কারেন্ট অ্যাফেয়ার্স ২০১-২২৫

জিকে পোস্ট নাম্বার ঃ ১৭৪ 

২০১। জিএসটি -এর নতুন ওয়েব পেজ চালু করলো কোন সংস্থা ?
উঃ PIB
২০২। জিএসটি এর সম্পূর্ণ টেকনোলজি তৈরি করতে ও রক্ষণাবেক্ষণ করার জন্য ইনফোসিসকে  কত টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে ?
উঃ ১৩৮০ কোটি টাকা
২০৩। ১লা জুলাই ভারতে কোন দিবস পালন করা হয় ?
উঃ ন্যাশানাল ডক্টরস ডে
২০৪। ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল পদে কে নিয়োগ হলেন ?
উঃ কে কে ভেনুগোপাল
২০৫। তাকেহিকো নাকাও কোন ব্যাঙ্কের প্রেসিডেন্ট ?
উঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের
২০৬। ভারতের ইলেকশান কমিশনের নতুন চিফ কমিশনার হিসাবে কে নিয়োগ হলেন ?
উঃ এ কে জ্যোতি
২০৭। পর্যটনে উন্নয়ন করার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার পুদুচ্চেরীকে কত টাকা দিল ?
উঃ ১০৭ কোটি টাকা
২০৮। লক্ষ্মন রাওয়াত কোন খেলার সাথে যুক্ত ?
উঃ স্নুকার
২০৯। সম্প্রতি কোন ফুলকে মোদির নাম দেওয়া হল ?
উঃ ইজরায়েলের ক্রিসেন্থামাম
২১০। ন্যাশানাল ডিসাস্টার রেসপন্স ফোর্সে নতুন চীফ কে হলেন ?
উঃ সঞ্জয় কুমার
২১১। ' দ্রি ' উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উঃ অরুনাচল প্রদেশ
২১২। ১৯শে জুলাই কোন দিবস পালিত হল ?
উঃ সেফ পাবলিক সেক্টর ব্যাঙ্ক দিবস
২১৩। ' জি রাইড' অ্যাপটি কোন রাজ্যে চালু হল ?
উঃ কর্ণাটক
২১৪। হংকং এর প্রথম মহিলা চিফ একজিকিউটিভ কে হলেন ?
উঃ কেরি ল্যাম
২১৫। ক্রিয়েটিভ ইন্ডিয়া , ইনোভেটিভ ইন্ডিয়া - স্কিমটি কীসের সাথে যুক্ত ?
উঃ আই পি আর অ্যাওয়ারনেস ।
২১৬। সম্প্রতি ইন্ডিয়ান অয়েল ডিল এর সাথে কোন দেশ যুক্ত হল ?
উঃ ভিয়েতনাম
২১৭। সম্প্রতি ন্যাটোর ২৯তম সদস্য হল কোন দেশ ?
উঃ মন্টেনিগ্রো
২১৮। ২০১৭ এশিয়ান আথলেটিক্স চ্যাম্পিয়ানশীপে ভারত ক'টি স্বর্ণপদক পেয়েছে ?
উঃ ১২টি
২১৯। এলিভেট ১০০ - স্কিমটি কীসের সাথে যুক্ত ?
উঃ ইন্ডিয়ান স্টার্টআপ কোম্পানি
২২০। ' বুদ্ধিগন্ধকী হাইড্রোপাওয়ার ' প্রোজেক্টটি কোন দেশের ?
উঃ নেপাল
২২১। সুব্রত পাল কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল
২২২। আমেদাবাদ - সম্প্রতি কোন আন্তর্জাতিক মর্যাদা পেল ?
উঃ ওয়ার্ল্ড হেরিটেজ
২২৩। সম্প্রতি চালু হওয়া 'ট্যাক্স পেয়ার সার্ভিস মডিউল '- এর নাম কি ?
উঃ আয়কর সেতু
২২৪। ১১ই জুলাই কোন দিবস পালিত হল ?
উঃ ওয়ার্ল্ড পপুলেশান ডে
২২৫। ভারতের কোথায় সম্প্রতি অনলাইন আর-টি-আই চালু করলো ?
উঃ দিল্লি 

Post a Comment

Previous Post Next Post