বিষয়ঃ কম্পিউটার

বিষয়ঃ কম্পিউটার 
১। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ
২। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU  কে।
৩। CPU এর পুরো কথাটি -  সেন্ট্রাল প্রোসেসিং ইউনিট।
৪। Microsoft এর কর্ণধারের নাম - বিল গেটস
৫। একটি CD রম ড্রাইভের ক্যাপাসিটি হোলো 700 মেগাবাইট।

৬। ইন্টারনেটের জনক  বলা হয় ভিন্সেন্ট কার্ফ  কে।

৭। BIT  হোলো কম্পিউটারের বেসিক ইউনিট।এর দুটি ভ্যালু এক এবং শূন্য।
৮। ই- কমার্সে ভারতের স্থান 17তম।
৯। চারটি BIT এর সমন্বয় কে NIBBLE  বলে।
১০। বিশ্বের প্রথম বিদুৎ চালিত কম্পিউটার হোলো ইনিয়াক।
১১। ANSI  এর পুরো নাম American National Standard Institute.
১২। C হোলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর পরিভাষা।
১৩। কম্পিউটারের সব অংশ নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট ।

১৪। 1 কিলোবাইট =1024 বাইট।
১৫। ট্রান্সমিটারের কাজ হোলো তথ্য প্রেরণ করা।
১৬। পার্সোনাল কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যাবহার  করা হয় ,তাকে ডিস্ক অপারেটিং সিস্টেম বা DOS বলে।
১৭। কম্পিউটারের দুটি অংশ।হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১৮। C,D,E,F এই চারটি হল হার্ড ডিস্ক ড্রাইভ।
১৯। কম্পিউটারের  যাবতীয় হিসাব নিকেশ হয় বাইনারি সিস্টেমে।
২০। CPU  এর পুরো কথাটি হোলো Central Processing Unit.
২১। Byte হোলো আট টি bit এর সমন্বয়।
২২। চিকাগো হোলো উইন্ডোজ - 95 এর কোড নাম।
২৩। ব্যাবসার কাজে ব্যবহৃত প্রোগ্রামিংয়ের ভাষা হোলো COBOL.
২৪। http এর সম্পূর্ণ নাম -  Hyper Text Transfer Protocol.
২৫। 1 টেরাবাইট = 1024 গিগাবাইট।

Post a Comment

Previous Post Next Post