- জাতীয় বিজ্ঞান কেন্দ্র - কোথায় অবস্থিত ? উঃ দিল্লি
- ভারতীয় বায়ুসেনার প্যারাট্রুপারস ট্রেনিংস স্কুল কোথায় অবস্থিত ? উঃ আগ্রা
- ' দি সেন্ট্রাল সায়েন্টিফিক রিসার্চ ইন্সটিটিউট ' কোথায় অবস্থিত ? উঃ চন্ডীগড় ।
- ইন্ডিয়ান ক্যান্সার রিসার্চ ইন্সটিটইউট - কোথায় অবস্থিত ? উঃ মুম্বাই
- ন্যাশানাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত ? উঃ খাদাক ভাসলা ।
- দা সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজী কোথায় অবস্থিত ? উঃ হায়দ্রাবাদ ।
- বেলুড় মঠ কোথায় অবস্থিত ? উঃ কোলকাতা ।
- বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত ? উঃ তিরুবন্তপূরম
- ন্যাশানাল পাওয়ার ট্রেনিং ইন্সটিটিউটের সদর দপ্তর কোথায় ? উঃ ফরিদাবাদ
- ন্যাশানাল স্কুল ওফ মাইনস কোথায় অবস্থিত ? উঃ পুনে
- ন্যাশানাল ইন্সটিটিউট অফ কমিউনিকেবল ডিসিস - কোথায় অবস্থিত ? উঃ দিল্লি
- সিওচেন কি ? উঃ ভারত ও পাকিস্তানের মধ্যে হিমবাহে ঢাকা সিমান্ত প্রদেশ ।
- সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইন্সটিটিউট কোথায় অবস্থিত ? উঃ রাজস্থান
- ফুস্ফুসের মোট বায়ু ধারন ক্ষমতা কত ? উঃ ৫০০০ মিলি
- ট্রিপ্সিন কোথাকার উৎসেচক ? উঃ অগ্নাশয়ের
- অ্যাসিটাইল কোলিন কি ? উঃ সাবস্ট্রেট
- নিউক্লিও মাকুতে কি থাকে ? উঃ দুই প্রকার তন্তু ।
- কোন বিজ্ঞানী কোষ আবিস্কার করেন ? উঃ বিজ্ঞানী হুক
- টিউবিউলিন প্রোটিন অনুপস্থিত কোষের কোথায় ? উঃ প্লাজমা ঝিল্লি
- কোন উদ্ভিদের সঞ্চরী পত্র দেখা যায় ? উঃ ঘৃতকুমারী
- রিকসিয়ার সাধারন নাম কি ? উঃ লিভার ওয়ারট ।
- একটি পরিবর্তিত বিটপ হল - ফুল
- লালারসের উৎসেচকটির নাম কি ? উঃ টায়ালিন ।
- কার স্মৃতিতে মানবসেবা পুরষ্কার দেওয়া হয় ? উঃ রাজীব গান্ধী
- কোন রাজ্য সরকার তানসেন সন্মান পুরষ্কার দিয়ে থাকেন ? উঃ মধ্যপ্রদেশ