কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর -১

জিকে পোস্ট - ২৮১ 

1. পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর নাম কি?
- বিনয় বর্মন

2. ‎বিশ্ব এইডস ডে কবে?
- ডিসেম্বরের 1 তারিখ

3. ‎নিখোঁজ মানুষের সংখ্যায় পশ্চিমবঙ্গের স্থান কত?
- 2য়

4. ‎সরকারী ডাক্তারদের তথ্য সম্বলিত 'নো ইউর ডক্টর' তৈরির সিদ্ধান্ত নিলো কোন রাজ্য?
- পশ্চিমবঙ্গ

5. ‎পশ্চিমবঙ্গ সরকারের চালু করা খাদ্য উৎসবের নাম কি?
- আহারে বাংলা

6. ‎আক্ষী কি?
- আরোবসাগরের একটি ঘূর্ণিঝড়

7. ‎প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম 300 রান করলেন কে?
- মার্কো মরিস

8. ‎মার্কো মরিস কোন দেশের ক্রিকেটার?
- দক্ষিন আফ্রিকা

9. ‎সম্প্রতি মারা গেলেন শ্রীরূপা মুখোপাধ্যায়। তিনি কিসের সাথে যুক্ত ছিলেন?
- ক্রিকেট

10. ‎অস্ট্রেলিয়া হকি দলের নতুন কোচের নাম কি?
- কলিন ব্যাচ




Post a Comment

Previous Post Next Post