SAARC সার্ক 

SAARC সার্ক 

  1. SAARC (সার্ক ) এর পুরো নাম কি ? উঃ South Asian Association for Regional Co-operation 

  2. SAARC - এর প্রথম সেক্রেটারী কে ? উঃ বাংলাদেশের আবুল আহসান 
  3. SAARC -এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন ?  উঃ বাংলাদেশের লেফট্যানান্ট এইচ এম এরশাদ 
  4. SAARC  কত সালে প্রতিষ্ঠা করা হয় ? উঃ ৮ই ডিসেম্বর ১৯৮৫ 
  5. SAARC  এর সদস্য কোন কোন দেশ ? উঃ ৮ টি দেশ , ভারত , বাংলাদেশ , পাকিস্তান , শ্রীলঙ্কা , নেপাল , ভুটান , মালদ্বীপ , আফগানিস্থান 
  6. SAARC - এর উদ্দেশ্য কি ? উঃ দক্ষিণ এশিয়ার জনগনের অর্থনৈতিক , সামাজিক , সাংস্কৃতিক , বিকাশের মাধ্যমে তাদের জীবনের মানোন্নয়ন । 
৭। SAARC  এর সম্মেলনগুলি কবে কোথায় হয়েছিল  ? 
সম্মেলনসালসম্মেলনের স্থান ও দেশ 
প্রথম ১৯৮৫ঢাকা ( বাংলাদেশ )
দ্বিতীয় ১৯৮৬ ম্যাঙ্গালোর ( ভারত )
তৃতীয় ১৯৮৭কাঠমান্ডু ( নেপাল )
চতুর্থ ১৯৮৮ইসলামাবাদ ( পাকিস্তান ) 
পঞ্চম ১৯৯০মালে ( মালদ্বীপ ) 
ষষ্ঠ ১৯৯১ কলম্বো ( শ্রীলঙ্কা ) 
সপ্তম ১৯৯৩ ঢাকা ( বাংলাদেশ )
অষ্টম ১৯৯৫ নতুন দিল্লী ( ভারত )
নবম ১৯৯৭মালে ( মালদ্বীপ ) 
দশম ১৯৯৮ কলম্বো ( শ্রীলঙ্কা ) 
একাদশ ২০০২ কাঠমান্ডু ( নেপাল ) 
দ্বাদশ ২০০৪ ইসলামাবাদ ( পাকিস্তান ) 
ত্রয়োদশ ২০০৫ ঢাকা (বাংলাদেশ )
চতুর্দশ ২০০৭ দিল্লি ( ভারত ) 
পঞ্চদশ ২০০৮ কলম্বো (শ্রীলঙ্কা )
ষষ্ঠদশ ২০১০ থিম্পু ( ভুটান ) 
সপ্তদশ ২০১১অদ্দুশহর ( মালদ্বীপ ) 
অষ্টাদশ ২০১৪ কাঠমান্ডু ( নেপাল)
উনবিংশ ২০১৬ ইসলামাবাদ ( পাকিস্তান ) 




Post a Comment

Previous Post Next Post