কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর -৫

জিকে পোস্ট নাম্বার - ২৫৭ 

1. বিশ্বের সবচেয়ে বড় খাদ্যবস্তু হিসাবে গ্রিনিচ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ কার নাম উঠলো?
- খিচুড়ি

2. ‎পশ্চিমবঙ্গের নতুন CID প্রধানের নাম কি?
- সঞ্জয় মুখোপাধ্যায়

3. ‎ভারতীয় সিনেমার মধ্যে সবচেয়ে বড় পোস্টার এর রেকর্ড কোন সিনেমার দখলে?
- আমাজন অভিযান

4. ‎উত্তরবঙ্গের কোথায় মুখ্যমন্ত্রীর জন্য নতুন অতিথিশালা তৈরি হচ্ছে?
- লাটাগুড়ি

5. ‎পশ্চিমবঙ্গের মডেল স্কুলের নাম কি?
- একলব্য স্কুল

6. ‎কাতালনিয়ার অপসারিত প্রেসিডেন্টের নাম কি?
- কার্লস পুইগদেমন্তকে

7. ‎সম্প্রতি রঞ্জি ম্যাচে 10 টা ক্যাচ ধরে রেকর্ড করলো কে?
- ঋদ্ধিমান সাহা

8. ‎T-20 আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রান কার?
- বিরাট কোহলি

9. ‎T-20 আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান কার?
- ব্র্যান্ডন ম্যাকুলাম

10. ‎দুবাই ওপেন গল্ফ চ্যাম্পিয়নশিপ 2017 তে কোন ভারতীয় মহিলা চ্যাম্পিয়ন হলেন?
-অদিতি অশোক



Post a Comment

Previous Post Next Post