১৮০০ থেকে ১৯০০ সালের বিশ্বের স্মরণীয় যুদ্ধ

জিকে পোস্ট নম্বর - ২৪৫ 

সাল - যুদ্ধের নাম - কাদের মধ্যে হয়েছিল  - কারা জিতেছিল 
১৮০৫ খ্রিস্টাব্দ - ট্রাফালগারের যুদ্ধ - ব্রিটিশ নৌবাহিনী ও ফ্রান্সের নৌবাহিনী এবং স্পেনের নৌবাহিনীর মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয় -  ব্রিটিশ নৌবাহিনী এই যুদ্ধে জয়ী হয় ।
১৮১৩ খ্রিস্টাব্দ - লাইপজিগের যুদ্ধ - জার্মানি , অষ্ট্রিয়া , প্রাশিয়া  ও রাশিয়া একত্রে নেপোলিয়ান পরাজিত করেছিল
১৮১৫ খ্রিস্টাব্দ - ওয়াটারলুর যুদ্ধ - ব্রিটিশ শক্তি ও ফ্রান্সের মধ্যে , ব্রিটিশ বিজয়ী হয় ।
১৮৪০ খ্রিস্টাব্দ - প্রথম ওপিয়াম যুদ্ধ - চীন ও ব্রিটেনের মধ্যে সংগঠিত হয় ।
১৮৫৩-৫৬ খ্রিস্টাব্দ - ক্রিমিয়ার যুদ্ধ - মিত্রশক্তি ব্রিটিশ , ফ্রান্স ও তুর্কি শক্তিদ্বয় রাশিয়াকে পরাস্ত করে ।
১৮৬১-৬৫ খ্রিস্টাব্দ - আমেরিকার গৃহযুদ্ধ - আমেরিকার উত্তর [মধ্য] ও দক্ষিণের অংশের মধ্যে । আমেরিকার উত্তর রাজ্য আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে জয়ী হয় ও দাসপ্রথা বিলুপ্ত করেন ।
১৮৮০-৮১ খ্রিস্টাব্দ - প্রথম বোয়েরের যুদ্ধ - ব্রিটিশ ও সাউথ আফ্রিকান রিপাবলিকের মধ্যে হয়েছিল । বোয়েররা জয়ী হয়েছিল ।
১৮৯৪-৯৫ খ্রিস্টাব্দ - প্রথম সিনো-জাপানি যুদ্ধ - চীনকে পরাস্ত করে ফরমোসা ও কোরিয়াকে উদ্ধার করে জাপান ।
১৮৯৮ খ্রিস্টাব্দ - ওমডুরমানের যুদ্ধ - ব্রিটিশ ও মিশর শক্তিদ্বয় সুদানের খালিফা শক্তিকে পরাস্ত করে ।
১৮৯৯-০২ খ্রিস্টাব্দ - দ্বিতীয় বোয়েরার যুদ্ধ - ট্রান্সভালে ওলন্দাজ 

Post a Comment

Previous Post Next Post