- কোলকাতা জেলার আয়তন কত বর্গমিটার ? উঃ ১৮৫ বর্গ কিমি ( প্রায় )
- কোলকাতা জেলায় সাক্ষরতার হার কত শতাংশ ? উঃ ৮৭.১৪ শতাংশ
- কোলকাতায় মোট ক'টি বিশ্ববিদ্যালয় আছে ? উঃ ১১ টি
- কোলকাতার নিউ মার্কেট এর আগের নাম কি ছিল ? উঃ স্টূয়ার্ট হগ মার্কেট
- কোলকাতার জন্ম কত সালে হয় ? উঃ ১৬৯০ খ্রিষ্টাব্দের ২৪ অগাস্ট
- কোলকাতা কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় ? উঃ ১৮৩৯ সালে
- কোলকাতার সবচেয়ে পুরোনো সৌধ কোনটি ? উঃ টাউন হল ( ১৮০৪ সাল )
- কোলকাতার সবচেয়ে পুরানো গির্জা কোনটি ? উঃ সেন্ট চার্চ ( ১৭১৬ সালে প্রতিষ্ঠিত )
- হিন্দু কলেজ বা প্রেসিডেন্সী কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ? উঃ ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারী
- কোলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল ? উঃ স্যার ডেভিড অক্টার লোনীর । ১৮১৫ সালে স্থাপিত হয় ।
- কোলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ? উঃ ১৮৬১ সালে
- কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ? উঃ ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি
- কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ? উঃ জেমস উইলিয়াম কল্ভিল ।
- কোলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি ? উঃ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ।
- হাওড়া ব্রীজ ( রবীন্দ্র সেতু ) কবে চালু হয় ? উঃ ১৮৪৩ সালের ২৮শে ফেব্রুয়ারি
- কোলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয় ? উঃ ১৮৭৩ সালে ( ইলেকট্রিক ট্রাম ১৯০২ )
- কোলকাতার ইডেন গার্ডেন এর প্রাচীন নাম কি ছিল ? উঃ আকল্যান্ড সার্কাস
- এন্ডারসান হাউসের বর্তমান নাম কি ? উঃ ভবানীভবন
- কোলকাতা , সুতানুটী ও গোবিন্দপুর - এই তিন গ্রামের তৎকালীন মালীক কে ছিলেন ? উঃ বড়ীশার জমিদার সার্বন রায় চৌধুরী ।
- আকাশবাণী ভবনের নামকরন কে করেছিলেন ? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
- কোলকাতার বেতারকেন্দ্র কবে চালু হয় ? উঃ ১৯২৭ সালে
- কোলকাতা ন্যাশানাল লাইব্রেরির আগে কি নাম ছিল ? উঃ ইম্পিরিয়াল লাইব্রেরি
- কোলকাতার নাম পালটে আলিনগর করেন কে ? উঃ নবাব সিরাজউদৌল্লা
- কোলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ? উঃ ১৭৮০ সালে প্রকাশিত বেঙ্গল গেজেট
- কোলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল ? উঃ ১৭৭২ সাল থেকে ১৯১১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ।