ভারতীয় সংবিধানের ২৫ টি গুরুত্বপূর্ণ তথ্য 

ভারতীয় সংবিধানের ২৫ টি গুরুত্বপূর্ণ তথ্য
  1. ১৯৪৬ খ্রিষ্টাব্দে গণপরিষদে প্রথম অধিবেশন বসে 
  2. ১৯৪৯ খ্রিষ্টাব্দের ২৬শে নভেম্বর ভারতের নতুন সংবিধান গণপরিষদে গৃহীত হয় । 
  3. ১৯৫০ খ্রিষ্টাব্দের ২৬ শে জানুয়ারী স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । 
  4. গণপরিষদের প্রথম সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ । 
  5. ভারতীয় গণপরিষদের শেষ অধিবেশন ১৯৫০ খ্রিষ্টাব্দের ২৬শে জানুয়ারী হয় । 
  6. প্রদেশের সর্বোচ্চ শাসক রাজ্যপাল । 
  7. ডাঃ বি আর আম্বেদকারের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয় । 
  8. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ । 
  9. রাজ্যের প্রকৃত শাসক মুখ্যমন্ত্রী । 
  10. রাজ্য আইনসভা , বিধানসভা নামে পরিচিত । 
  11. বর্তমান ভারতের রাজধানী নয়াদিল্লি । 
  12. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন । 
  13. রাজ্য বিচার বিভাগের প্রধান আদালত হাইকোর্ট । 
  14. ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাজ্যসভা । 
  15. ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম লোকসভা । 
  16. রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি । 
  17. বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রের ২৯ টি অঙ্গরাজ্য আছে । 
  18. লোকসভার সভাপতিত্ব করেন স্পীকার । 
  19. রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন । 
  20. ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট । 
  21. ভারতের সুপ্রিমকোর্ট নয়াদিল্লিতে অবস্থিত । 
  22. বর্তমানে ভারতে ৭ টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে । 
  23. অঙ্গরাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিয়ন্ত্রিত হয় । 
  24. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি । 
  25. দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ । 

Post a Comment

Previous Post Next Post