বিভিন্ন চিকিৎসার বিবরন

প্রশ্নঃ  ক্রায়োসার্জারি কি ?
উত্তরঃ অতিশীতল , তরল নাইট্রোজেন বা বায়ু দ্বারা কলার ধ্বংসকরণ । 
প্রশ্নঃ সিস্টোস্কোপি কি ?
উত্তরঃ মূত্রস্থলীর চিকিৎসা । সিস্টোস্কোপ নামক যন্ত্র দ্বারা মূত্রথলীর বিভিন্ন অংশ পরীক্ষা করা হয় । 
প্রশ্নঃ হিসটেরেকটমি কি ?
উত্তরঃ জরায়ুর চিকিৎসা । শল্য চিকিৎসা দ্বারা কোনো মহিলার শরীর থেকে জরায়ুর অপসারন করা হয়। 
প্রশ্নঃ ডায়ালিসিস কি ?
উত্তরঃ বৃক্কের চিকিৎসা । বৃক্ক ( কিডনি) -র গোলযোগ হলে একটি বিশেষ পর্দা ব্যবহার করে রক্তে বর্তমান রেচন পদার্থ অপসারিত করা হয় । 
প্রশ্নঃ ডায়াথার্মি কি ?
উত্তরঃ পেশীর চিকিৎসা । অতি উচ্চতরঙ্গের তড়িৎপ্রবাহ ব্যবহার করে কোনো কলায় তাপ উৎপাদন করা হয় এই পদ্ধতিতে । 
প্রশ্নঃ এন্টেরোস্টমি কি ?
উত্তরঃ অন্ত্রের চিকিৎসা । অন্ত্রে ক্ষত ( আলসার) হলে কৃত্রিম উপায়ে অন্ত্রে ছিদ্র করে তার মাধ্যমে ওষুধ প্রয়োগ করা হয়।
প্রশ্নঃ গ্যাস্ট্রেকটমি কি ?
উত্তরঃ পাকস্থলীর চিকিৎসা । পাকস্থলীতে আলসার হলে শল্য চিকিৎসা দ্বারা পাকস্থলী বা তার কোনো অংশকে কেটে বাদ দেওয়া হয় । 
প্রশ্নঃ হাইপোথারমিয়া কি ?
উত্তরঃ এই পদ্ধতিতে দেহের সামগ্রিক তাপমাত্রা কমানো হয় । 
প্রশ্নঃ ল্যাপারোস্কপি কি ?
উত্তরঃ তলপেটের চিকিৎসা । ল্যাপ্রোস্কোপ নামক যন্ত্রের সাহায্যে তলপেটের গহ্বরগুলি পরীক্ষা করা হয়। 
প্রশ্নঃ লাম্বার পাংচার কি ?
উত্তরঃ সুষুম্নাকান্ডের চিকিৎসা । শিরদাঁড়ার দুটি কশেরুকার অন্তর্বর্তী স্থানে একটি সূচ ঢুকিয়ে তার দ্বারা সেরিব্রো স্পাইনাল তরল -এর নমুনা সংগ্রহ করার পদ্ধতি । 
প্রশ্নঃ নেফ্রেকটমি কি ?
উত্তরঃ শল্য চিকিৎসা দ্বারা ক্ষতিগ্রস্থ বৃক্কের অপসারণ । 
প্রশ্নঃ উফোরেকটমি কি ?
উত্তরঃ শল্য চিকিৎসার দ্বারা ক্ষতিগ্রস্থ বা নিস্ক্রিয় ডিম্বাশয়ের অপসারণ । 
প্রশ্নঃ ভেইনপাংচার কি ?
উত্তরঃ রক্ত সংগ্রহের জন্য রক্তবাহী শিরায় ছিদ্র করা । 
প্রশ্নঃ আকুপাংচার কি ?
উত্তরঃ দেহের বিভিন্ন স্থানে সূচ বিদ্ধকরন দ্বারা চিকিৎসা পদ্ধতি । 
প্রশ্নঃ ভ্যাসেকটমি কি ?
উত্তরঃ জন্ম নিয়ন্ত্রণের জন্য শুক্রনালীকে কেটে বেঁধে দেওয়া । 
প্রশ্নঃ লাইগেশন বা টিউবেকটমি কি ?
উত্তরঃ জন্ম নিয়ন্ত্রণের জন্য ডিম্বাশয়কে কেটে বেঁধে দেওয়া । 
প্রশ্নঃ মাসটেকটমি কি ?
উত্তরঃ ক্যান্সার রোগে আক্রান্ত হলে শল্য চিকিৎসা দ্বরা স্তনের অপসারন । 


Post a Comment

Previous Post Next Post