কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর - ২১

জিকে পোস্ট - ২৭৩ 

1. কোহলি তার 50 তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দলের বিপক্ষে করলো?
- শ্রীলঙ্কা

2. ‎প্রিয়রঞ্জন দাসমুন্সির নির্বাচনী কেন্দ্রের নাম কি?
- রায়গঞ্জ

3. এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল 2017 ফাইনাল জিতলো কে?
- গ্রিগর দিমিত্রভ

4. ‎গ্রিগর দিমিত্রভ কাকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর জিতলেন?
- ডেভিড গফিন

5. ‎প্রিয়রঞ্জন দাসমুন্সি কত সালে এআইএফএফ প্রেসিডেন্ট হন?
- 1988

6. ‎টেস্ট ক্রিকেটে শচীনের সেঞ্চুরির সংখ্যা কটি?
- 51 টি

7. ‎কোহলি দ্রুততম 50 টি সেঞ্চুরি করে কার রেকর্ড ভাঙলেন?
- হাশিম আমলা

8. ‎শহরে প্রথম ই-রিকশা নিয়েআসলো কোন কোম্পানি?
- মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা

9. ‎2018 শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- দক্ষিণ কোরিয়ার পেয়াংচোঙ শহরে

10. ‎সম্প্রতি মারা গেলেন ইয়ানা নাভোৎনা। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন?
- লং টেনিস


Post a Comment

Previous Post Next Post