ভারতের ৫০ টি বিখ্যাত স্থান ও তাদের উপনাম  

ভারতের ৫০ টি বিখ্যাত স্থান ও তাদের উপনাম
  1. কুইন অফ গাড়োয়াল ► নীলকণ্ঠ পাহাড় 
  2. ভারতের তালা চাবির শহর ► আলিগড় 
  3. ভারতের মূলধনের রাজধানী ► মুম্বাই 
  4. ভারতের মক্কার দ্বার ► সুরাট 
  5. পশ্চিমবঙ্গের ধানের গোলা ► বর্ধমান 
  6. পূর্ব ভারতের প্রবেশদ্বার ► কোলকাতা 
  7. সবুজ নগরী ► চেন্নাই 
  8. পূর্ব ভারতের কাশ্মীর ► মণিপুর 
  9. ভারতের সামরিক শহর ► মিরাট 
  10. অর্কিডের শহর ► কার্সিয়াং
  11. উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার ► শিলিগুড়ি 
  12. মেঘদূতের দেশ ► রামটেক 
  13. ত্রাসের নদী ► তিস্তা 
  14. ভারতের পোস্টকার্ড শহর ► মানালি 
  15. গঙ্গার প্রবেশদ্বার ► হরিদ্বার 
  16. পঞ্চনদের দেশ ► পাঞ্জাব 
  17. ইলেকট্রনিক শহর ► ব্যাঙ্গালোর 
  18. ভারতের ম্যাঞ্চেস্টার ► আহমেদাবাদ 
  19. ভারতের পর্বতের রানী ► নেতারহাট 
  20. হিমালয়ের রানী ► মুসৌরী 
  21. ষাঁড় ও মন্দিরের শহর ►উত্তরপ্রদেশের বারাণসী 
  22. বাংলার অক্সফোর্ড ► নবদ্বীপ 
  23. দক্ষিণ ভারতের কাশী ► মাদুরাই 
  24. বাংলার দুঃখ ► দামোদর নদী 
  25. বিহারের দুঃখ ► কোশী নদী 
  26. নীল পর্বত ► নীলগিরি পর্বত 
  27. প্রসাদ নগরী ► কলকাতা 
  28. ভারতের উদ্যান নগরী ► বেঙ্গালুরু 
  29. ভারতের প্রবেশ দ্বার ► মুম্বাই 
  30. ভারতের হলিউড ► মুম্বাই 
  31. গোলাপী শহর ► জয়পুর 
  32. আরবসাগরের রাণী ► কোচি 
  33. এশিয়ার রোম ► দিল্লী 
  34. ভূস্বর্গ / প্রাচ্যের নন্দনকানন ► কাশ্মীর 
  35. প্রাচ্যের ভেনিস ► কোচি 
  36. উৎসব নগরী ► মাদুরাই 
  37. ভারতের বস্টন ► আহমেদাবাদ 
  38. হ্রদের নগরী ► হায়দ্রাবাদ 
  39. দাক্ষিণাত্যের রানী ► পুনে 
  40. ভারতের কমলালেবুর শহর ► নাগপুর 
  41. চন্দন বৃক্ষের মন্দির ► মাদুরাই 
  42. ভারতের ভেনিস ► মুম্বাই 
  43. ভারতের গ্লাসগো ► হাওড়া 
  44. ভারতের দুধের বালতি ► হরিয়ানা 
  45. ভারতের খনির শহর ► ধানবাদ 
  46. পঞ্চ পাহাড়ের দেশ ► ত্রিপুরা 
  47. গুহার দেশ ► সিকিম 
  48. ভারতের পিটসবার্গ ► জামসেদপুর 
  49. এশিয়ার ডিমের ঝুড়ি ► অন্ধ্রপ্রদেশ 
  50. ভগবানের নিজের দেশ ► কেরালা 

Post a Comment

Previous Post Next Post