স্বাধীনতার আগের গুরুত্বপূর্ণ আইন ও সংস্কার
- কার আমলে কত সালে সতীদাহ প্রথা রোধ ও নবজাত কন্যাসন্তান হত্যা রোধ হয় ? উঃ ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে
- কার আমলে কত সালে স্বত্ত্ববিলোপ নীতি প্রবর্তিত হয় ? উঃ লর্ড ডালহৌসির আমলে ১৮৪৮ সালে ।
- ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট কার আমলে কত সালে চালু হয় ? উঃ লর্ড ক্যানিং-এর আমলে ১৮৬১ সালে ।
- ইলবার্ট বিল কার আমলে কত সালে চালু হয় ? উঃ লর্ড রিপনের আমলে ১৮৮৩ সালে ।
- মার্লেমিন্টোর সংস্কার কার আমলে কত সালে করা হয় ? উঃ দ্বিতীয় লর্ড মিন্টোর আমলে ১৯০৯ সালে ।
- দ্বৈতশাসন ব্যাবস্থা কার আমলে কত সালে চালু হয় ? উঃ লর্ড চেমসফোর্ডের আমলে ১৯১৯ সালে ।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কত সালে কার আমলে হয় ? উঃ ১৯১৯ সালে লর্ড চেমসফোর্ডের আমলে ।
- রাওলাট আইন কার আমলে কত সালে পাশ হয় ? উঃ লর্ড চেমসফোর্ডের আমলে ১৯১৯ সালে ।
- সাইমন কমিশন কার আমলে কত সালে প্রতিষ্ঠা করা হয় ? উঃ ১৯২৮ সালে লর্ড আরউইন এর আমলে ।
- গান্ধী-আরউইন চুক্তি কার আমলে কত সালে সাক্ষর করা হয় ? উঃ লর্ড আরউইন এর আমলে ১৯৩১ সালে ।
- ক্ম্যুনাল অ্যাওয়ার্ড কার আমলে কত সালে চালু হয় ? উঃ লর্ড উইলিংডন এর আমলে ১৯৩২ সালে ।
- পৃথক নির্বাচন মন্ডলী কার আমলে কত সালে চালু করা হয় ? উঃ লর্ড উইলিংডনের আমলে ১৯৩২ সালে ।
- ভারত সরকার আইন কার আমলে কত সালে চালু হয় ? উঃ লর্ড উইলিংডনের আমলে ১৯৩৫ সালে ।
- ক্রিপস মিশন কার আমলে কত সালে চালু করা হয় ? উঃ লর্ড লিনলিথগোর আমলে ১৯৪২ সালে ।
- আই এন এ - বিচার কত সালে কার আমলে হয় ? উঃ ১৯৪৫ সালে লর্ড ওয়েভেল-এর আমলে ।
- ক্যাবিনেট মিশন প্ল্যান কত সালে গঠিত হয় ? কার আমলে ? উঃ ১৯৪৬ সালে , লর্ড ওয়েভেল -এর আমলে ।
- মাউন্টব্যাটেন প্ল্যান কার আমলে কত সালে কার্যকারী করা হয় ? উঃ লর্ড মাউন্টব্যাটেনের আমলে ১৯৪৭ সালে ।
- ভারতের স্বাধীনতা আইন কার আমলে কত সালে পাশ হয় ? উঃ লর্ড মাউন্টব্যাটেনের আমলে ১৯৪৭ সালে ।
- জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড কার নেতৃত্বে হয় ? উঃ জেনারেল ডায়ারের নেতৃত্বে ।
- ভারতীয় ও ইউরোপীয় শাসকবর্গদের একই ছাদের তলায় আনা হয় কোন বিলে ? উঃ ইলবার্ট বিলে
- বন্দি আজাদ হিন্দ ফৌজের বিচারের সময় কে তীব্র প্রতিবাদ করেন ? উঃ ভুলাভাই দেশাই আই এন এ বিচারের তীব্র প্রতিবাদ করেন ।
- মর্লেমিন্টো সংস্কারের প্রধান কাজ কি ছিলো ? উঃ হিন্দু ও মুসলিমদের দূরত্ব ব্যাপক করা ।
- কার সহযোগিতায় সতীদাহ প্রথা রোধ হয় ? উঃ রাজা রামমোহন রায়ের ।
- কোন আইনে স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে রাখার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয় ? উঃ রাওলাট আইনে ।
- ক্যাবিনেট মিশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য কি ছিল ? উঃ সংবিধানের কাঠামো তৈরির জন্য রাজ্যের শাসনতন্ত্র পরিষদ গঠন ।