উচ্চশিক্ষার ২৫ টি শাখার নাম ও কাজ

  1. বায়োমেটিরিওলজিঃ জীবন্ত প্রানিদের উপর আবহাওয়া মন্ডলের প্রভাব সংক্রান্ত বিষয় । 
  2. বায়োনমিকসঃ প্রাণীর সাথে তার পরিবেশের সম্পর্ক সংক্রান্ত বিষয় ।  
  3. বায়োনমিঃ জীবনের আইন সংক্রান্ত বিষয় ।  
  4. বায়োফিজিক্সঃ জীবন্ত প্রানিদের ভাইটাল প্রসেসের বিজ্ঞান । 
  5. বোটানীঃ উদ্ভিদবিদ্যা । 
  6. সেরামিকসঃ কাদা দিয়ে দ্রব্যাদী তৈরির কলা ও প্রযুক্তিবিদ্যা । 
  7. কেমোথেরাপীঃ রাসায়নিক দ্রব্যাদী ব্যাবহার করে রোগের চিকিৎসা । 
  8. ক্রোনোবায়োলজীঃ জীবনকাল সংক্রান্ত বিষয় ।
  9. ক্রোনোলজি ঃ প্রাচীন ঐতিহাসিক ঘটনাগুলি কলাভিত্তিক আলোচনা সংক্রান্ত বিজ্ঞান । 
  10. কঙ্কোলজী ঃ প্রাণীবিজ্ঞানের শাখা যেখানে শাঁখ ও ঝিনুক প্রজাতি নিয়ে পড়াশুনা করতে হয় । 
  11. কসমোগ্রাফী ঃ বিশ্ব ব্রহ্মান্ডের বিভিন্ন বিষয়ের বর্ণনা ও মানচিত্রকরন বিদ্যা । 
  12. কসমোলজি ঃ প্রকৃতির বিজ্ঞান ও বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও ইতিহাস সংক্রান্ত বিষয় ।
  13. ক্রিপ্টোগ্রাফিঃ গোপন লেখাপড়ার বিজ্ঞান ।
  14. সাইটোকেমিস্ট্রিঃ কোষের রসায়ন নিয়ে পড়ার সাইটোলজির একটি শাখা ।
  15. সাইটোলজিঃ কোষ নিয়ে পড়ার বিজ্ঞান ।
  16. ডাক্টাইলোগ্রাফিঃ আঙুলের ছাপ দ্বারা মানুষ চেনার বিজ্ঞান ।
  17. ডারমাটোলজীঃ চর্ম ও চর্মরোগ সংক্রান্ত বিজ্ঞান ।
  18. ইকোলজীঃ প্রাণী ও উদ্ভিদের মধ্যে সম্পর্ক সংক্রান্ত বিজ্ঞান ।
  19. ইকোনোমেট্রিক্সঃ ইকোনোমির সূত্রগুলিতে গাণিতিক প্রয়োগ সংক্রান্ত বিষয় । 
  20. ইকোনমিক্সঃ বস্তুর বিস্তৃতি , উৎপাদন , খরচ সংক্রান্ত বিজ্ঞান ।
  21. ইলেক্ট্রোস্ট্যাটিক্সঃ স্থির তড়িৎ সংক্রান্ত বিজ্ঞান ।
  22. এম্ব্রায়োলজীঃ ভ্রূনের বিকাশ সংক্রান্ত বিজ্ঞান ।
  23. এন্টোমোলজিঃ পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান ।
  24. এপিডেমাইয়োলজিঃ সংক্রামক রোগ সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানের শাখা ।
  25. এথনোগ্রাফিঃ ব্যক্তিগত সংস্কৃতি সম্পর্কিত অ্যান্থ্রপলজির শাখা ।      

Post a Comment

Previous Post Next Post