গুপ্তচর সংস্থা ও তাদের পুরো নাম সাথে আরো জিকে

১। ভারতের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ হোয়াইট পেপার ।
২। চীনের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ হোয়াইট বুক ।
৩। পর্তুগালের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ হোয়াইট বুক ।
৪। জার্মানির সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ হোয়াইট বুক ।
৫। জাপানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ গ্রে বুক ।
৬। বেলজিয়ামের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ গ্রে বুক ।
৭। ফ্রান্সের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ ইয়োলো বুক
৮। ব্রিটিশ যুক্তরাজ্যের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ ব্লু বুক ।
৯। ইরানের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ গ্রীন বুক ।
১০। নেদারল্যান্ডের সরকারী ঘোষণাপত্র কে কি বলা হয় ?
উঃ অরেঞ্জ বুক ।
১১। হোয়াইট হল কোন দেশে আছে ?
উঃ লন্ডন
১২। ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত ?
উঃ জেরুজালেম ।
১৩ । শিউ ড্রাগন প্যাগোডা কোথায় অবস্থিত ?
উঃ ইয়াঙ্গন ।
১৪। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত ?
উঃ নিউইয়র্ক ।
১৫। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উঃ প্যারিস ।
১৬। লিনিং টাওয়ার কোথায় অবস্থিত ?
উঃ পিশা
১৭। পেন্টাগন কোথায় অবস্থিত ?
উঃ ওয়াশিংটন
১৮। ক্রেমলিন কোথায় অবস্থিত ?
উঃ মস্কো ।
১৯। বিভিন্ন দেশের গুপ্তচর সংস্থা ও তাদের পুরো নাম
ভারত : RAW - Research and Analysis Wing
পাকিস্তান : ISI - Inter Services Intelligence
রাশিয়া : FSB - Federal Security Service
আমেরিকা : CIA - Central Intelligence Agency
জার্মানি  : BND - Bundes Nachrichten Dienst
দক্ষিণ কোরিয়া : NSP - National Security Planning
জাপান : PSIA - Public Security Intelligence Agency
ফ্রান্স : DGSE - Direction General De La Securite Exterieure
অস্ট্রেলিয়া : ASIS - Australian Secret Intelligence Service
চীন : MSS - Ministry of State Security
ব্রিটেন: M1-6
ইজরায়েল : MOSSAD



Post a Comment

Previous Post Next Post