জিকে পোস্ট নাম্বার - ২৩৫
UNCOPUOS বা COPUOS
United Nations Committe on the Peacefull Uses of Outer Space
আনকোপৌস বা ইউনাইটেড নেশন্স কমিটি অন দা পিসফুল ইউসেস অফ আউটার স্পেস মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখার দ্বায়িত্ব এই সংস্থার । রাশিয়া স্পটনিক মকাশযান উৎক্ষেপণ করার পরেই ১৯৫৮ সালে এই সংস্থার জন্ম । বর্তমানে এই সংস্থার সদস্য ভারতকে নিয়ে 83 টি দেশ । মহাকাশ গবেষণার শুরুতে রাশিয়া ও আমেরিকার পারস্পরিক রেষারেষি এক অসম্ভব গোঁয়ার্তুমিতে পৌছে যায় । এই সব সামলানোর জন্য হস্তক্ষেপ করে রাষ্ট্রপুঞ্জ । এর ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মানবতার কথা খেয়াল রাখার প্রয়োজনীয়তা বোঝানো যায় । এই কমিটির দু'টি সাব কমিটি আছে - সায়েন্টিফিক ও টেকনিক্যাল এবং আরেকটি লিগ্যাল । যারা মূলত ৫টি চুক্তির সম্পাদনে নজর রাখে , এই পাঁচটি চুক্তি নিম্নরূপ -
১। আউটার স্পেস ট্রিটি - চাঁদ ও অন্যান্য মহাজাগতিক স্থানে মানুষের কার্যকলাপের উপর নজর রাখা
২। রেসকিউ এগ্রিমেন্ট - মহাকাশে পাঠানো মহাকাশচারীদের নিরাপত্তা
৩। লায়াবিলিটি কনভেনশান - মহাজাগতিক কোনো বস্তুর দ্বারা পৃথিবীর ক্ষতিসাধনের সম্ভাবনা সম্পর্কিত
৪। রেজিস্ট্রেশান কনভেনশান - মহাকাশে পাঠানো যে কোনো দেশের মহাকাশযানের রেজিস্ট্রেশান
৫ । মুন ট্রিটি - চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ওপর মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রন বিধি ।
UNCOPUOS বা COPUOS
United Nations Committe on the Peacefull Uses of Outer Space
আনকোপৌস বা ইউনাইটেড নেশন্স কমিটি অন দা পিসফুল ইউসেস অফ আউটার স্পেস মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার হচ্ছে কিনা সেটা দেখার দ্বায়িত্ব এই সংস্থার । রাশিয়া স্পটনিক মকাশযান উৎক্ষেপণ করার পরেই ১৯৫৮ সালে এই সংস্থার জন্ম । বর্তমানে এই সংস্থার সদস্য ভারতকে নিয়ে 83 টি দেশ । মহাকাশ গবেষণার শুরুতে রাশিয়া ও আমেরিকার পারস্পরিক রেষারেষি এক অসম্ভব গোঁয়ার্তুমিতে পৌছে যায় । এই সব সামলানোর জন্য হস্তক্ষেপ করে রাষ্ট্রপুঞ্জ । এর ফলে মহাকাশ গবেষণার ক্ষেত্রে মানবতার কথা খেয়াল রাখার প্রয়োজনীয়তা বোঝানো যায় । এই কমিটির দু'টি সাব কমিটি আছে - সায়েন্টিফিক ও টেকনিক্যাল এবং আরেকটি লিগ্যাল । যারা মূলত ৫টি চুক্তির সম্পাদনে নজর রাখে , এই পাঁচটি চুক্তি নিম্নরূপ -
১। আউটার স্পেস ট্রিটি - চাঁদ ও অন্যান্য মহাজাগতিক স্থানে মানুষের কার্যকলাপের উপর নজর রাখা
২। রেসকিউ এগ্রিমেন্ট - মহাকাশে পাঠানো মহাকাশচারীদের নিরাপত্তা
৩। লায়াবিলিটি কনভেনশান - মহাজাগতিক কোনো বস্তুর দ্বারা পৃথিবীর ক্ষতিসাধনের সম্ভাবনা সম্পর্কিত
৪। রেজিস্ট্রেশান কনভেনশান - মহাকাশে পাঠানো যে কোনো দেশের মহাকাশযানের রেজিস্ট্রেশান
৫ । মুন ট্রিটি - চাঁদ ও অন্যান্য মহাজাগতিক বস্তুর ওপর মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রন বিধি ।