কারেন্ট অ্যাফেয়ার্স ১৭৬-২০০

জিকে পোস্ট নাম্বারঃ ১৭১

১৭৬। নাসার সবচেয়ে হালকা স্যাটেলাইট তৈরি করেছে এক ভারতীয় ছাত্র , এই স্যাটেলাইটটির নাম কি ?
উঃ কালাম স্যাট 
১৭৭। ইন্টারন্যাশানাল ' সি ফেয়ারার দিবস ' কবে পালিত হল ?
উঃ ২৫শে জুন 
১৭৮। নীতিন গডকরি সম্প্রতি কিসের মন্ত্রী হলেন ?
উঃ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে ও শিপিং-এর
১৭৯। সার্বিয়ার প্রথম  মহিলা প্রধানমন্ত্রী কে হলেন ?
উঃ অ্যানা বারনবিক 
১৮০। ২০১৭ সালের কুসুমুগরাজা রাষ্ট্রীয় পুরষ্কার কাকে দেওয়া হল ?
উঃ এইচ এস শিবপ্রকাশ 
১৮১। ১৭ই জুন কোন দিবস পালন করা হল ?
উঃ বিশ্ব খরা নিয়ন্ত্রন দিবস 
১৮২। সিরিল বর্মা কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন 
১৮৩। ইউনেস্কোর তালিকায়  ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন দেশ ?
উঃ শারজা 
১৮৪। সম্প্রতি কস্তুরীরঙ্গন কমিটিকে কিসের দ্বায়িত্ব দেওয়া হল ?
উঃ ন্যাশানাল এডুকেশন পলিসি তৈরি করার 
১৮৫। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি কোন বই প্রকাশ করলো ?
উঃ হ্যান্ড বুক অফ স্ট্যাটিস্টিক্স অন স্টেটস 
১৮৬। গবাদি পশুদের জন্য ব্লাড ব্যাঙ্ক চালু করলো কোন রাজ্য ?
উঃ উড়িষ্যা 
১৮৭। কোন দেশকে সবথেকে বেশী হিউম্যান ট্রাফিকিং এর জন্য দোষী সাবস্ত্য করলো আমেরিকা ?
উঃ চীন-কে 
১৮৮। শ্রী কৃষ্ণা - কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন 
১৮৯। প্রধানমন্ত্রী স্মার্ট সিটি মিশনে কতগুলি শহর আছে ?
উঃ ৯০ টি 
১৯০। ২০১৭ জি-২০ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ?
উঃ জার্মানির হ্যামবুর্গ -এ 
১৯১। ইন্টারন্যাশানাল ইকোনোমিক অ্যাসোসিয়েশানের নতুন প্রেসিডেন্ট কে নিয়োগ হলেন ?
উঃ কৌশিক বসু 
১৯২। ভারতে ন্যাশানাল স্ট্যাটিসটিক্স দিবস কবে পালিত হল ?
উঃ ২৯ শে জুন 
১৯৩ ।সম্প্রতি মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের দূত কাকে করা হল ?
উঃ অভিনেত্রী বিদ্যা বালান 
১৯৪। সোলো অ্যাক্রস আমেরিকা - তে প্রথম কোন ভারতীয় সফল হলেন ?
উঃ শ্রীনিবাস গোকুলনাথ 
১৯৫। সম্প্রতি প্রয়াত দেশবন্ধু গুপ্তা কোন কম্পানীর মালিক ছিলেন ?
উঃ ওষুধ কোম্পানী লুপিনের 
১৯৬। প্যারিসে অনুষ্ঠিত গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট সম্মেলনে ভারতের কোন রাজ্যকে এক্সিলেন্স পুরষ্কার দেওয়া হল ?
উঃ উত্তরাখন্ড 
১৯৭। পৃথিবীর কোন দেশে প্রথম জি এস টি চালু করা হয় ?
উঃ ফ্রান্সে [ ১৯৫৪ সালে ] 
১৯৮। সম্প্রতি প্রকাশিত রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী ভারতের ২০১৭ সালের গ্রোথ রেট কত ?
উঃ ৭.৩ % 
১৯৯। ' লোধা প্যানেল রিফর্ম ' - এর জন্য কোন কমিটি গঠন করা হয়েছে ?
উঃ রাজীব শুক্লা কমিটি 
২০০। কোন রাজ্য সরকার প্রতিদিন ৬ টি করে গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করলো ?
উঃ মধ্যপ্রদেশ 


Post a Comment

Previous Post Next Post