কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি - ২৯, ৩০

জিকে পোস্ট - ৩১৫ 

1. '1st touch-screen inquiry system' চালু করলো কোন মন্ত্রক?- ভারতীয় রেল মন্ত্রক
2. ‎অস্ট্রেলিয়ান ওপেন 2018 মহিলা ডাবলস জিতলেন করা?- তিমিয়া বাবস ও ক্রিস্টিনা ম্লাডেনোভিচ
3. ‎'WTO Ministerial gathering 2018' কোথায় অনুষ্ঠিত হবে?- ভারত
4. ‎হিমাচল প্রদেশ সরকার মেয়েদের সুরক্ষার জন্য কোন অ্যাপ চালু করলো?- শক্তি
5. ‎IBA র প্রথম মহিলা চেয়ারম্যান কে?- উষা অনান্থাশুভ্রমনিয়ম
6. ‎সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2018 জিতলো কোন দল?- দিল্লি
7. ‎সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2018 রানার্সআপ হলো কোন দল?- রাজস্থান
8. ‎ভারতের প্রথম ভাসমান বাজার কোথায় তৈরি হলো?- কলকাতার পাটুলী
9. ‎World Economic Forum সাইবারসুরক্ষার জন্য কোথায় নতুন গ্লোবাল সেন্টার তৈরি করবে?- জেনেভা
10. ‎ভারতীয় রেল কোথায় সিঙ্গেল পয়েন্ট টাচস্ক্রিন সিস্টেম কোন স্টেশনে চালু করলো?- দিল্লি

1. পৃথিবীর বৃহত্তম আর্মি কোন দেশের?- চীন
2. ‎প্রথম নেপালের কোন প্লেয়ার আইপিএলে বিক্রি হলেন?- সন্দীপ ল্যমিচনে
3. ‎6th 'World Government Summit' কোথায় অনুষ্ঠিত হবে?- দুবাই
4. ‎'Dilli Meri Dilli: Before and After 1998' বইটি কার লেখা?- শীলা দীক্ষিত
5. ‎'International Holocaust Day' কবে?- 27 এ জানুয়ারি
6. ‎ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোওর্ডিনেশন সেন্টার কোথায় হবে?- দিল্লি
7. ‎অস্ট্রেলিয়ান ওপেন 2018 মহিলাদের সিঙ্গেল জিতলেন কে?- ক্যারোলিন ওজনিয়াকি
8. ‎পালস পোলিও প্রোগ্রাম 2018 সূচনা করলেন কে?- রামনাথ কোবিন্দ
9. ‎অক্সফোর্ড ডিকশনারির হিন্দি ওয়ার্ড অফ ইয়ার 2018 হলো কোন শব্দ?- আধার
10. ‎ক্যারোলিন ওজনিয়াকি কোন দেশের বাসিন্দা?- ডেনমার্ক


Post a Comment

Previous Post Next Post