 'ইতিমাত-উল্লার' সমাধি কে নির্মাণ করেন?
(a) আকবর
(b) ঔরঙ্গজেব
(c) শাহজাহান
(d) জাহাঙ্গীর
12. শেখ সেলিম চিস্তির সমাধি কোথায় অবস্থিত?
(a) ফতেপুর সিক্রিতে
(b) গুজরাটে
(c) রাজস্থানে
(d) কাশ্মীরে
13. গুরু নানকের বানী সম্বলিত পুস্তক টির নাম কি ?
(a) জেদ আবেস্তা
(b) ত্রিপিটক
(c) দ্বাদশ অঙ্গ
(d) গ্রন্থ সাহেব
14. 'ফতেহাবাদের মসজিদ' কে নির্মাণ করেন ?
(a) হুমায়ূন
(b) আকবর
(c) জাহাঙ্গীর
(d) ঔরঙ্গজেব
15. মুঘল স্থাপত্য রীতি কোন রীতিতে তৈরি হয়েছিল​ ?
(a) ইন্দো তুর্কী
(b) ফার্সী
(c) পারসিক
(d) ইন্দো ইসলামীয়
16. ইংরেজরা কাকে "Great Cheiftain" হিসাবে চিহ্নিত করেছিল ?
(a) দ্বিতীয় বাজিরাও
(b) মাধবরাও নারাথনকে
(c) নানা ফড়নবীশকে
(d) মহাদাজী সিন্ধিয়া
17. কোন সন্ধির দ্বারা 'পেশবা পদ' বিলুপ্ত হয়ে যায় ?
(a) পুরন্দরের সন্ধির দ্বারা
(b) দেও গাওয়ের সন্ধির দ্বারা
(c) পুনার সন্ধির দ্বারা
(d) সলবাঈয়ের সন্ধির দ্বারা
18. 'অখিল শিখ রাষ্ট্রের' গঠনের উদ্যোগী কে ?
(a) মহাসিংহ
(b) জামান শাহ
(c) রঞ্জিত সিংহ
(d) গুরু গোবিন্দ সিং
19. ইংল‍্যান্ডের হেইল বেরীতে সিভিল সার্ভিসে মনোনীত তরুনদের​ প্রশিক্ষণ কেন্দ্র কবে স্থাপিত হয় ?
(a) 1885
(b) 1884
(c) 1805
(d) 1806
20. 'জ্বাতীয় গ্রন্থাগার' কবে প্রতিষ্ঠিত হয় ?
(a) 1835
(b) 1836
(c) 1837
(d) 1839
21. শ্রীরামপুরে ব‍্যাপ টিস্ট মিশন কলেজ কে প্রতিষ্ঠিত করেন ?
(a) ডেভিড হেয়ার
(b) উইলিয়াম কেরি
(c) উইলিয়াম জোনস
(d) চার্লস উড
22. ভারতের অর্থনৈতিক​ পূর্ণ গঠনের জন্য কাকে ইংল্যান্ড থেকে আনা হয় ?
(a) জেমস উইলসন
(b) চার্লস উড
(c) চার্লস গ্রান্ড
(d) মিতরোর চেক
23. 'জলধর সেন, ও দীনেন্দ্র কুমার রায়' কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন ?
(a) বসুমতী
(b) আনন্দবাজার
(c) যুগান্তর
(d) বন্দেমাতারম
24. লন্ডনে William adam British India Society কবে প্রতিষ্ঠিত হয় ?
(a) 1835
(b) 1836
(c) 1838
(d) 1839
25. স‍্যার জন সাইমন কবে তার Report পেশ করেন ?
(a) 1927
(b) 1928
(c) 1929
(d) 1930
26. কামাল পাশা কবে তুরস্কে খালিফার পদ থেকে চিরতরে বিদায় নেয় ?
(a) 1921
(b) 1922
(c) 1923
(d) 1924
27. Indepent দলের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
(a) মহঃ আলি জিন্না
(b) গান্ধীজি
(c) মতিলাল নেহেরু
(d) চিত্তরঞ্জন দাশ
28. কোন প্রস্তাবকে গান্ধীজী 'A post dated cheque on a crashing bank' বলে অভিহিত করেছেন ?
(a) ইলবাট বিলের প্রস্তাবকে
(b) ক্রীপসের প্রস্তাবকে
(c) ভারতের স্বাধীনতা আইনকে
(d) ওয়াভেল পরিকল্পনাকে
29. ভারতের জাতীয় পতাকার​ দৈর্ঘ প্রস্থের অনুপাত কত ?
(a) 4:3
(b) 3:2
(c) 3:1
(d) 5:4
30. গান্ধীজীর অনুপস্থিতিতে কে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ?
(a) জহরলাল নেহরু
(b) অরুণা আসফ আলি
(c) দাদা ভাই নৌরজী
(d) সরোজিনী নাইডু
31. কোন ভারতীয় শাসক তার প্রশাসন পাশ্চাত্য পদ্ধতি প্রয়োগ করেছিলেন ?
(a) টিপু সুলতান
(b) হায়দার আলী
(c) রাজহোলকার
(d) মুর্শিদকুলি খাঁ
32. 'Indian Pinal Code' তৈরি করতে Law Commissioners প্রধান কে ছিলেন ?
(a) ম‍্যাকুলে
(b) বেন্টিক
(c) ক‍্যানিং
(d) ওয়েলেসলি
33. 'All Indian Trade Union Federation' কে স্থাপন করেন ?
(a) এম. এন. জোশী
(b) এম. এন. রায়
(c) লালা লাজপৎ রায়
(d) ভি. ভি. গিরি
34. ‘দাস ক্যাপিটাল’ – বইটির লেখক কে ?
(a) a. সিন্ট সিমিন
(b) কালমার্কস
(c) রবার্ট ওয়েন
(d) এঙ্গেলস
35. কাশ্মীরের কোন শাসককে ‘কাশ্মীরের আকবর’ হিসাবে ধরা হয়?
(a) সিকান্দর শাহ
(b) সামসুদ্দিন শাহ
(c) হায়দার শাহ
(d) জয়নাল আবেদিন
36. 'সারিপুত্র প্রকরণ' নাটকটির রচয়িতা কে ?
(a) জৈমিনি
(b) নাগারজুন
(c) মেগাস্থিনিস
(d) অশ্বঘোষ
37. বাংলার বারো ভুঁইয়ারা কার আমলে বিদ্রোহ ঘোষণা করেন?
(a) বাবর
(b) হুমায়ুন
(c) আকবর
(d) জাহাঙ্গীর
38. প্রথম ভারতীয় I.A.S. অফিসার এর নাম কি?
(a) বদরুদ্দিন তৈয়াবজি
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(c) অরবিন্দ ঘোষ
(d) সত্যেন্দ্রনাথ ঠাকুর
39. পার্সিভাল স্পিয়ার কোন ভাইসরয়কে 'উজ্জল বিফলতা' বলেছেন?
(a) লর্ড লিটন
(b) লর্ড রিপন
(c) লর্ড কার্জন
(d) লর্ড বেন্টিক
40. 'কাদম্ব বংশের' প্রতিষ্ঠাতা কে ?
(a) মৌর্য শর্মা
(b) কম্বন
(c) সেনগুট্রাভান
(d) নরসিংহ মালুব
41. 'United Union House'- এর প্রতিষ্ঠাতা কে ?
(a) রাজা রামমোহন রায়
(b) আব্বাস তায়েবজি
(c) তারকনাথ দাস
(d) শচীন্দ্রনাথ বক্সী
42. "স্বরাজ্য পার্টি' কোন সালে দ্বিতীয়ত বারের জন্য নির্বাচিত হয় ?
(a) 1923
(b) 1924
(c) 1925
(d) 1926
43. 'জাতীয় গৌরব সম্পাদনী সভা' কে প্রতিষ্ঠা করে ?
(a) অশ্বিনীকুমার দত্ত
(b) রাজনারায়ন বসু
(c) বিপিন চন্দ্র পাল
(d) দ্বারকানাথ ঠাকুর
44. বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর করে ?
(a) আলিবর্দি খাঁ
(b) মুর্শিদকুলী খাঁ
(c) মিরকাশিম
(d) সিরাজউদ্দোলা
45. গুরু গবিন্দ সিং খালসা কবে প্রতিষ্ঠা করেন ?
(a) 1620
(b) 1601
(c) 1669
(d) 1608
46. আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন ?
(a) 11
(b) 12
(c) 17
(d) 14
47. 'মারাঠা মেকিয়াভেলী' কাকে বলা হয় ?
(a) রঘুজী ভোসলে
(b) নানা ফড়নবীশ
(c) বালাজী বিশ্বনাথ
(d) বাকাজী বাজী রাও
48. ভারতে ডাক টিকিট কে প্রবর্তন করেন ?
(a) লর্ড ক্যানিং
(b) লর্ড মিন্টো
(c) লর্ড লিটন
(d) লর্ড ডালহৌসি
49. 1921 সালে সারা ভারত খিলাফত কনফারেন্স কোথায় অনুষ্টিত হয় ?
(a) নাগপুর
(b) মুম্বাই
(c) করাচী
(d) পুনে
50. ' পার্বত্য মুষিক ' নামে কে পরিচিত ?
(a) রঞ্জিত সিং
(b) শিবাজী
(c) টিপু সুলতান
(d) হায়দার আলি

উত্তর
  1. a
  2. b
  3. c
  4. c
  5. d
  6. b
  7. d
  8. c
  9. b
  10. b
  11. d
  12. a
  13. d
  14. a
  15. c
  16. d
  17. c
  18. c
  19. c
  20. a
  21. b
  22. a
  23. a
  24. d
  25. d
  26. d
  27. a
  28. b
  29. b
  30. b
  31. a
  32. a
  33. a
  34. b
  35. d
  36. d
  37. c
  38. d
  39. a
  40. a
  41. c
  42. d
  43. b
  44. c
  45. c
  46. d
  47. b
  48. d
  49. c
  50. b

Post a Comment

Previous Post Next Post